আলমান্ডা ফুলের ফটোগ্রাফি ও উপকারিতা !!

in Incredible Indialast month

IMG_20240425_134346.jpg

হ্যালো বন্ধুগণ ,,

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালোই আছি ৷ আমি আজকে আপনাদের মাঝে আলমান্ডা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সাধারনত আলমান্ডা একটি গ্রীস্মকালীন ফুল ৷ আর এই ফুল জাতভেদে অনেক রঙের রয়েছে আর একেকটি দেশে বা একেকটি এলাকায় এই ফুল গুলোর ভিন্নতা নাম রয়েছে ৷ যেমন এই ফুলকে অনেকে আল্লামান্ডা ফুল বলে থাকে আবার অনেকে আলমান্ডা ফুল বলে থাকে ৷ আবার অনেকে মাইক ফুল নামে চিনে থাকে ৷ তবে আমাদের এলাকায় এই ফুল গুলোকে গ্রামের ভাষায় মাইক ফুল নামে চিনে থাকে ৷

এই আলমান্ডা ফুল গুলো বিশেষ করে গ্রীস্মকালে ফুটে থাকে ৷ যত রোদ বেশী হবে ততই নাকি এই ফুল গাছে ভরে যাবে ৷ এই ফুলের রং হলুদ বর্ণের দেখতেও অনেক আকর্ষণীয় ৷ এই আলমান্ডা ফুলের পাঁচটি বিশিষ্ট পাপড়ি রয়েছে আর পাঁপড়ি গুলো বেশ চ্যাপ্টা ও মোটা আকাড়ের ৷ এই ফুল গুলো গাছ থেকে খুব সহজে ঝড়ে পড়ে না ৷ গাছটির উচ্চতাও বেশ লম্বা হয়ে থাকে আর ডালপালা গুলোও বেশ পরিমাণে শক্ত যার ফলে গাছটি অনেক শক্তিশালী হয়ে উঠে ৷

এই ফুলের গাছটি বেলে দোআঁশ মাটিতে রোপণ ভালো হয় ৷ হালকা ভাবে গোবর সার গর্তে রেখে তারপর চারা গাছ রোপণ করলে বেশ কয়েকদিনের মধ্যে চারা নতুন কুশি দিতে থাকবে এবং খুব দ্রুত গাছটি বেড়ে উঠতে সহায়তা করবে ৷ এই আলমান্ডা ফুলের গাছ খড়া সহ্য করতে পারে ৷ একাধিক পানি সেচ না দিলেও গাছের কোন কিছু ক্ষতি হয় না ৷ সারাবছরে আকাশের যে পানি পায় সেটা দিয়েই তাদের বেঁচে থাকার উপযুক্ত হয়ে যায় ৷

IMG_20240425_134411.jpg

IMG_20240425_134322.jpg

গ্রামের মানুষজন প্রতিটি গাছগাছড়ার ঔষুধ ব্যবহার করে আসছে তেমনি ভাবে এই আলমান্ডা গাছের ঔষুধ ও ব্যবহার করে আসছে ৷

তাহলে চলুন জেনে নেওয়া যাক আলমান্ডা ফুলের কিছু উপকারিতা ৷

উপকারিতা
  • এই আলমান্ডা ফুল গাছের শিকর পা ভাঙ্গা ঔষুধের জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ তারপর যদি বাত ব্যাথা থেকে থাকে তাহলে এই ফুল গাছের শিকর গুলো পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর হালকা কুসুম গরম অবস্থায় বাত ব্যাথা যুক্ত স্থানে হালকা ভাবে প্রতিদিন মালিশ করতে হবে ৷

  • তারপর এই ফুল গাছের ঔষুধ নিয়ে এবং বাকি কিছু মেডিসিন দিয়ে নানা ধরনের ঔষুধ তৈরি করা হয়ে থাকে ৷ তারপর এই গাছের ছাল থেকে নানা ধরনের রোগের সংক্রামন রোগ থেকে প্রতিরোধ করার ক্ষমতা রাখতে সাহায্য করে থাকে ৷

