খেলাধুলা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ !!

in Incredible India10 months ago

women-655353_1280.jpg

source

হ্যালো বন্ধুরা,,

আমরা আমাদের মানবজীবনে কতই না কাজকর্ম করে থাকি এগুলোর মাঝেও কিন্তু খেলাধুলা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ আমরা প্রতিনিয়ত কাজ করে থাকে বা কেউ কেউ অফিস আদালত করে থাকে ৷ সবাই যার যার মত ব্যস্ততার জীবন কাটাচ্ছে ৷ তেমনি খেলাধুলা আমাদের জীবনে বড় একটি ভূমিকা পালন থাকে ৷

যেমনঃ

সাধারনত খেলাধুলা আমাদের শরীরকে শক্তিশালী এবং তার পাশাপাশি পরিশ্রমী হতে সহায়তা করে থাকে ৷ আমাদের মানবজীবনে এই খেলাধুলার গুরুত্ব অপরিসীম ৷ খেলাধুলার মাধ্যমে আমাদের ব্যায়ামের গুরুত্ব বেড়ে যাচ্ছে ৷ সাধারনত আমরা বলে মনে করি খেলাধুলায় অনেক উপকারিতা রয়েছে ৷ আমরা ছোট থাকতেই প্রতিদিন বিকেল বেলা করে মাঠে যেতাম খেলতে সন্ধা হয়ে আসে তারপরও আমরা বাড়ি যাওয়ার কথা মনে করে থাকি না ৷ তখন আমাদের সবারই খেলাধুলায় অনেক নেশা ছিল ৷

আর বর্তমান সময়ে এই সব খেলাধুলা বর্তমান কার সময়ে ছেলে মেয়ে গুলো খুবই কম করে থাকে ৷ কারন বর্তমান সময়ে ছেলে মেয়েদের ছোট থাকতেই বাইরে পড়াশুনা করার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে যার ফলে তারা এই সময়ে খেলাধুলা করতে পারতেছে না ৷

আমি মনে করি খেলাধুলার মাধ্যমে টাকা উপার্জন করা সম্ভব ৷ সাধারনত খেলাধুলা সময় এবং শক্তি নষ্ট করে থাকে না ৷ এটা আমাদের শরীর শক্তিশালী করে তোলে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে থাকে ৷ নিয়মিত খেলাধুলা করলে শরীরের সব কিছুই অংশই সচল রাখতে সাহায্য করে থাকে ৷ সাধারনত খেলাধুলা সজীবতার ভালো একটি উৎস আমরা বলে মনে করি ৷

খেলাধুলা আমাদের একঘেয়েমি দুর করতে সাহায্য করে থাকে ৷ আমাদের পরিবেশে অনেক ধরনের খেলা রয়েছে যারা যেটা পছন্দ করে থাকে আর সব ধরনের খেলাতেও কিন্তু টাকা উপার্জন করা সম্ভব ৷ যে কোন খেলাধুলায় যদি পারদর্শিতা অর্জন করা যায় তাহলে একসময় মানুষ আপনাকে নিজে থেকে ডাকবে এবং অনেক সময় খেলার জন্য আপনাকে ভাড়া করে নিয়ে যাবে সেখান থেকেও আপনি টাকা উপার্জন করতে পারছেন ৷ তাহলে আমরা বলতেই পারি খেলাধুলা কখনও সময় নষ্ট করে না শরীরের কোন ধরনের ক্ষতি করে থাকে না ৷

আমাদের দেশে যত ধরনের ইন্টারন্যাশনাল খেলোয়ার বলেন এবং ক্লাবের খেলোয়ার বলেন তারপর নানা ধরনের লীগের খেলা বলেন এই সব খেলোয়ার সবাই ভালো খেলোয়ার হিসেবে পারদর্শিতা অর্জন করে তারপর সেখানে পৌছেছে ৷ এতে করে তারা খুব সহজেই তাদের সাফল্য বয়ে আনতে পেরেছে ৷ তাছাড়াও খেলাধুলা আমাদের পেটের ক্ষুদা বাড়াতে সাহায্য করে থাকে তারপর শরীরের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷

সাধারনত খেলাধুলা আমাদের মধ্যে সহিষ্ণুতা , স্বার্থপরতা সহযোগিতামূলক মনোভাব গ্রহণ করে থাকে ৷ এগুলো টাকা উপার্জন করতে সহায়তা করে থাকে ৷ এ কারনে খেলাধুলার ব্যাপক উপকার রয়েছে আমরা বলে মনে করি ৷

tennis-1381230_1280.jpg

source

running-track-1201014_1280.jpg

source

আজকে আর লিখছি না আর আজকে আমি খেলাধুলা নিয়ে সংক্ষিপ্ত কিছু বর্ণনা শেয়ার করেছি ৷ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

IMG_20230720_181603.png

Sort:  
 10 months ago 

আসলে আপনিঠিক কথাই বলেছেন খেলাধুলা হলো আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা করলে আমাদের মন শরীর দুইটাই ভালো থাকে। আসলে খেলাধুলা হলো এক ব্যায়ামের ধরনের মতো

আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলার সম্পর্কে একটি সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ

Loading...
 10 months ago 

আমাদের মনন বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।শরীর সুস্থ রাখতে প্রতিদিনের রুটিনে খেলাধুলা রাখা আবশ্যক। কিন্তু আমরা একটু বড় হলেই কিছু স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে খেলার মাঠ থেকে আমরা সবাই এখন বিচ্ছিন্ন।

খেলাধুলা আমাদের সব দিক থেকেই ভালো রাখে যেমন মন আর শরীর স্বাস্থ্য। ছোট বেলায় অনেক খেলাধুলা করা হতো কিন্তু এখন আমাদের খেলাধুলা করা হয় ফোন দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

শারীরিক এবং মানসিক উভয়ে বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কিন্তু আমাদের ব্যস্তময় জীবনের জন্য খেলার মাঠ ভুলেই গিয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনি সুন্দর একটা কথা বলেছেন খেলাধুলা সজীবতার একটা দারুণ উৎস। আসলে আমাদের পরবর্তী প্রজন্ম তার মাঠে খুব কম খেলাধুলা করে কারন তারা সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে এ আর এ ব্যাপারে মা বাবারা উদাসীন। খেলাধুলা ছোট শিশুদের মানসিক বিকাশে অনেক বড় ধরনের ভূমিকা রাখে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে খেলাধুলার প্রশোজনিয়তা তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64411.29
ETH 3516.69
USDT 1.00
SBD 2.55