কাটা বেগুন ফুলের ফটোগ্রাফি 🌼

in Incredible India3 months ago

IMG_20240627_192729.jpg

নমষ্কার বন্ধুরা ,,,

আজকে আমি আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ৷ সাধারনত এই ফুলের নাম কাটা বেগুন ফুল গাছ ৷ অন্যান্য জায়গায় হয়তো এই ফুলের আরো অন্যান্য নাম থাকতে পারে ৷ তবে আমাদের এলাকায় আমরা সবাই এই ফুল গাছ কে কাটা বেগুন নামে চিনে থাকি ৷

তবে এই কাটা বেগুন একটি গুল্ম জাতীয় উদ্ভিদ ৷ এটি একটি জংলি গাছ যা বাড়ির আশেপাশে বা ছোট খাটো জঙ্গলে এই ফুলের গাছ গুলোকে দেখা যায় ৷

সাধারনত এই ফুলের ফটোগ্রাফি গতকাল কে করেছিলাম ৷ গতকাল দুপুর ১২ টার সময় কলেজে পরিক্ষা দিতে যাওয়ার সময় একটি ছোট জঙ্গলের পাশ থেকে এই ফুলের গাছ কে দেখতে পাই ঠিক তখনই আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম ৷

IMG_20240627_192748.jpg

কাটা বেগুন ফুল গাছের পরিচিতি

সাধারনত এই ফুলের সৌন্দর্য অতি চমৎকার বলা যায় কারণ , ফুলটি দেখতে মাঝারি আকাড়ের এবং সাদা রঙের তারপর ফুলের পাঁচটি পাপড়ি রয়েছে আবার শীর্ষক হিসেবে দুইটি হলুদ রঙের দাঁতের মত রয়েছে
তারপর গাছটি লম্বায় তিন থেকে চার ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে ৷ যা দেখে আমরা নিঃসন্দেহে বলতে পারি আসলেই এই কাটা বেগুন ফুলটি দেখতে বেশ চমৎকার ৷

তবে এটি জংলি গাছ জন্য মানুষ এই গাছকে যত্ন করে না অনেক সময় দেখা যায় জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এই ধরনের গাছ গুলোকে কেটে ফেলে দেয় ৷ আর বিশেষ করে আমাদের এলাকায় এই ধরনের জংলি গাছ গুলোকে জ্বালানি খড়ি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ৷

গ্রামের মানুষদের কাছে শুনা যেতো এই গাছের যে ফল হয় এটি অনেক তিক্ত , তবে এই ফলের বেশ কিছু ঔষুধ তৈরি করা হয়ে থাকে যেটা সাধারন মানুষদের জন্য বেশ উপকারি করে থাকে ৷

IMG_20240627_192919.jpg

IMG_20240627_192835.jpg

গ্রামের এখনো অধিকাংশ মানুষজন এই গাছকে তিক্ততার সাথে অনেকে বিষাক্ত মনে করে থাকে ৷ যার জন্য অনেকে এই ধরনের গাছের কাছে যেতে চায় না বা তেমন ভাবে গুরুত্ব দেয় না ৷

আর সাধারনত এই ধরনের গাছ থেকেই বেশীর ভাগ ক্ষেত্রে নানা ধরনের রোগের ঔষুধ তৈরি করা হয়ে থাকে ৷ গাছগাছড়ার ঔষুধ কবিরাজ আগে তৈরি করতো আর বর্তমান সময়ে মানুষজন কবিরাজ কে তেমন একটা পছন্দ করে না ৷

যাই হোক আমাদের প্রকৃতিতে অনেক গাছ ও ফুল রয়েছে যেগুলোর সৌন্দর্যতা রয়েছে এবং ঔষুধি গুনাগুন রয়েছে তার মধ্যে এই কাটা বেগুন হল অন্যতম ৷ যদিও এটি জংলি জন্য কেউ গুরুত্ব দেয় না তবে এর অনেক গুনাবলি রয়েছে ৷

IMG_20240627_192813.jpg

তো বন্ধুরা আজকে এই ছিল আমার কটা বেগুন গাছের ফুলের ফটোগ্রাফি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সবাই ৷

