ছোট একটি মেলার ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230423_212623.jpg

Hello Everyone

কেমন আছেন সবাই ৷ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ৷ প্রতিদিনের মত আবারো চলে আসলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে ৷

বাড়ির পাশেই কয়েকদিন আগেই একটি ছোট মেলা বসেছিল ৷মেলাটি সাধারনত দুই দিন হয়ে থাকে ৷ আমি প্রথম দিন যাইতে পারি নাই একটু ব্যস্ততার কারনে ৷ তারপর দ্বিতীয় দিনের সময় বিকেল বেলা যাই আকাশে হালকা হালকা মেঘ ছিল কিছুক্ষন যেতে না যেতেই বৃষ্টি নামতে শুরু করে ৷

কি আর করার এই ছোট মেলাটি বৃষ্টির কারনে অনেক মানুষ চলে গেল নিজ নিজ বাড়িতে মেলা টি কিছুক্ষণের মধ্যেই ফাকা হয়ে গেল ৷ কম মানুষজন ঘুরে বেড়াচ্ছে মেলার মধ্যে ৷ আমি একটু ঘুরাঘুরি করতেই বৃষ্টি নেমেছে ৷

তাই আর মেলার সম্পন্ন ছবি আর তোলা হয় নি ৷ মেলাতে পানি জমে থাকার কারনে পরে মেলাতে ঘুরা ঘুরা করা হয় নি ৷ আকাশের অবস্থা তেমন ভালো ছিল না ৷ কখন কি হতে পারে বলা যাবে না আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে ৷

IMG_20230423_212550.jpg

IMG_20230423_212539.jpg

IMG_20230423_212343.jpg

বিশেষ করে একটি মেলা বসানো হয়ে থাকে অনেক মানুষের সমাগম হয় তারপর মেলাতে নিত্যপ্রয়োজনীয় নানা ধরনের জিনিস পাওয়া যায় ৷ সেই গুলো জিনিস গুলো প্রতিনিয়ত অনেক মানুষের কাজে লাগে ৷

আপানার যে দোকান গুলো দেখতেছেন এই দোকান গুলো তে অনেক ধরনের জিনিস পাবেন যেমন চুরি ,ফিতা, আলতা, পুতুল ইত্যাদি এবং নানা ধরনের খেলাধুলার ছোট বাচ্ছাদের জিনিস পাওয়া যায় ৷

এভাবেই প্রতিটি দোকান বসে থাকে ৷আর মেলাতে বেচাকেনাকরে থাকে ৷ আমাদের বাচ্চাদের জন্য যেসব খেলাধুলার ছোট ছোট জিনিস যেমন পুতুল গাড়ি ঘোড়া এগুলো সেই দোকান গুলো থেকে কিনে থাকি ৷ এবং বাড়িতে নিয়ে যাওয়া হয় ছোট বাচ্ছাদের জন্য ৷

IMG_20230423_212333.jpg

IMG_20230423_212319.jpg

IMG_20230423_212306.jpg

তারপর দেখতেই পারতেছেন অনেক ধরনের ঠাকুরের মূর্তি রাখা হয়েছে দোকান গুলোতে ৷ তারা সে গুলো বিক্রি করে থাকে ৷ তবে এই মূর্তি গুোল ছোট আর ছোট জন্যই অনেক সুন্দর লাগতেছে ৷ আপনি যেখানে যাবেন সাথে করে এই মূর্তি টাকেও নিয়ে যেতে পারবেন ৷

এই খানে পূজা করার জন্য অনেক ধরনের কাসার হাড়ি পাতিল রয়েছে ৷ সেগুলো বাড়িতে পূজার জন্য নিয়ে থাকে ৷ কাসার হাড়ি পাতিল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ তাছাড়াও সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে বিক্রি করে থাকে ৷

এই মুর্তি গুলো আসলে ভারত থেকে তৈরি করা বা খোদাই করা তারপর তারা বাংলাদেশে নিয়ে এসেছে ৷ এই ধরনের মূর্তি রেখে বাড়িতে বা ঘরে পূজা করার জন্য খুবই সুন্দর ৷ সাধারনত এই সব গ্রাম্য মেলাতে এই ধরনের দোকান পাট আসবে আর নানা ধরনের হরেক মাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান দেখতে পাওয়া যায় ৷

