কুমড়োর ফুল

in Incredible Indialast year

IMG_20230713_184321.jpg

হ্যালো বন্ধুগন,,,

আজকে শেয়ার করবো কুমড়ো ফুল ৷ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সবজী ফল হিসেবে কুমড়ো বেশ পরিচিতি ৷ গ্রাম অঞ্চলের মানুষদের প্রত্যেক বাড়িতে এই কুমড়ো সবজীর গাছ রয়েছে ৷ কুমড়ো সবজী আবার দুই ধরনের হয়ে থাকে ৷ একটি জাঙ্গিতে ফুলে আরেকটি মাটিতে ফুলে থাকে ৷ যেগুলো উচু জমি সেগুলোতে মাটিতে গাছ রোপন করে এবং মাটিতেই ফলন ধরে ৷

তবে খেয়াল রাখতে হবে প্রতিটি ফলের নিচে কয়েকটি করে খড় অবশ্যই দিতে হবে যাতে করে ফল এর দাগ বা পচন না ধরে থাকে ৷ খড়ের উপর স্বাভাবিক অবস্থায় থাকলে কোন ধরনের রোগ বালাই আক্রমন করতে পারবে না খুব সহজেই ৷ অনেকেই রয়েছে কুমড়ো ফল পছন্দ করে থাকে না আবার অনেকেই রয়েছে কুমড়ো ফলের সাথে নানা সবজী মিশিয়ে অনেক সুস্বাদু রান্না তৈরি করা হয়ে থাকে ৷

তারপর আমরা কুমড়ো ফুলের বরা খেতে অনেকই পছন্দ করে থাকি ৷ কুমড়ো ফুলের বরা খেতে অনেক টেস্টি হয়ে থাকে ৷ অনেকেই রয়েছে কুমড়ো সবজীর বাগানে গিয়ে শুধু কুমড়ো ফুল গুলো সংগ্রহ করে রাখবে ৷ কারন এই কুমড়ো ফুলের বরা তৈল দিয়ে ভাজলে অনেক মচমচ করে তার সাথে অনেক সুস্বাদু ও রয়েছে এই কুমড়ো ফুলে ৷

IMG_20230713_184337.jpg

IMG_20230713_184302.jpg

IMG_20230713_184245.jpg

কুমড়ো ফুলের উপকারিতা

  • গ্রামের মানুষেরা বলে থাকে কুমড়ো সবজীর উপকারিতা ও পুষ্টিগুন অনেক রয়েছে ৷ এই কুমড়ো ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি যা সাধারনত ঠান্ডা এবং কাশি প্রতিরোধে সহায়তা করে থাকে ৷

  • তাছাড়াও চোখের জন্য এবং চুলের জন্য ও শরীরের
    ত্বক কে উজ্জ্বল করার জন্য এই কুমড়ো সবজী বেশ উপকারে আসে ৷

  • সাধারনত আমরা দেখি গরম কালে বেশি করে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে আক্রমন করে থাকে ৷ আর এই ব্যাকটেরিয়া রোগ দমন করার জন্য অবশ্যই আমাদের কুমড়ো সবজীর দিকে খেয়াল রাখতে হবে ৷

  • আমরা নানা ধরনের ভাজা পরা খাবার খেয়ে পেটে নানা ধরনের সমস্যা নিয়ে মাঝে মাঝে বিপদে পরে যাই আর সেই সময়ে পেটে অতিরিক্ত গ্যাস হয়ে যায় ৷ যার ফলে হজম শক্তি বৃদ্ধি পেতে থাকে না ৷ আর বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের কুমড়ো সবজী বা কুমড়োর ফুল খেতে হবে ৷

  • হাড় মজবুত করে থাকে এই কুমড়ো সবজীর ফুলে ৷ তারপর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এই কুমড়ো ফুল অনেক সহায়তা করে থাকে ৷ তারপর কুমড়ো ফুলে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিডেন্ট যা আমাদের ক্যান্সার প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

IMG_20230713_184523.jpg

IMG_20230713_184505.jpg

IMG_20230713_184448.jpg

এই ছিল কুমড়ো ফুলের কিছু উপকারিতা ও পুষ্টিগুন সমৃদ্ধ কিছু তথ্য সংক্রান্ত আলোচনা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ ভালো থাকবেন সবাই ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  
Loading...
 last year 

আপনি তো দেখি কুমড়ো ফুলের ফটোগ্রাফির পাশাপাশি কুমড়ো ফুলের উপকারিতা সুন্দরভাবে বর্ণনা করেছেন যা জেনে খুব ভালো লাগলো। আমি আসলে কুমড়ো ফুলের যে এত উপকারিতা তা আগে জানতাম না। আজকে আপনার পোস্টটা পড়ে জানতে পারলাম। আপনি আপনার পোস্টে বলেছেন কুমড়ো ফুলের উপকারিতা সম্পর্কে।এবং কুমড়ো ফুল হার শক্ত করে এবং চোখের দৃষ্টি শক্তি ভালো রাখে তা আজকে আপনার পোস্টটা করে জানতে পারলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন

কুমড়ো ফুলের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর সেই সাথে আপনি কুমড়ো ফুল সম্পর্কে ও অনেক তথ্য শেয়ার করেছেন আপনার পোস্ট থেকে কুমড়ো ফুলের রেসিপি এবং উপকার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এমন তথ্যবহুল লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44