শসা ফুল ও ফলের ফটোগ্রাফি !!

in Incredible India7 months ago (edited)

IMG_20240401_093959.jpg

হ্যালো বন্ধুগণ ,,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷ আমি আজকে আপনাদের মাঝে শসা ও শসা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্চি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

আজকে দুপুর বেলা বাদাম নিড়ানি দিয়ে বাড়ি আসার পথে এই শসা ফুল ও ফলের ছবি গুলো তুলেছি ৷ বর্তমান সময়টাই শসা ফলের চাষ করা হয়ে থাকে ৷ আর শসা গ্রীস্মকালীন একটি সবজী যা কাচাবাজারে ব্যাপক চাহিদা রয়েছে ৷ শসা ফল সবজী হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

বিশেষ করে বাজারে শসার বাজারমূল্য বেশ কড়া আগের তুলনায় বর্তমান সময়ে সব শাকসবজীর বাজারমূল্য অনেক বেশী ৷ বর্তমান গ্রামের মানুষজন বেশীরভাগে শাক সবজী করে বেশ লাভবান হতে পারতেছে খুব সহজেই ৷ শসা প্রধানত সবজী ও সালাদ হিসেবে খাওয়া যায় ৷

জেনে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে কিভাবে শসা জমিতে চাষ করবেন ৷

  • মাটি ও জলবায়ু : সাধারনত দোঁআশ মাটিতে শসা খুব ভালো জন্মে থাকে ৷ আর জলবায়ুর দিক থেকে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রায় ভালো জন্মে থাকে ৷

জাত

  • বর্তমানে বাংলাদেশে অনেক জাতের শসা রয়েছে তার মধ্যে অন্যতম হলো হাইব্রিড শসা এই জাতের শসা বর্তমান সময়ে ব্যাপক চাহিদা বেড়েছে আর ফলনও অধিক হারে বাড়তেছে ৷ এর মধ্যে কয়েকটি জাত হলো ,, গ্রীন কিং , শিলা , আলাভী , পান্ডা , ভেনাল ইত্যাদি ৷

জীবন কাল

  • সাধারনত এই শসা জাতভেদে ৮০ দিন থেকে ১২০ দিন পর্যন্ত জীবন কাল থাকে ৷ তার মান শসা গাছ চাষ করে খুব দ্রুত ফলন পাওয়া সম্ভব এই দিক দিয়ে আমি মনে করি বেশ সুবিধাই রয়েছে ৷

বীজ বপনের সময়

  • সাধারনত শসা সঠিক বীজ বপনের সময় হলো ফ্রেবুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত ৷ এই সময়ের মধ্যে শসার বীজ রোপণ করতে হবে ৷

IMG_20240401_094016.jpg

সার পরিমান ও প্রয়োগ পদ্ধতি

  • প্রথমত পঁচা গোবর হেক্টর প্রতি জমিতে ১৫ টন করে দিতে হবে ৷ তারপর টিএসপি সার ১৬০ কেজির মত দিতে হবে ৷ ইউরিয়া ২০০ কেজি তারপর জিপসাম ১০৯ কেজির মত করে প্রতি হেক্টর প্রতি জমিতে প্রয়োগ করতে হবে ৷

তারপর শসার চারা মাঝাড়ি আকাড়ের হলে প্রতি বেডে বাউনি দিতে হবে ৷ প্রতি বেডের উপরে সুতা দিয়ে ঝাঙি পদ্ধতি করে দিতে হবে ৷

শসার ফলন ৫০ থেকে ৬০ দিনের মধ্যে সংগ্রহ করা যেতে পারে ৷

প্রতি হেক্টরে ১৫ থেকে ২০ টন শসা সংগ্রহ করা যেতে পারে ৷

IMG_20240401_093939.jpg

শসার উপকারিতা
  • প্রথমত শসা ফল আমাদের শরীরের ভিটামিন এর শূন্যতা পূরণ করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ শসায় ভিটামিন বি ও সি রয়েছে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে ৷

  • শসা ফল ওজন ও হজম কমাতে সাহায্য করে থাকে ৷ যাদের অতিরিক্ত ওজন রয়েছে বা বদহজমে সমস্যা তারা খাবারের তালিকায় সব সময়ের জন্য শসা রাখতে পারেন ৷

  • চুল ও নখ সতেজ রাখতে সাহায্য করে থাকে ৷ তারপর আমাদের শরীরের মধ্যে থাকা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে থাকে ৷ তারপর মাথা ব্যথা কমাতে সাহায্য করে থাকে ৷

অপকারিতা

সারাদিনে খালি পেটে শসা খাওয়া যাবে না ৷ তারপর দেখা যায় অনেক মানুষ ওজন কমানোর জন্য সারাক্ষণ শসা খেতে থাকে এই ভূল কখনই করবেন না এতে করে মারাত্মক ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

IMG_20240401_093920.jpg

বিশেষ করে মজার বিষয় হলো বিয়ে বাড়ি বা বনভোজন বা যে কোন খাবারের অনুষ্ঠানে এই শসার সালাদ অনেক মজাদার করে তোলে ৷ আমার নিজেকেই শসার সালাদ অনেক ভালো লাগে ৷

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ জানি না কেমন হয়েছে আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

THE END
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 7 months ago 

শসা গাছ আমি নিজেও রোপন করেছি যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আমাদের সাথে শসা ফুলের ফটোগ্রাফি এবং শসার জাত নির্বাচন করার ক্ষেত্রে, কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। উপকারিতা অপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

 7 months ago 

বর্তমান সময়ের এই সিজনে শসা বেশ ভালোই চাষাবাদ হচ্ছে। শসা খেতে আমার অনেক ভালো লাগে। শসা ফুলের ফটোগ্রাফি এবং উপকারিতা সম্পর্কে বেশ ভালো তথ্য শেয়ার করেছেন। শসা চাষের পদ্ধতিগুলি ও আমাদের মাঝে তুলে ধরেছেন।

 7 months ago 

হুম শসা বেশ চাহিদা রয়েছে তার পাশাপাশি শসা সবজীর দাম ও অনেক রয়েছে ৷ বর্তমান সময়ে শাক সবজী চাষ করেই ভালো লাভজনক হওয়া সম্ভব ৷

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 7 months ago 

আপনি আজ খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। আজকের পোস্টটিতে আপনি শসা চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। শসা খুব উপকারি আমাদের শরীরের জন্য বিশেষ করে গরমের দিনে শসা খেলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

 7 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ... দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

 7 months ago 

আমাদের বাসায়ও প্রতিবছর শসা লাগানো হয় কিন্তু এবছর কোন এক কারণে লাগানো হয়নি।। আপনি আজকে এর উপকার ও অপকারিতা বলেছেন জেনে বেশ ভালো লাগলো।।

 7 months ago 

শসা বর্তমান সময়ে বাজারে বেশ দাম রয়েছে আর আপনারা আমরা খুব সহজেই শসা চাষ করে লাভজনক হতে পারবো ৷

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 7 months ago 

একদম ভাই আর আমার মনে হয় আগের চাইতে বর্তমান সময়ে শসা মানুষ বেশি খেয়ে থাকে।।

 7 months ago 

ধন্যবাদ শশা ফুলের সুন্দর ফটোগ্রাফি শেয়ারের পাশাপাশি এর উপকারিতা সম্পর্কে জানানোর জন্য।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81449.68
ETH 3207.32
USDT 1.00
SBD 2.82