ইটের ভাঁটা ফটোগ্রাফি !!

in Incredible India4 months ago

IMG_20240426_123328.jpg

হ্যালো বন্ধুরা ,,

আমি আজকে সকাল বেলা কিছু ইট কেনার জন্য ভাঁটায় চলে যাই তারপর সেখানের পরিবেশ সম্পর্কে বেশ কিছু বুঝতে পারলাম আসলে এই এই ভাঁটার করাণে আমরা কতটা ঝুকিপূর্ণ অবস্থায় আছি ৷ আমাদের গ্রাম অঞ্চলের এলাকায় প্রচুর পরিমাণে ভাঁটা উৎপন্ন হয়েছে ৷ চারপাশে যদি খোজ নিয়ে দেখা যায় কমপক্ষে ২০ টির মত ভাঁটার খোজ মিলবে ৷

বাড়ির আশেপাশে ভাঁটা থাকলে আমরা অনেক ঝুকিপূর্ণ অবস্থায় থাকতে হবে ৷ ভাঁটার কালো ধোয়া আসলেই অনেক ক্ষতিকর আর এই কালো ধোয়া প্রতিনিয়ত আমাদের নিশ্বাসের সাথে ভিতরে প্রবেশ করতছে আর এভাবে হয়তো আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে ৷

তারপর লক্ষ্য করে দেখলাম ভাঁটায় ইট পুরানোর জন্য নানা ধরনের প্লাসটিক জাতীয় জিনিস রাবারের জিনিস টায়ার এই গুলো জ্বালানি হিসেবে ব্যবহার করতেছে ৷ আর এই পুরোনো বিষাক্ত গ্যাস গুলো বাতাসের সাথে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতছে ৷ যদিও আমরা এগুলা তেমন ভাবে গুরুত্ব দেই না কিন্তু আমরা ভিতরে ভিতরে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷

IMG_20240426_123310.jpg

IMG_20240426_123523.jpg

তারপর দেখা গেছে একটি ভাঁটার কারনে অনেক কৃষি জমি নষ্ট হয়ে গেছে ৷ কতগুলো ভাঁটা বর্ষার সময়ে পানি দিয়ে ভরাট হয়ে থাকে সেই সময়ে জমি গুলো পরে থাকে ৷ আর এই সবের কারনে কৃষি ফসল থেকে অনেক ঘাটতি দেখা যায় ৷

তারপর দেখা যায় ভাঁটায় প্রচুর পরিমাণে মাটি প্রয়োজন পরে আর সেই মাটি বিভিন্ন জায়গা থেকে বড় ধরনের খাল খনন করে সেই মাটি গুলো ভাঁটায় নিয়ে আসে এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা খুব কষ্টকর হয়ে যাচ্ছে ৷ তারপর দেখা যায় ইট ভাঁটার কালো ধোয়ার কারনে আশে পাশে থাকা গাছ গাছালি নানা ধরনের আবাদি ফসল সব কিছু নষ্ট করতে সাহায্য করে থাকে এই ইট ভাঁটার কালো ধোয়া ৷

তারপর দেখা যায় ইটের ভাঁটায় কয়লা পুরানো হয়ে থাকে আর সেই কয়লা থেকে বিভিন্ন ধরনের কার্বন মনো-অক্সাইড নির্গত হয়ে থাকে যা আমাদের সাধারন মানুষের শরীর স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হয়ে দাড়ায় ৷

IMG_20240426_123454.jpg

IMG_20240426_123427.jpg

তারপর গবেষণা করে দেখা গেছে যে এই ইট ভাঁটা বাড়ি গ্রামের আশেপাশে থাকলে ছোট ছোট বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তার পাশাপাশি সাধারন মানুষের ক্যান্সার ও ফুসফুসের নানা ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

তারপর অনেক জায়গায় শুনতে পাওয়া গেছে স্কুলের পাশে ইটের ভাঁটা থাকার কারনে স্কুলের শিক্ষার্থীদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিলো ৷ তারপর ও যদি আমরা এভাবে চুপ করে বসে থাকি তাহলে আমারা আমাদের নিজের বিপদ নিজেরাই ডেকে আনবো ৷

আমাদের এলাকার মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই ভাঁটাদের সাথে বসতে হবে এই গুলো সমস্যার সমাধান নিয়ে আসবে তাহলে হয়তো আমারা আমাদের জীবন কে কিছু টা হলেও নিরাপদে রাখতে পারবো ৷

তো বন্ধুরা আজকে আর নয় ,, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ৷ দেখা হবে আবার পরবর্তী কোন পোস্টে ৷ সেই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ইশ্বর সবার মঙ্গল কামনা করুক 🌼.

