আজকের ফটোগ্রাফি / কলা গাছে সার প্রয়োগ

in Incredible Indialast year

IMG_20230313_135645.jpg

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি সবার আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আজকে সকাল হওয়ার সাথে সাথে আমি আর আমার বাবা দুজনে চলে যাই কলা ক্ষেতে ৷ কোন রকমে নাস্তা করার পর আমরা সার এবং কোদাল যাবতীয় প্রয়োজনীয় সাথে নিয়ে কলা ক্ষেতের দিকে রওনা দেই ৷ তারপর আমরা কলা ক্ষেতে গিয়ে সার গুলো এক প্লাস্টিক এর উপরে রাখি এবং সব গুলো সার এ একসাথে ঢেলে দিয়ে সব সার গুলো ভালো ভাবে মিশিয়ে একই জায়গায় রেখে দেই ৷

IMG_20230313_135631.jpg

IMG_20230313_135617.jpg

বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন ৷ আমাদের সব সার মিশেয়ে নেওয়া শেষ ৷ তবে মনে রাখতে সব সার পরিমান ভাবে দিতে হবে এবং কলা গাছের ক্ষেতে প্রয়োগ করতে হবে ৷ এই খানে তিন ধরনের সার রয়েছে প্রথমত আমরা ইউরিয়া সার দেই এবং এর পরে পটাশ সার দেই তারপর টি এস পি সার আমরা দেই ৷ এই তিন ধরনের সার একসাথে মিশিয়ে আমরা সার তৈরী করা কমপ্লিট করে থাকে ৷

IMG_20230313_135324.jpg

তারপর দেখতেই পারতেছেন আমরা যেভাবে সার প্রয়োগ করতেছি ৷ প্রথমত একটি বালতি তে আমরা কিছু সার নিয়েছি ৷ তারপর পরিমাপ মত দুই মুঠ করে আমরা কলা গাছের গোড়ায় সার প্রয়োগ করতেছি ৷ তবে পরিমানো বেশি সার প্রয়োগ করা যাবে না ৷ এতে করে কলা গাছের অনেক ক্ষতি হতে পারে ৷ তারপর আমরা একের পর এক কলা গেছে সার প্রয়োগ করা কমপ্লিট করে ফেলি ৷

IMG_20230313_135342.jpg

IMG_20230313_135427.jpg

এই ভাবে সার দেওয়ার পর আমাদের সব কলা গাছের গোড়ায় মাটি ঢাকা দিতে হবে আলতো করে যেন শুধু সার গুলো ঢাকা পরে ৷ পানি পেয়ে যেন সার গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না পারে ৷ এভাবে আমরা সব কলা গাছের গোড়ায় একের পর এক মাটি ঢাকা দিয়ে কাজটি সম্পূর্ণ করে ফেলি ৷ সব কাজ শেষে আমার কিছুক্ষন বিশ্রাম নেই ৷ তারপর পানি দেওয়ার সিদ্ধান্ত নেই ৷ অবশেষে আমরা মটর পাম্প এর দিকে রওনা দেই ৷ এবং মটর পাম্পটি স্ট্রাট করে দেই ৷

IMG_20230313_135703.jpg

এটাই হলো মটর পাম্প ৷ এই মটর পাম্প দিয়ে আমরা পানি দিব কলা গাছে ৷ আমাদের দশ দিন পর পর পানি সেচ দিতে বলেছে ৷ আমরা ঠিক দশ দিন পর পর কলা গাছে পানি সেচ দিয়ে থাকি ৷ কারন আমাদের ফসল টি ভালো ভাবে পরিচর্যা করতে হবে ৷ তা না হলে কলা গাছ মোটেও ভালো হবে না ৷ এবং কি সব গাছ গুলো চিকন হয়ে যাবে ৷ বেশি লম্বাও হবে না ৷ তাই আমরা সব কিছু সঠিক ভাবে সব ধরনের কাজ সম্পূর্ণ করতেছি ৷

IMG_20230313_135821.jpg

IMG_20230313_135737.jpg

অবশেষে আমাদের কলা বাগানে কলা গাছে পানি সেচ ব্যবস্থা চলতেছে ৷ আপনারা দেখতেই পারতেছেন আমাদের কলা বাগানে পানি চলে এসেছে ৷ আমরা সম্পন্ন জমিতে পানি সেচ ব্যবস্থা করেছি ৷ সাধারনত কলা একটি ফসল কোন ফসলকে ছোট করে দেখা যাবে না ৷ পরিচর্যা করতে হবে এবং কষ্টও করতে হবে ৷ আমরা এই ফসল গুলো কষ্ট করে উৎপন্ন করতেছি ৷ এগুলা অন্যান্য জায়গায় বা বাইরের দেশে চলে যাবে ৷ আর সঠিক ভাবে কলা উৎপন্ন করতে পারলে এখান থেকে আমরা অনেক লাভবান হতে পারবো ৷ এবং কলা চাষ আগে গ্রামে খুবই কম দেখা যেত ইদানিং কলা চাষ অনেক হয়েছে ৷ প্রত্যেক গ্রামে দেখা যায় কলা চাষ তবে এই কলা চাষে অনেক টাকা রয়েছে যদি কলা চাষ সঠিক ভাবে পরিচর্যা করা হয় ৷

আজকের আমার কলা বাগানের কাজকর্ম এই ছিল ৷ আমাদের মত কলা চাষ কে কে করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ৷ তো বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ থাকবেন ৷ দেখা হবে আবারো নতুন কিছু নিয়ে ৷

ধন্যবাদ সবাইকে


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
 last year 

আপনি আপনার বাবা সহ আপনার কলাবাগানে সার এবং পানি সেচ দিয়েছেন। কলাগাছ ভালো মানসম্মত করার জন্য এর মধ্যে সার দেয়া জরুরী। তবে আমার মনে হয় রাসায়নিক সার ব্যবহার না করে এর মধ্যে জৈব সার ব্যবহার করলে ভালো হতো। আর কলা গাছের গোড়ায় পানি দেওয়া জরুরী। পানি না দিলে কলার ফলন ভালো হবে না। আপনি এবং আপনার বাবা আজকে অনেক পরিশ্রম করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ৷

Loading...
 last year 

শুধু কলাগাছ বলে কথা নয় যে কোন গাছের প্রতি যত্ন না নিলে সেই গাছে ফলন কখনোই ভালো হবে না যার প্রতি আপনার নির্ভর থাকে তার প্রতি সবসময় একটু বেশি যত্ন নেওয়াটা আমাদের উচিত অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 last year 

দুই বাপ বেটা একসাথে কলাগাছে শেচ দিচ্ছেন। খুবই ভালো লাগলো বিষয়টা দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। আপনার ফটোগ্রাফিতে এই সকল কাজের ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43