অপকারিতা ,,

এই আলমান্ডা ফুল গাছের সমস্ত অংশ হালকা ভাবে বিষাক্ত যা মানুষের জন্য হালকা বমি ও ডায়রিয়া হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে ৷ তাই আমাদের সচেতনার সাথে এই গাছ থেকে বেশ দুরেই থাকতে হবে ৷ বিশেষ করে ছোট বাচ্চাদের এই ফুল গাছের নিচে না রাখাই অতি উত্তম হবে আমি বলে মনি করি ৷

IMG_20240425_134302.jpg

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার আলমান্ডা ফুলের ফটোগ্রাফি এবং উপকারিতা ও অপকারিতা ৷ আমার পোস্ট টি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 last month 

মাইক ফুলের সৌন্দর্য সব সময় আমাকে বিমোহিত করে। বাড়ির প্রধান ফটকের সামনে এ গাছটি লাগিয়ে রাখলে বাড়ির সৌন্দর্য যেন বহু গুনে বেড়ে যায়। আপনি খুব সুন্দর ভাবে এ
ফুলের ফটোগ্রাফি করেছেন এবং এর উপকারিতা ও অপকারিতা বর্ণনা করেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last month 

হ্যা দিদি ঠিক কথাই বলেছেন বাড়ির সাথে এক পাশে যদি এই ফুল গুলো লাগানো যায় তাহলে দেখবেন বাড়ির পুরো সৌন্দর্য ফুটে উঠবে ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

আলমান্ডা এই ফুলের নাম প্রথম আমি আপনার পোষ্টের মধ্যে জানতে পারলাম। আমরা সাধারণত এটাকে মাইক ফুল নামে চিনি। যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে, অনেকটা মাইকের মত। আজকে আপনি আমাদের সাথে এই ফুলের ফটোগ্রাফি এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 last month 

হ্যা আপু অনেকে মাইক ফুল নামেও চিনে থাকে একেক জায়গায় একেক ধরনের নাম থাকে ৷ তবে এই ফুল গুলো আসলেই অনেক সুন্দর ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last month 

আলমান্ডা‌ ফুলের সৌন্দর্য প্রশংসা করে শেষ করার মত নয় এর ফুলের তেমন সুগন্ধ ছাড়াই না। তবে এই যখন ফোটে সম্পূর্ণ গাছটি হলুদ আকারে ধারণ করে এবং দেখতে অসম্ভব সুন্দর লাগে।

আলমান্ডা ফুলের উপকার সম্পর্কে আপনি বেশ সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ৷ 🧡

 last month 

দাদাভাই আমার কমেন্টে পড়ার জন্য আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last month 

আপনি প্রতিনিয়ত নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে থাকেন আমাদের মাঝে। তারই ধারাবাহিকতায় আজ আপনি আলমান্ডা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার পোস্টের মাধ্যমেই আলমান্ডা ফুলের নামটা প্রথম শুনলাম আমি। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং ফুলটির উপকারীতা সম্পর্কে জেনে। ধন্যবাদ আপনাকে।

 last month 

হুম ভাই চেষ্টা করি নতুন কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

এই ফুলের নাম যে আলমান্ডা ফুল এটা আমার জানা ছিল না। যদি ফুলের সাথে পরিচয় আমার সেই ছোটবেলা থেকেই। তবে আমাদের এলাকাতেও যতটা মনে পরে মাইক ফুলই নামটিই শুনেছি।
এই ফুলের গাছ আমাদের বাড়িতেও ছিল।চমৎকার দেখতে এই ফুল যে কারো নজর কেটে নিতে বাধ্য।
তবে এই ফুল সম্পর্কে বিস্তারিত এত কিছু আমার জানা ছিল না। আপনার লেখা পড়লে কিছু না কিছু জানতে পারি সব সময়ই, যা আমার কাছে খুব ভালো লাগে।
চমৎকার এই লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.031
BTC 67594.88
ETH 3781.68
USDT 1.00
SBD 3.64