জবা ফুলের ফটোগ্রাফি 🌺🌺

in Incredible Indialast year

IMG_20230410_150508.jpg

হ্যালো বন্ধুরা

শুরুতেই জনাই নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আজকের ফটোগ্রাফি হলো একটি জবা ফুলের ফটোগ্রাফি ৷ আমাদের বাড়ির পাশেই একটি জবা ফুলের গাছ রয়েছে ৷ প্রতিদিন এই জবা ফুল গুলো চোখে পরে ৷ তাই ভাবলাম আজকে এগুলার ফটোগ্রাফি করি ৷

সাধারনত জবা ফুল অনেক ধরনের হয়ে থাকে ৷ লাল সাদা আরো আছে সেগুলি আমি এখনো দেখিনি ৷ তবে এই লাল জবা ফুলের গাছ প্রায় কম বেশি সব জায়গায় রয়েছে ৷ এই ফুলকে আবার রক্ত জবাও বলে থাকে মানুষজন ৷ তবে আমি জবা ফুল নিয়েই জানি ৷

IMG_20230410_150423.jpg

IMG_20230410_150406.jpg

🌺জবা ফুলের একটু বর্ণনা:

যতটুকু আমি জানি এই জবা ফুলের কোন ধরনের বাগান করা হয় না ৷ এই জবা ফুলের গাছ বাড়ির আশে পাশে রোপন করলেই তা হয়ে যায় ৷ আর বিশেষ করে এই ফুল বাজারে বা বাড়িতে বিক্রি করা হয়ে থাকে না ৷ আমি যতটা জানি এই ফুল শুধু পূজার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ আর তাছাড়াও এই ফুলের কিছু ঔষুধি গুনাগুন রয়েছে ৷ যা আমাদের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷

অনেক সময় দেখা যায় এই অনেক ফোটে থাকে ৷ কিন্তু প্রয়োজন না হলে ফুল গুলো গাছেই শুকিয়ে নষ্ট হয়ে যায় ৷ আমাদের গ্রামের অনেক মানুষ রয়েছে এই ফুলের গুনাগুন সম্পর্কে এখনো যানে না ৷ যারা এখনো যানেনা তারা একটু জেনে নিবেন ৷ দেখবেন এতে করে অনেক উপকারে আসবে ৷

IMG_20230410_150338.jpg

IMG_20230410_150238.jpg

IMG_20230410_150219.jpg

জবা ফুলের কিছু উপকারিতা🌺🌺:

  • জবা ফুলের আপনি চা বানাতে পারবেন এই জবা ফুলের চা খেলে শরীরের শক্তি বৃদ্ধি করাবে ক্ষুদা কম লাগবে এবং শরীরের চর্বি থেকে শুরু করে শরীরের ওজন কমাতে সাহায্য করবে এই জবা ফুলের চা ৷

  • জবা ফুল সাধারনত চুলের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঔষুধি ৷ এটি চুল পড়া থেকে শুরু করে চুলের বৃদ্ধি বারাতে সাহায্য করবে এবং তারা পাশাপাশি চুলের সুস্থতা বৃদ্ধি করবে ৷ এবং চুল ঘন ও কালো হবে ৷ অনেকই রয়েছে চুল পড়ার জন্য নানা ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করে থাকে ৷ আপনারা কয়েকদিন জবা ফুলের রস চুলে ব্যবহার করবেন দেখবেন অনেক উপকার পাবেন ৷

  • আপনার অনেকই চোখ উঠে আর বিশেষ করে চোখ উঠার অন্যতম ঔষুধ হলো জবা ফুলের রস ৷ ফুল গুলো বেশ সুন্দর ভাবে বেটে চোখের উপেরর তালুতে লাগাতে হবে ৷ খেয়াল রাখতে হবে যেনো চোখের ভিতরে প্রবেশ না করে ৷ তাছাড়াও সর্দির জন্য এবং কাশির জন্য জবা গাছের মূল গুলো বেটে বেটে রস বের করে আপনারা সেবন করবেন দেখবেন সর্দি কাশি খুব সহজেই চলে যাবে আপনার শরীর থেকে ৷

  • ডায়াবেটিস রোগে এই জবা গাছ বা জবা ফুল অনেক উপকারি একটি ঔষুধ ৷ সাধারনত ডায়াবেটিস রোগে ঘন ঘন পিপাসা লাগে ৷ যদি এই জবা ফুলের গাছের রস খাওয়া যায় তাহলে দেখবেন ঘন ঘন পিপাসা দুর হয়ে যাবে ৷

IMG_20230410_150205.jpg

IMG_20230410_150147.jpg

আজকে এউ পর্যন্তই আমার জানামতে যতটুকু জানি তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
 last year 

পোস্ট সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা দৃশ্যমান।ফটো ধারনে আরও কৌশলী হলে তা আরও ফুটিয়ে উঠতে পারত। সব মিলে এবারের মত অনেক ভালো ছিল। সুন্দর হোক আগামীর পথচলা।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য
#miwcc

 last year 

জবা ফুলের বর্ণনা খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপনা করেছেন পাশাপাশি জবা ফুলের কিছু উপকারিতা আপনার পোষ্টের মাধ্যমে আপনি উল্লেখ করেছেন যেগুলো দেখে আমার খুবই ভালো লাগলো যাইহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য
#miwcc

 last year (edited)

আমি জবাকে শুধু ফুল হিসেবেই জানতাম কিন্তু এর যে ওষধি গুণাগুণও আছে তা ভালোভাবে জানতাম না। আপনার এই পোস্টের মাধ্যমে অনেক অজানা তথ্য জানা সম্ভব হলো, ধন্যবাদ আপনাকে।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য
#miwcc

Loading...
 last year 

Felicidades por tu publicación éxitos y bendiciones 🙏

 last year 

Thank you so much brother 🤍🙏

#miwcc

 last year 

জবা ফুলের আপনি চা বানাতে পারবেন এই জবা ফুলের চা খেলে শরীরের শক্তি বৃদ্ধি করাবে ক্ষুদা কম লাগবে এবং শরীরের চর্বি থেকে শুরু করে শরীরের ওজন কমাতে সাহায্য করবে এই জবা ফুলের চা ৷

একদমই ঠিক বলেছেন আমি আমার লাইফের ফার্স্ট টাইম গত বছর শীতের সময়। এই জবা ফুলের চা খেয়েছিলাম। বিশেষ করে আমার খালাম্মার হাতে। যদিও তিনি বর্তমানে এ পৃথিবীতে আমাদের সাথে নেই। আজকে আপনার পোস্ট পড়ে জবা ফুলের চায়ের কথা পড়তে গিয়ে। তার কথাটা বেশ মনে পড়ে গেল।

জবাফুল আমরা শুধু ফুল হিসেবে জেনে থাকি। কিন্তু এই ফুলের রয়েছে অনেক গুণ, রয়েছে অনেক উপকারিতা। আমাদের শরীরের ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই জবা ফুল।

আপনি আপনার পোস্টে জবা ফুল সম্পর্কে অনেক অজানা তথ্য শেয়ার করেছেন। যেগুলো জানতে পেরে খুবই উপকৃত হলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। তার বিস্তারিত আলোচনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷

#miwcc

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06. We support quality posts, and good comments anywhere, with any tags.
Congratulations!.png
Curated by :<<@sduttaskitchen>>

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63508.13
ETH 2493.92
USDT 1.00
SBD 2.68