রেনডম পোকার ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230710_080007.jpg

Hello Friends,,,

চলে আসলাম আপনাদের মাঝে কিছু ছোট ছোট পোকার ফটোগ্রাফি ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা যাক ৷

এই পোঁকাটির নাম হচ্ছে শুঁয়াপোকা ৷ সাধারনত এই পোঁকা গুলো আমরা বর্ষার শুরুতে এবং বর্ষার শেষ পর্যন্ত দেখে থাকি ৷ এই পোঁকা গুলো সাধারনত নানা ধরনের গাছ বা ডালপালাতে ও পাতায় বসবাস করে থাকে ৷ এই পোঁকা গুলো বেশির ভাগে পাতা খেয়ে জীবন নির্বাহ করে থাকে ৷ এই বিশাল পৃথিবীতে কত প্রজাতির যে পোঁকা মাকড় রয়েছে তা সবই দেখতে খুব সুন্দর ৷

আবার কতগুলো পোঁকা দেখতে কুৎসিত হলেও তারপর কিছু পোঁকা মারাত্মক বিষাক্ত হলেও দেখতে খুবই সুন্দর লাগে ৷ এই শুঁয়াপোকা কয়েক ধরনের রয়েছে ৷ এদের মধ্যে কতগুলো শুঁয়াপোকা পোঁকা রয়েছে যেই পোঁকাটি আপনারে শরীরের একবার লাগবে তার যে গায়ে লোমের মত খারা খারা অংশ গুলো রয়েছে সেই গুলো খুবই বিষাক্ত হয়ে থাকে ৷

শরীরের মধ্যে একবার লাগলে শরীরের মধ্যে প্রচুর চুলকানি শুরু হয়ে যায় তারপর শরীরের মধ্যে ফোটকা ফোটকা দাগ বসে যায় ৷ তবে সেই সময় আমাদের তৈল ব্যবহার করতে হবে তাহলে চুলকানি থেকে কিছু আরাম পাওয়া যাবে ৷ তারপর কয়েকঘন্টা পর সেটা আসতে আসতে সেই চুলকানি আর ফোটকা গুলো সারতে থাকবে ৷

এই পোঁকাটি খুবই ধীর গতিতে চলাফেরা করে থাকে ৷
তারপর ৩ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে ৷ এই ধরনের শুঁয়াপোকা গুলো বেশির ভাগে পাট গাছের পাতা ও আম গাছের পাতা গুলো বেশি খেয়ে থাকে ৷ আর এই সব গাছেই এদের বসবাস বেশি দেখা যায় ৷ কিন্তু বর্ষাকাল শেষে এই পোঁকা গুলো খুবই কম দেখা যায় ৷

IMG_20230710_080033.jpg

IMG_20230710_075951.jpg

IMG_20230710_075934.jpg

IMG_20230710_080340.jpg

IMG_20230710_080319.jpg

এই পোঁকাটি হলো প্রজাপতি ৷ আর সাধারনত প্রজাপতি আমাদের দেশে অনেক প্রজাতির রয়েছে ৷ কতগুলো ছোট আবার কতগুলো মাঝারি আবার কতগুলো বড় আকাড়ের হয়ে থাকে ৷ তবে এই প্রজাপতি একটু ছোট এবং রঙের ভিন্নতা রয়েছে ৷ গ্রামের মানুষদের কাছে শোনা যায় এরা সাধারনত দিন রাত শৈলীর উপর নির্ভর করে থাকে ৷ এরা বেশিরভাগ জঙ্গলে থাকা ফুলের মধু খেয়ে থাকে ৷

গ্রীষ্মকালে এই পোঁকা গুলো খুবই দেখা যায় ৷ সাধারনত এরা নিচুবনভূমিতে বসবাস করতে পছন্দ করে থাকে ৷ এরা ঘন জঙ্গল পছন্দ করে থাকে না যেখান ফুলের বাগান রয়েছে বা অনেক ফল মুলের গাছ রয়েছে সেই সব বাগানেই এই ধরনের প্রজাপতি গুলোকে দেখা যায় ৷

IMG_20230710_080537.jpg

IMG_20230710_080512.jpg

আর এই পোঁকাটি হলো মাকড়ঁসা ৷ যা আমাদের বাড়ির আশে পাশে দেখা যায় ৷ ঘর বাড়ির কোনে বা কোন ভাঙ্গা ঘরের মধ্যে এই সব মাকড়ঁসা বাসা বেশী দেখা যায় ৷ সাধারনত এদের শরীর মাথা ধড় দুটি অংশে বিভক্ত দেখা যায় ৷ তারপর মাকড়সার একটি বিশেষ গুন হলো এরা জাল তৈরি করতে পারে খুব সহজেই ৷ আর সেই জালের মধ্যে দিয়ে অন্যান্য পোকামাকড় শিকার করে থাকে এই মাকড়সা ৷

আমাদের আশে পাশে নানা ধরনের ছোট ছোট কীট পকঙ্গ পোকা গুলি রয়েছে যেমন মশা , মাছি , বিষাক্ত ফড়িং , উচুঙ্গা আরো নানা ধরনের পোকা যেগুলো আমাদের প্রতিনিয়ত ক্ষতি করে চলছে ৷ আর এই সমস্ত কীট পতঙ্গ গুলোকে মাকড়সা খুব সহজেই দমন করে আমাদের উপকরা করে চলছে এই মাকড়সা ৷ বেশী করে আমরা মশার অত্যাচারে ঘুমাতে বা বসে থাকতে পারি না ৷ আর এই মশা গুলোকে দমন করার জন্য মাকড়সা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

আজকে এই পর্যন্তই রইলো ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  

I completely agree with your reply to your comment. These caterpillars have an attractive appearance, when an insect is clearly poisonous. This makes it even weirder that once these types of bugs get into your body, they are tolerant of what is described as itching and blistering. As you said, these insects move slowly and

 last year 

অসাধারণ ফটোগ্রাফি ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটো আমাদের সাথে শেয়ার করার জন্য

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ৷

Loading...

আপনার শেয়ার করা রেন্ডম ফটোগ্রাফিগুলো বেশ আকর্ষণীয়
ছবিতে থাকা শুঁয়োপোকা, প্রজাপতি এবং মাকড়সা তিনটি প্রাণীই আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর এবং উপস্থাপিত তথ্যগুলোও আমাদের জন্য উপকারী।

 last year 

আপনি তো দেখি বিভিন্ন পোকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই পোকা গুলো গ্রীষ্মকালে বেশি দেখা যায় এই পোকাগুলো দেখে অনেকেই ভয় পেয়ে যায়। যেমন মাঝে মাঝেই আমারও অনেক ভয় লাগে। আসলে দেখা যায় অধিকাংশ মানুষই পোকা গুলো দেখে ভয় পেয়ে যায় আপনার পোস্ট টা পড়ে বুঝতে পারলাম আপনি এই পোকাগুলোর ফটোগ্রাফির পাশাপাশি এদের বাসস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44