ফুলের ফটোগ্রাফি গুলো গতকাল কে তোলা হয়েছে তারিখ 27-06-2024
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 3 months ago 

আগে কখনো এত সুন্দর কাটা বেগুনের ফুল দেখিনি এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে এত সুন্দর একটি কাটাবে গুণের ফুল দেখলাম দেখে অনেকটাই ভালো লাগলো এবং সুন্দর।

আমাদের এলাকাতে কৃষি কাজ খুবই কম হয় তাই ওইদিকে এতটা দেখা যায় না।

ধন্যবাদ ভাই আপনার কাটা 🍆 ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লাগলো আমি মনে হয় প্রথম দেখলাম।

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

 3 months ago 

প্রকৃতির মাঝে কতই না ফুলের গাছ রয়েছে যেগুলো আমারা এখন পর্যন্ত দেখি নি ৷ যাই হোক আজকে আপনি দেখে খুশি হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ৷

 3 months ago 

বরাবরের মতো আবারো একি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন কাটাযুক্ত তিত বেগুন ফুলের অসম্ভব সুন্দর ছবি ক্যাপচার করতে পেরেছেন রাস্তার পাশে থাকা অবহেলায় অযত্নে পড়ে থাকা এই গাছগুলো থেকে ছবি আপনি উঠেছেন সেটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এই কাজগুলো রাস্তার পাশে অযত্নী পড়ে থাকে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি মূলক পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টই পড়ে খুব সুন্দর একটি রিপ্লে করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকবেন।

 3 months ago 

আপনার কাঁটা দেখুন ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ছোটবেলায় রাস্তার ধারে ধারে দেখতাম কত এইরকম কাটা বেগুন ফুলের গাছ। ছোটবেলায় কত এই কাঁটা বেগুন নিয়ে আমরা খেলা করেছি। কিন্তু এখন এই গাছ গুলো খুব কম দেখা যায়। এই গাছগুলোতে ভীষণ কাটা হয়। আপনার এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

ঠিক বলেছেন দিদি এই কাটা বেগুন ফুল গাছ গুলো রাস্তার পাশে দেখতে পাওয়া যায় ৷ তবে এই গাছ গুলো অযত্নে বেড়ে উঠে প্রকৃতির মাঝে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন 🙏

 3 months ago 

আপনি বরাবরের মতো আবারও একটা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আপনার ফটোগ্রাফিগুলো সব সময়ই ভালো হয়৷ আমাদের চলার নানা ফুলের দেখা পাওয়া যায়, আজ আপনি কাটা বেগুন ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছেন যেটা সত্যি খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

আপনার বরাবরই ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয় আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি কাটা বেগুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

 3 months ago 

ভাই, এই বেগুন তুলতে গিয়ে ছোটবেলায় কতো কাঁটার আঘাত সহ্য করেছি নিজেও জানিনি। অনেক সময় এই বেগুন গাছ ও ফল দেখলেও কাউকে কিছু বলতাম না। তাহলে যদি আমার আগে কেউ ঐ বেগুন তুলে নিয়ে আসে।

এখন আর আমাদের এলাকায়ও এই বেগুন গাছ দেখা যায় না। অনেক উপকারী উদ্ভিদ যেগুলো এখন বিলুপ্তির পথে। আপনার কাঁটা বেগুনের ফটোগ্রাফি গুলো বরাবরের মতোই ভালো হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এই কাটা বেগুনের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ছবিগুলো অনেক সুন্দর ছিল আমরা আশা করি আপনার কাছ থেকে পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন।

 3 months ago 

রাস্তার পাশে কাঁটা বেগুন গাছ দেখা যায়। তবে ওখানে তার ফুল যতটুকু সুন্দর দেখা যায় তার চাইতেও আপনার ফোটোগ্রাফিতে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। কাটা বেগুন গাছের অনেক বেশি উপকারিতা রয়েছে। যেটা আমি বিগত কয়েকদিন আগে পড়েছিলাম নেটের মধ্যে। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62497.97
ETH 2428.72
USDT 1.00
SBD 2.65