কলা ফলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230510_123630.jpg

আমাদের কলা গাছের ফলের কিছু ফটোগ্রাফি

আমাদের কলা ফল চলে এসেছে ৷ দীর্ঘ কয়েক মাস আগে আমরা এই কলার চারা লাগিয়েছি ৷ এবং প্রতিনিয়ত কলা গাছের পরিচর্যা করেছি ৷ একটি ফসল ভালো ভাবে উৎপন্ন করতে হলে সেই ফসলের পিছনে অনেক শ্রম দিতে হয় তাহলেই একটি উন্নত মানের ফলন পাওয়া যায় ৷

তাছাড়াও আমরা সঠিক ভাবে কলা গাছ লাগিয়েছি সার ঠিকমত দিয়েছি স্প্রে ঠিকমত করেছি ৷ আর পানি সেচ ব্যবস্থা আমরা কয়েক দিন পর পর দিয়ে থাকি কারন এখন খরার সময় পানি সেচ ঠিক ভাবে দিতে হবে ৷ তাহলেই কলা গাছের চেহেরা খুব তারাতারি বেড়ে উঠবে ৷

আমাদের কলা বাগানে কয়েকটি কলা গাছে ফল ধরেছে ৷ আর ফল গুলো প্রায় অনেক বড় হয়ে গেছে ৷ আজকেও আমরা কলা বাড়িতে পানি দিলাম ৷ যত পানি পাবে কলা গাছ তত বেড়ে উঠবে এবং খুব কম সময়ের মধ্যে ফলন দিতে শুরু করবে ৷ তবে আমরা এখনো কলা বিক্রি করে নি কারন কলা সব গাছে ধরবে তারপর কলা বিক্রি করে দিবো ৷ কলা দেখে বিক্রি করলে তখন একটু বাজার মুল্য বেশি পাওয়া যায় ৷

IMG_20230510_123615.jpg

IMG_20230510_123532.jpg

কলা

কলাকে বলা যায় এটি একটি অর্থকারী ফসল ৷ সাধারনত বাংলাদেশ সহ অনেক দেশে কলা একটি অন্যতম ফল ৷ আমাদের বাংলাদেশে সারাবছরে উচু জায়গাগুলোতে এই কলা চাষ করা যেতে পারে ৷ এখন অধিকাংশ মানুষ কলা চাষে জরিয়ে পরেছে ৷ আশে পাশে অনেক কলা চাষ দেখা যাচ্ছে ৷

সাধারনত কলা বিভিন্ন গুনাগুনে একটি সমৃদ্ধ ফল বলা যায় ৷ কলা ফলে অনেক পুষ্টি গুন রয়েছে ৷ আমরা প্রায় মানুষ সকালে বা দুপুরে কলা দিয়ে পাউরুটি খেয়ে থাকি ৷ কলা আর পাউরুটি বা কেক দিয়ে খেতে অনেক টেস্টি লাগে ৷ কলা খেলে শরীরের বেশী পরিমানে ক্যালোরির শক্তি পাওয়া যায় ৷

IMG_20230510_123645.jpg

IMG_20230510_123559.jpg

কলার মোচা খাওয়ার উপকারিতা

  • সাধারনত কলার মোচা ডায়াবেটিস রোগিদের জন্য খুবই উপকারি হয়ে থাকে ৷ যাদের ডায়াবেটিস রয়েছে তাদের সাজেস্ট করবো কলার মোচা রান্না করে খাবেন এতে করে অনেক সুবিধা পাবেন ডায়াবেটিস রোগের জন্য ৷

  • সংক্রামন প্রতিরোধ করতে কলার মোচকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ কলার মোচকায় পুষ্টিগুন অপরীসীম থাকায় এটি জীবানুর সঙ্গে লড়াইয়ে জড়ায় ৷ নানা ধরনের ব্যাকটেরিয়া দুর করতে সক্ষম হয়ে থাকে ৷

  • তারপর কলার মোচার মধ্যে আয়রন বেশি পরিমানে থাকে ৷ এটি শরীরের রক্তের অভাব দুর করে থাকে ৷ হিমোগ্লোবিনের ঘাটতি দুর করে থাকে ৷ কলার মোচাকে সাধারনত ভিটামিন ই রয়েছে ৷

  • বিশেষ করে কলা মোচা ওজন কমাতে খুবই সাহায্য করে থাকে ৷ কলার মোচায় প্রচুর পরিমানে আঁশ পাওয়া যায় যেটা খেলে মোটা শরীর কয়েকদিনের ভিতরে হালকা হতে শুরু করবে ৷ তাই আমি সাজেস্ট করবো যারা ওজন কমাতে চান তারা এই কলার মোচা নিয়মিত খাবেন আশা করা যায় অনেক উপকারে আসবে ৷

IMG_20230510_123512.jpg

IMG_20230510_123452.jpg

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
Loading...
 last year 

কলা মোচা ফটোগ্রাফি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন পাশাপাশি কলা মোচা খাওয়ার কিছু উপকারিতা আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করে দিয়েছেন যেটা পড়ে আরও বেশি ভালো লাগলো।

আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সব সময় ভালো এবং সুস্থতা দান করুক।

 last year 

কলা একটি অর্থকারী ফসল এই ফসল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কৃষকেরা এই ফসল থেকে অনেক তাড়াতাড়ি নিজেদের ব্যবসার কাজে যে টাকা লাগিয়েছে সেটা তুলে নিতে পারে।

অসম্ভব সুন্দর কিছু কলার ফটোগ্রাফি এবং কলার মোচড়রের ফটোগ্রাফি আজকের আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61282.12
ETH 2375.20
USDT 1.00
SBD 2.55