বাবরি ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India8 months ago

IMG_20240122_145919.jpg

হ্যালো বন্ধুগন ,,

আজকের ফটোগ্রাফি হলে বাবুরি ফুলের ফটোগ্রাফি ৷ সাধারনত এই ফুল গুলো হয়তো সবাই চিনে থাকবেন ৷ বাবুরি হলো এক ধরনের শাক যেগুলো কচি অবস্থায় শাক হিসেবে আমরা ব্যবহার করে থাকি ৷ আর যখন এই বাবুরি গাছ গুলো প্রাপ্ত বয়স্ক হতে থাকে তখন এই ফুল গুলো আমরা দেখতে পাই ৷ আবার এই ফুল গুলো থেকে বীজ হয়ে থাকে ৷ অনেকে আবার এই শাক কে বাবরি শাক নামে চিনে থাকে ৷

আমাদের গ্রামের মানুষেরা এই ধরনের শাক রোপণ করে অনেকদিন পর্যন্ত খেয়ে থাকে ৷ একসময় যখন ফুল ফোটা শুরু করে তখন এই গাছ গুলো লম্বা হতে থাকে এবং পাতা গুলো আস্তে আস্তে ঝরে পরে যায় ৷ আর যখন ফুল ফোটে থাকে তখন দেখতেই অসম্ভব সুন্দর লাগে ৷ শীতকালের শেষে শেষে এই গুলো গাছের ফুল থেকে বীজ সংগ্রহ করা যায় শুকিয়ে ৷

সাধারনত এই বাবরি বা বাবুরি শাক গুলো ভাজি বা কোন সবজীর সাথেও খাওয়া যায় ৷ অনেকে আবার মাছের সাথে বাবরি তার পাশাপাশি আলু একসাথে দিয়ে সবজী করে রান্না করে খায় ৷ অনেক সুস্বাদু লাগে আমার কাছে ৷ এই বাবরি শাকের একটি ঘ্রান রয়েছে তবে ঘ্রান টা আমার কাছে বেশ ভালোই লাগে ৷ তারপর অনেকে রয়েছে যারা কিনা এই বাবরি শাকের ঘ্রান টা নিতে পারে না বা সহ্য করতে পারে না ৷

IMG_20240122_150042.jpg

বাবরি শাকের উপকারিতা
  • এই বাবরি শাকের ফুলের কলি গুলো দিয়ে এক ধরনের চা তৈরি করা হয়ে থাকে যেই চা খাওয়াতে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

  • তারপর জানা যায় চীন দেশে জ্বর হলে এই বাবরি শাকের গাছের রস বেটে খাওয়ালে খুব দ্রুত জ্বর সেরে যায় ৷ তারপর শরীরের মধ্যে থাকা হড়গুলো মজবুত রাখতে খুবই সাহায্য করে থাকে ৷

  • তারপর এই বাবরি শাক রক্ত পরিষ্কার করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ তারপর দেখা যায় শরীরের মধ্যে অনেক চুলকানি থাকে এই শাক খাওয়ার ফলে চুলকানি খুবই কম দেখা যায় ৷

  • তারপর দেখা যায় এই বাবুরি শাক খাওয়াতে হজম সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ তার পাশাপাশি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে থাকে ৷

অপকারিতা ,,

এই বাবরি শাকের সাথে আমি অনেক দিন যাবৎ ধরে পরিচিত তাই আমার জানামতে এই বাবরি শাকের কোন ধরনের অপকারিতা দিক দেখতে পাই নি ৷ তো বন্ধুরা আপনাদের কোন ধরনের সন্দেহ থাকলে অবশ্যই জেনে শুনে তারপর ব্যবহার করবেন ৷

IMG_20240122_150142.jpg

IMG_20240122_150237.jpg

আমার আজকের বাবরি ফুলের ফটোগ্রাফি গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ তার পাশাপাশি বাবরি শাকের কিছু সংক্ষিপ্ত বর্ণনা এবং উপকারিতা তুলে ধরার চেষ্টা করেছি ৷

ধন্যবাদ সবাইকে

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 8 months ago 

বাবরি ফুলের ফটোগ্রাফিটা খুব সুন্দর হয়েছে আর ফুলটি সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছেন। যেগুলো আমার জানা ছিলো না। বাবরি ফুলে কলি দিয়ে চা বানানো হয় সেটা কোনোদিন শুনিনি।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্যবহুল পোস্ট শেয়ার করার জন্য।।

 8 months ago 

হুম ভাই ফটোগ্রাফি করা আমার অনেক শখের একটি জিনিস ৷ কোথাও গেলে ফটোগ্রাফি করে থাকি ৷ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি ভালো লাগার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 8 months ago 

সত্যিই ভাবতে খুব অবাক লাগে যখনই আপনার পোস্ট ওপেন করি। নতুন কোন ফুলের ফটোগ্রাফি সম্পর্কে জানতে পারি। আজকেও তার ব্যতিক্রম নয়। চমৎকার ফটোগ্রাফি এবং নতুন ফুলের মাধ্যমে আপনার পোস্ট আপনি শুরু করেছেন। সেই সাথে ফুলের উপকারিতা উপকারিতা আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 8 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ... দিনটি আপনার শুভ হোক ৷

 8 months ago 

খুব ই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি করেছেন।। বাবরি ফুল আমি আগে অনেক দেখেছি কিন্তু এর নামটা জানা ছিল না।। আজকে আপনার পোস্টের মাধ্যমে এর নামটি যেনে খুবই ভালো লাগলো।।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 8 months ago 

আমাদের এলাকায় এটাকে বাবুই শাকের ফুল বলে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফুল দেখতে ছোট কিন্তু সূর্যমুখীর মতো। এই ফুলের গাছের শাক আমরা প্রায়শই খাই।

 8 months ago 

হুম ভাই দেখতে অবশ্য সূর্যমূখী ফুলের মত ৷ আর এটা বাবরি শাক যেগুলো কচি অবস্থায় খেতে অনেক ভারি মজা লাগে ৷ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 8 months ago 

পোস্টটি পড়ে ভীষণ ভালো লেগেছে কারণ কি জানেন, যে ফুলটা রাস্তার পাশেই পড়ে আছে অথচ এই ফুল সম্পর্কে আমার তেমন কোন ধারণাই ছিল না।
সে সাথে আপনার করা ফটোগ্রাফি গুলো কিন্তু মন কেড়ে নিয়েছে এবং যেসব অজানা তথ্য আপনি দিয়েছেন এই ফুল সম্পর্কে যেটা আমার সত্যিই জানা ছিল না।

 8 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 8 months ago 

আপনার বাবরি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আর আপনি বাবরি ফুলের বিস্তারিত তথ্য আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যদিও আমি এই বাবরি ফুল চিনি না কিন্তু আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।

 8 months ago 

ফুলটি দেখে অনেক পরিচিত একটি ফুল মনে হলো কিন্তু তার নাম টি একদম আমার কাছে নতুন লাগলো এবং এই ফুলের উপকারিতা ও অপকারিতা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62300.84
ETH 2421.47
USDT 1.00
SBD 2.56