লিচু ফলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230524_075215.jpg

হ্যালো বন্ধুরা

নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷ তাহলে চল শুরু করা যাক আজকের লিচু ফলের ফটোগ্রাফি ৷

আমাদের বাড়ির পাশেই লিচু গাছের বাগান রয়েছে ৷ সেই প্রতিবছর দুরের মানুষ এসে কিনে নেয় লিচু ফল গুলো ৷ আজকে তারা লিচু গাছ থেকে ছিড়তেছে এবং অনেক মানুষকে লাগিয়ে দেওয়া হয়েছে লিচু ছিড়ানোর জন্য ৷ এই লিচু গুলো থোকা থোকা করে বেধে খাচাড়িতে ভরে ট্রাক দিয়ে ঢাকায় পাঠানো হবে ৷

আমি ভাবলাম যে যেহেতু বাড়ির কাছেই কয়েকটা লিচু খেয়ে আসি ৷ তারপর চলে গেলাম বাগানে দেখলাম অনেক গুলো লিচু পাড়ানো হয়েছে ৷ আমি কয়েক টা লিচু খেয়ে নিলাম তার সাথে কয়েক টি ছবিও তুলে নিলাম ৷

একটি লিচু বাগান থাকলে সেখান থেকে প্রতিবছরে অনেক টাকা আয় করা যেতে পারে ৷ কারন একটি ছোট বাগান হলেও কিছু টাকা আয় করা সম্ভব ৷ আমাদের সব জায়গায় কোন না জমি পরে থাকে ৷ কোন ধরনের চাষাবাদ হয়ে থাকে না ৷ সেসব জমিতে এই ধরনের লিচু বাগান তৈরি করে বছরে বছরে অনেক টাকা আয় করা সম্ভব ৷

আর সাধারনত লিচু আমাদের গ্রাম অঞ্চলে চাহিদা কম থাকলেও বড় বড় শহরে প্রচুর চাহিদা রয়েছে এই লিচু ফলের ৷ তাছাড়াও লিচু গাছের যত্ন নিতে তেমন পরিশ্রম করতে হয় না ৷ শুধুমাত্র সার পানি সঠিক সময়ে দিতে হয় ৷ সব চেয়ে বড় কথা পরে থাকা জমিতে যদি এই সব ফলের বাগান লাগানো যায় তাহলে অনেক টাকা বছরের শেষে লাভবান করা সম্ভব হয়ে থাকে ৷

IMG_20230524_075234.jpg

IMG_20230524_075334.jpg

IMG_20230524_075314.jpg

IMG_20230524_075258.jpg

IMG_20230524_075438.jpg

IMG_20230524_075424.jpg

IMG_20230524_075410.jpg

লিচু ফলের কিছু উপকারিতা

  • সাধারনত আমরা জানি যে লিচু ফলে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে ৷ তারপর শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায় ৷ তারপর ত্বক থেকে শুরু করে দাঁত ও হারের জন্য খুবই উপকারী ৷ পাকা লিচু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে থাকে ৷

  • তাছাড়াও লিচুতে থাকা সব ধরনের পুষ্টিগুন উপাদান গুলো আমাদের রক্তের শ্রেতকণিকা বাড়াতে সাহায্য করে থাকে ৷ তারপর লিচু ফল আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে থাকে ৷

  • তারপর লিচুতে থাকা সব ধরনের খাদ্য আঁশ খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে থাকে ৷ সাধারনত আমরা জানি যে লিচুর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এই লিচু আমাদের শরীরের ক্যানসার প্রতিরোধে সাহায্য করে থাকে ৷

  • তবে লিচু ফল আমাদের হজম সহায়তা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷ তারপর এই লিচু ফল বেশি পরিমানে খেলে আমাদের শরীরের বিরুপ প্রতিক্রিয়া হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে ৷ যার জন্য এই লিচু ফল আমাদের বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে ৷

  • তারপর লিচু ফল আমাদের শরীরের কিডনির জন্য অনেক উপকারে আসে ৷ কারন লিচুতে থাকা পর্যাপ্ত পানি যা কিডনিতে জমে থাকা দূর্ষিত পদার্থ বের করে থাকে ৷ যার জন্য এই লিচু ফল কিডনির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

  • তাছাড়াও লিচু নিয়মিত খেলে আমাদের শরীরের থাকা সর্দি চলে যাবে ৷ তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে এই লিচু ফল খালি পেটে খাওয়া যাবে না ৷ যার ফলে শরীরের অনেক সমস্যা দেখা যেতে পারে ৷ লিচু বেশি পরিমানে খেলে এই বিরুপ ফল অনেক খারাপ হতে পারে ৷ তাই আমাদের উচিত এই লিচু ফল অনেক সাবধানতার সাথে আমাদেরকে খাওয়া উচিত ৷

IMG_20230524_075505.jpg

IMG_20230524_075452.jpg

আজকে এই ছিল আমার লিচু ফটোগ্রাফি সংক্রান্ত তথ্যমূলক আলোচনা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  
Loading...
 last year 

দুর্দান্ত ছবি তুলেছেন এই লিচু ফলের এবং গাছ সমূহের। এই লিচু গাছ থেকে সংরক্ষিত লিচু বিভিন্ন জায়গায় চলে যায়, এই লিচুগুলো ঢাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সংরক্ষণ করা হচ্ছে ঝুড়িতে।

এই লিচু গাছগুলো আমরা আমাদের বাড়িতেই চাষ করতে পারি এর জন্য কোন পরিশ্রম করতে হবে না। যে জায়গাগুলো পতিত থাকে সেই জায়গাগুলোতেই আমরা লিচু গাছ রোপন করতে পারি।

লিচু একটি পানি জাতীয় ফল। এর উপকারিতা সম্পর্কে তুলে ধরেছেন, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এছাড়াও আরো বিভিন্ন উপকারিতা লিপিবদ্ধ। এগুলো হচ্ছে বাৎসরিক ফল তাই এগুলো আমাদের অনেক উপকারী ফল। সুতরাং এই ফলগুলো আমাদের খাওয়া উচিত।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48