IMG_20230423_212259.jpg

IMG_20230423_212225.jpg

তারপর দেখতেই পারতেছেন চুরি ফিতার দোকান ৷ এই দোকান গুলোতে বেশিরভাগে মা বোনেরা ভিড় করে থাকে ৷ তাদের পছন্দমত জিনিস তারা ক্রয় করে থাকে ৷ একটি মেলাতে মা বোনদের বেশি আগমন হয়ে থাকে ৷

একটা মেলাতে ঘুরাঘুরি করলে মন ফ্রেশ হয়ে যায় কতই না মানুষের সমাগম ৷ তারপর নানা ধরনের দোকান পাট খাওয়ার হোটেল মিলেয়ে একটি মেলা বসানো হয়ে থাকে ৷ আর হোটেলে থাকে নানা ধরনের খাবারের জিনিস যেমন জিলাপি , সন্দেস , পিঠা নানা ধরনের পাপর খুরমা পরোটা এই সব ভাজা পরা খাবারের জিনিস পাওয়া যায় এই ছোট গ্রামের মেলাতে ৷

আজকে এই ছিলো আমাদের পাশের গ্রামের ছোট মেলার কিছু দৃশ্য

সবার সুস্বাস্থ কামনা করে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  
Loading...
 last year 

আপনার বাড়ির পাশে,,, এই মেলায় ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আপনার পোস্ট ওপেন করার সাথে সাথে, আমার মনটা এমনিতেই ভাল হয়ে গেল। কারণ আপনার পোস্টে উল্লিখিত ফটোগ্রাফি গুলো দেখে,,,, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।

ছোটবেলায় মেলায় ঘুরতে যেতাম সবাই মিলিয়ে অনেক আনন্দ করতাম, খাওয়া-দাওয়া করতাম। চারপাশ ঘুরে ঘুরে মেলার সম্পূর্ণ জিনিস গুলো দেখার চেষ্টা করতাম। কিন্তু বড় হওয়ার পর থেকেই,,,, সেই সুযোগটা এখন আর হয়ে ওঠেনি।

কিন্তু আজকে আপনার পোস্ট ওপেন করার পর, মেলার সেই ফটোগ্রাফি গুলো দেখে, ছোটবেলার সেই দৃশ্যগুলো যেন চোখের সামনে উজ্জ্বল ভাবে ভেসে উঠলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে, আপনার মেলায় ঘুরে বেড়ানোর আনন্দটা, আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনা করি ভাল থাকুন।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে

 last year 

মেলায় ঘুরতে গেলে অনেক আনন্দের মুহূর্ত কেটে যায় নিজের কাছে অনেক ভালো লাগে আনন্দ মেলায় ঘুরতে গেলে আপনার বাড়ির পাশে আনন্দমেলায় গিয়ে আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন পাশাপাশি সেই মেলা থেকে কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে মেলার আনন্দ অনুভূতিটা আপনি তুলে ধরেছেন আপনার পোষ্টের মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

মেলায়,মেলা জিনিসের, সুন্দর সুন্দর মেলা ছবি তুলে,
মেলা বর্ননা দিয়ে উপস্থাপন করার জন্য, তোমাকেও
মেলা মেলা ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

আপনার গ্রামে কয়েকদিন আগে মেলা বসেছিল তাই সেই মেলাতে গিয়ে বিভিন্ন ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন ছবিগুলো অনেক সুন্দর হয়েছে এবং বিভিন্ন জিনিস মেলা তে এনেছিল সেগুলো আপনার পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম। আসলে মেলা মানে ই আনন্দ মেলা মানেই অনেক মজা বিশেষ করে যারা মেলাতে যায় তারা অনেক আনন্দ ও মজা করে থাকে যেমন আপনার পোস্টটা করে বুঝতে পারলাম আপনি মেলা থেকে ঘোরাঘুরি পাশাপাশি অনেকগুলো ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

মেলায় যাওয়া সত্যি অনেক দারুন একটি বিষয়। আমাদের গ্রামবাংলার প্রধান ঐতিহ্য কিন্তু মেলা। কিন্তু কালের পরিক্রমায় এই মেলা এখন হারিয়ে যেতে বসেছে। ধন্যবাদ প্রিয় ভাই আমাদের সাথে এমন সুন্দর মহুর্ত শেয়ার করার জন্য। আপনার ফটোগ্রাফিগুলো সত্যি অসাধারণ ছিলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61498.89
ETH 2962.80
USDT 1.00
SBD 2.49