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 4 months ago 

ঠিক বলেছেন ভাই আমাদের ইটের ভাটার কালো দোয়া থেকে আমাদের অনেক প্রকার অসুখ হতে পারে যেমন শ্বাসকষ্ট হাঁপানি এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে মুক্ত হাওয়া বা বাতাস আমরা পাইনা। ইটের ব্যাটা ব্যবহার বিধির নিয়ে প্রতিরোধ করতে হবে যাতে আমরা প্রাকৃতিক বাতাস দূষণমুক্ত রাখতে পারি।
ধন্যবাদ ভাই আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমকালে বেশি করে পানি খাবেন

 4 months ago 

হ্যা ভাই এই সব বায়ু দূষণ আসলেই অনেক ক্ষতিকর তারপরও আমাদের সমাজের মানুষদের চোখে কোন ব্যাথা নাই ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

যত দিন যাচ্ছে গ্রাম বাংলার মাটির ঘরগুলো যেন ইট পাথরের উচু উচু অট্টালিকায় রুপান্তর হচ্ছে। আজ আপনি খুব গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল একটা লেখা শেয়ার করেছেন সেটা বলতেই হবে। ইটের ভাটার ধোঁয়ায় আমাদের নানা ধরনের সমস্যা হয়ে থাকে। বর্তমানে যে তাপমাত্রা এত এত পরিমান বৃদ্ধি পাচ্ছে সেটার কারনও এইসব।

অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 4 months ago 

প্রিয় ভাই আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো অনেক আগে থেকেই দেখেছি ।।আপনার দক্ষতার সাথে ফটোগ্রাফি করা কিন্তু আপনাকে অনেক টা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে।।। বেশ সুন্দর হয়েছে প্রতিটা ছবি দেখতে।
একদম ঠিকই বলেছেন যে এলাকাবা গেরামে ইটের ভাটা থাকে সেখানে বাচ্চাদের শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের সমস্যা একটু বেশি দেখা যায় কারণ বায়ু এত পরিমানে দূষিত হয় যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর।

 4 months ago 

হুম দিদি ভাঁটা বাড়ির পাশে থাকলে ক্ষতি আরো বেশি হয় মানুষের তো ক্ষতি হয় সাথে গাছপালা এবং ফসলি জমির আবাদ গুলাও নষ্ট হয়ে যায় ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

আমার বিয়ের পর আমি যখন নারায়ণগঞ্জে থাকতাম তখন আমার বাসার এক দেড় কিলোমিটারের মাঝে কয়েকটা ইটের ভাটা ছিলো।
বিয়ের কয়েক মাস পরে আমার শ্বশুর নতুন বিল্ডিং এ আমি উঠি। নতুন বিল্ডিং হওয়ার কারণে সবকিছুই ছিল একদম চকচকে।
কিন্তু কদিনের মাঝেই মেঝে থেকে শুরু করে একদম সমস্ত কিছু কালো হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর নাকের মাঝে হাত দিলে দেখতে পেতাম কালো ময়লা লেগে হাত কালো হয়ে যাচ্ছে।
তখন চিন্তা করতাম যে এই ময়লা তো নাকের ভেতর দিয়ে ফুসফুসেও ঢুকতেছে।
যদিও পরবর্তী কয়েক বছরের বন্ধ করে দিতে বাধ্য হয়।
তাই দেখেছি ইটভাটা কতটা ক্ষতিকর মানুষের জন্য।
আপনার ফটোগ্রাফি গুলি খুব চমৎকার হয়েছে।
ভালো থাকবেন সব সময় এই শুভকামনা রইল আপনার জন্য।

 4 months ago 

হ্যা দিদি পাশে ভাঁটা থাকলে অনেক ক্ষতি হয়ে থাকে যেগুলো আমরা দেখতে পারি না কিন্তু ক্ষতি থেকে বাচার কোন উপায়ে নেই ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

আপনার ইটের ভাটার ফটোগ্রাফি গুলো সত্যি খুব সুন্দর হয়েছে।
আপনাদের মত আমাদের এলাকায় ও অনেক ইটের ভাটা রয়েছে। যদিও অনেক বেশি ইটের ভাটা হওয়ার কারণে আমাদের এইদিকে ইটের দাম অনেকটা কম। কিন্তু এই ইটার ভাটা আমাদের বায়ু দূষণের অন্যতম একটি কারণ।
ইটের ভাটার সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

হ্যা ভাই ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে ৷ আর আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

বাংলাদেশের গামাঞ্চলে এই ভাটা গুলো আমাদের পরিবেশের জন্যে বিরাট হুমকি হয়ে দাড়িয়েছে। আমাদের লিচুর বাগানের পাশে একটা ইট ভাটা হয়েছে, এর ফলে এখন আর আগের মত লিচু হয় না। যেকোন প্রকার ফলনই কম হয় যদি পাশে ইটভাটা থাকে।

আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। গোল্ডেন আওয়ার ফটোগ্রাফি দেখতে পেলাম।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32