পেঁয়ারা ফুল এবং ফলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230411_215133.jpg

হ্যালো বন্ধুরা নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি নিয়ে ৷ ফটোগ্রাফি টি হলো পেঁয়ারা গাছের ফুল এবং ফলের কিছু ফটোগ্রাফি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

তাহলে চল শুরু করা যাক

পেঁয়ারা গাছে যখন ফল ধরে থাকে তখন ফল ধরার আগে ফুল আসে আর সেই ফুল থেকেই ফল হয়ে থাকে ৷ ফুল গুলো সাধারনত সাদা রঙের হয়ে থাকে ৷ ফুল গুলোও মাঝারি সাইজের দেখতেও অনেক সুন্দর ৷ পেঁয়ারা গাছটি আমাদের প্রত্যেক বাড়িতে এই গাছটি দেখা যায় ৷

সাধারনত পেঁয়ারা ফলে ভিটামিন সি রয়েছে ৷ উঁচু জমি বা মাঝারি উঁচু জমিতে পেঁয়ারা চাষের জন্য খুবই উপযোগি ৷ পেঁয়ারা অনেক জাতের রয়েছে ৷ যেগুলার এক একটি পেঁয়ারার ওজন প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে ৷ আর বর্তমান সময় টা হচ্ছে পেঁয়ারা গাছে ফল ধরার নিয়ম ৷

IMG_20230411_215117.jpg

IMG_20230411_215025.jpg

IMG_20230411_214954.jpg

চারা তৈরি ও চারা রোপন:

সাধারনত আমরা জানি যে গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করা হয়ে থাকে এই পেঁয়ারা গাছ ৷ আমরা যতটা জানি পেঁয়ারা চারা রোপন জৈষ্ঠ্য মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত রোপন করা হয়ে থাকে ৷ তারপর আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটি চারার রোপনের দুরত্ব হতে হবে কমপক্ষেও ৫ মিটার করে ৷

সার ব্যবস্থা:

আপনাদের মনে রাখতে হবে প্রতি গর্তে গোবর ৩০ কেজির মত করে দিতে হবে তারপর তারপর টিএসপি সার ৩০০ গ্রাম পটাশ সার ৩০০ গ্রাম ও ইউরিয়া সার দিতে হবে ২০০ গ্রাম এর মত তাহলে সার ব্যবস্থা ঠিক মত কাজ করবে ৷ তারপর গাছে বৃদ্ধি হওয়ার সাথে সাথে সারের পরিমান ও বাড়াতে হবে ৷

IMG_20230411_214940.jpg

IMG_20230411_215010.jpg

IMG_20230411_214925.jpg

IMG_20230411_214850.jpg

পরিচর্যা ও সেচ ব্যবস্থা:

গাছের আশে পাশে থাকা জঙ্গল গুলো ছাটাই করতে হবে ৷ এবং পেঁয়ারা ফল গাছ থেকে সংগ্রহ করার পর কিছু কিছু ভাঙ্গা ডাল গুলো ছাটাই করে দিতে হবে ৷ পুনরায় নতুন পাতা গজাবে ৷ তারপর কিছু কিছু ফল কালো বর্ণ রুপ ধারন করে থাকে সেগুলিকে ফেলে দিতে হবে ৷ বিশেষ করে খরার সময় ৩ থেক ৪ বার পানি সেচ দিতে হবে ৷

তারপর দেখা যায় গাছে অনেক ধরনের রোগ বালাই আক্রমন করে থাকে ৷ সেই রোগ বালাইয়ের জন্য আপনাদের কৃষি বিয়েজের সাথে পরামর্শ নিয়ে তারপর ঔষুধ প্রয়োগ করতে হবে ৷

IMG_20230411_215103.jpg

IMG_20230411_215040.jpg

পেঁয়ারার কিছু উপকারিতা:

পেঁয়ারাতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে যেটাতে আমাদের শরীরের জন্য খুবই উপকারী ৷ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, দৃষ্টিশক্তি প্রতিরোধ করতে খুবই সাহায্য করে থাকে ৷ তাছাড়াও পেঁয়ারাতে ভিটামিন
বি ১ বি ২ রয়েছে ও খনিজ ভিটামিন রয়েছে যার জন্য পেঁয়ার ফল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ভুমিকা পালন করে থাকে ৷

পেঁয়ারা ফল ছোট হলেও এর উপকারিতা অনেক রয়েছে ৷ আরো অনেক দামি ফল রয়েছে যার জন্য কিছু কিছু মানুষ ঐ ফল গুলো কিনতে সক্ষম থাকে না ৷ তবে ঐ ফল গুলোর মধ্যেও এই পেঁয়ারা ফলের অনেক গুনাগুন রয়েছে ৷ এই পেঁয়ারা ফলের চোসা থেকে শুরু করে বীজ গুলো পর্যন্ত খাওয়া যায় ৷ যার জন্য এর উপকারিতা অনেক বিশাল ৷

এই ছিল আজকের পেঁয়ারা সম্পর্কে কিছু কথা জানি না কেমন হয়েছে ৷ কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ৷ সবার সুসাস্থ কামনা করে এখানেই শেষ করছি ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
Loading...
 last year 

আপনাদের দেখছি আজকে পেয়ারা ফুলের ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে হাজির হয়েছেন। পেয়ারার চারা রোপন পেয়ারা গাছের সার ব্যবস্থাপনা। এক কথা বলতে গেলে পেয়ারা গাছ রোপন করার পরে, যে পরিচর্যা গুলো করতে হয়। সেগুলো আপনি আজকে আপনার পোস্টে তুলে ধরেছেন।

পেয়ারা ফলের উপকারিতা সম্পর্কেও আপনি আলোচনা করেছেন। যেগুলো আপনার পোস্ট থেকে আমি জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অজানা কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷

#miwcc

 last year 

পেয়ারা ফলে প্রচুর ভিটামিন আছে এবং পেয়ারা শরীরের জন্য অনেক উপকারিতা রাখে পাশাপাশি আপনি পেয়ারা ফুলের ফটোগ্রাফি এবং পেয়ারা ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

#miwcc

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69731.54
ETH 3810.82
USDT 1.00
SBD 3.84