সিজু গাছের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230816_111920.jpg

হ্যালো বন্ধুরা ,,,

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও বেশ ভালোই আছি ৷ তাহলে শুরু করা যাক আজকের সিজু গাছের কিছু তথ্য সংক্রান্ত আলোচনা ৷

সাধারনত আমরা এই গাছকে সিজু গাছ নামে চিনে থাকি ৷ তারপর অন্যান্য অঞ্চলের লোকজন এই গাছটিকে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ নামে চিনে থাকে ৷ তবে এই সিজু গাছের পিছনে আদিবাসীদের অনেক ভূমিকা রয়েছে ৷ আদিবাসীদের থেকে জানা যায় আদিবাসীরা প্রকৃতিকে অনেক শ্রদ্ধা করে থাকেন ৷ এবং কি তার সাথে প্রকৃতি ভারসাম্য রক্ষায় এই সিজু গাছটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

তারপর আদিবাসীরা নিজেদের কল্যাণে প্রকৃতি থেকে নানা ধরনের উপাদানে নানা ধরনের কাজে ব্যবহার করে থাকে ৷ আদিবাসীরা এই সিজু গাছ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে আদিম যুগ থেকেই ৷ এই সিজু গাছটি দেখতে অনেকটা ড্রাগনফলের গাছের মত ৷ আদিবাসীরা আদিম যুগ থেকেই এই সিজু গাছের বেড়া হিসেবে ব্যবহার করে আসছে ৷ বাড়ির সীমানার চারাপাশে এই সিজু গাছ রোপন করে বাড়ির বেড়া হিসেবে ব্যবহার করে আসছে ৷

আর সাধারনত এভাবেই তারা বাড়ি সুরক্ষা করে থাকে ৷ সিজু গাছে রয়েছে প্রচুর পরিমাণে কাটা যার জন্য মানুষ এই গাছ গুলো খুব সহজে কেটে ফেলতে পারে না ৷ এবং কাটার জন্য এই সিজু গাছের কাছে খুব সহজেই যেতে পারে না ৷ সিজু গাছ এমন একটি উদ্ভিদ যা সব ধরনের মাটিতেই জন্মে থাকে ৷ এই গাছের সব অংশেই কাটা রয়েছে পাতা খুব কমই হয়ে থাকে ৷ তবে এই গাছের ও পাতার অনেক ধরনের ভেজষ ঔষুধি গুনাগুন আমরা লক্ষ্য করে থাকি ৷

এই সিজু গাছ আমরা সাধারনত জানি শিশুদের জন্য অনেক উপকারে আসে ৷ যেমন ছোট ছোট শিশুদের জন্য জ্বর ও সর্দি থাকে অনেক দিন পর্যন্ত সেই ধরনের শিশুদের জন্য এই সিজু গাছ খুবই গুরুত্বপূর্ণ ৷ কোন শিশুর যদি জ্বর ও সর্দি হয়ে থাকে তাহলে এই সিজু গাছের পাতা গুলো বেটে সেই রস শিশুদের খাওয়াতে হবে ৷ তার সাথে কাশি আর এই কাশির জন্য এই সিজু পাতার রস অনেক উপকারিতা রয়েছে ৷ আমরা এখনো ছোট বাচ্চাদের সর্দি কাশি দেখা দিলে এই সিজু পাতার রস বেটে খাওয়াতে থাকি ৷ এবং খুব সহজেই উপকারিতা পাওয়া যায় ৷

IMG_20230816_112042.jpg

IMG_20230816_112153.jpg

IMG_20230816_112112.jpg

IMG_20230816_112020.jpg

প্রকৃতি ভাবে বেড়ে উঠা এই গাছটি আমাদের খুবই প্রয়োজন ৷ তবে এই গাছটি সংরক্ষণ করার জন্য আমরা কেউ আগ্রহী নই ৷ সাধারনত আমরা জানি এই সিজু গাছটি আমাদের পরিবেশের বান্ধব গাছ ৷ তবে আমাদের উচিত এই সিজু গাছটি আমাদের পরিবেশে বৈচিত্র্যের জন্য এবং বাড়ির বেড়ার কাজের জন্য সংরক্ষণ করা উচিত ৷

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ৷ আমার লেখাটি অনেক ধৈর্য্য সহকারে পড়ার জন্য ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 last year 

আমাদের অঞ্চলে এই গাছটিকে সিজু নামে ডেকে থাকে। কিন্তু এই কাজটা খুব কম দেখা যায় কিছু সংখ্যক মানুষের বাড়িতেই কাজটি থাকে আর নার্সারিতে গাছটি পাওয়া যায়।

আপনি গাছের অনেক উপকারের কথা বলেছেন, তার মধ্যে বলেছেন ছোট বাচ্চাদের বেশি কাজ করে থাকে হ্যাঁ এটা সত্যি এটি ছোট বাচ্চাদের অনেক উপকার হয়।

আমি এই গাছ সম্পর্কে এত কিছু জানতাম না আজকে আরো অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে, আর গাছটি দেখতে অনেক সুন্দর লাগে ।

অনেকদিন পর গাছটা দেখলাম অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Loading...
 last year 

এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যত ধরনের উদ্ভিদ সৃষ্টি করেছেন! প্রত্যেকটাই মানুষের উপকারের জন্য! আপনি আজকে আমাদের সাথে সিজু গাছ সম্পর্কে আলোচনা করেছেন! এই গাছ কিন্তু আমাদের শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে,,,,, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এই গেছে কাটা থাকার কারণে,,, বাড়িতে এই গাছ যখন বেড়ে উঠে তখন আমরা কেটে ফেলি,,,, কিন্তু এর উপকারিতা সম্পর্কে আজকে আপনার পোস্ট থেকে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

এই গাছ আমি আগে কখনো দেখি নাই বা নামও শুনি নাই। চমৎকার এই গাছটিকে সবার মাঝে পরিচিত করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

ভাই গাছটা আমি অনেক বার দেখেছি কিন্তু নাম জানতাম না। আপনার পোস্ট টি পড়ে না ও জানতে পারলাম সাথে আপনার অসাধারণ কিছু ফটো দেখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64188.14
ETH 2766.12
USDT 1.00
SBD 2.66