আনারস ফল

in Incredible Indialast year

IMG_20230727_080939.jpg

হ্যালো বন্ধুরা,,,

চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ফটোগ্রাফি হলো আনারস ফলের ফটোগ্রাফি ৷ তাহলে চল শুরু করা যাক ৷

সাধারনত আমরা জানি আনারস এক ধরনের গুচ্ছ ফল ৷ এই আনারস গাছ তিন থেকে চার ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে ৷ গাছের শক্ত মোম যুক্ত পাতা সহ একটি ছোট মজুত কান্ড রয়েছে ৷ এই আনারস ফল গাছে ফুল ও ফোটে থাকে ৷ এই আনারস চাষে অনেক চাষী অর্থনৈতিক ভাবে দিন দিন লাভজনক হয়ে যাচ্ছে ৷

আমাদের দেশে এই আনারস চাষ বেশ ব্যাপক ভাবে হয়ে থাকে তবুও অন্যান্য দেশের তুলনায় খুবই কম ৷ সাধারনত আপনারা বাড়ির আশেপাশে এই আনারষ গাছ রোপন করে থাকবেন দেখবেন হয়তো গাছ মরে যাবে নয়তো গাছে ফল আসবেনা ৷ এই আনারস ফল সবাই চাষ করতে পারে না ৷ তার জন্য লাগবে আনারস চাষের মাটি এবং তার সাথে খোলামেলা রোদযুক্ত জায়গা ৷

আমাদের শরীরের আনারস সুস্থ রাখে ভিটামিন জোগায় ৷ অনেক আগের কথা আনারস সাধারনত একটি অপরিচিত ফল ছিল কিন্তু বর্তমান সময়ে এই আনারস ফল খুব অল্প সময়ে সারাবিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিল ৷ আনারস সারা বিশ্বে চাষ করতেছে মানুষ ৷ তাছাড়াও আনারসের জুস থেকে শুরু করে নানা ধরনের বিস্কুট , চকলেট তৈরি করা হচ্ছে ৷ আর সত্যি কথা বলতে আনারস অনেকেই কাটতে পারে না আনারস কাটার দক্ষতা লাগে ৷

আমরা যখন ছোট ছিলাম আশেপাশে ছোট ছোট জঙ্গল গুলোতে এই ধরনের আনারস গাছ খুবই দেখতে পেতাম ৷ মাঝে মাঝে মন বলে চুপ করে ছিড়ে বাড়িতে নিয়ে যাই ৷ এই আনারস ফল অনেক রসালো পাকলে খুবই মিষ্টি করে থাকে এই আনারস ফল ৷ আর এই আনারসের পাতা সাধারনত আমাদের শরীরের ঔষুধি কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷

তাহলে চলুন নিচে আনারসের কিছু উপকারিতা তুলে ধরা যাক :

IMG_20230727_081024.jpg

IMG_20230727_081010.jpg

  • এই আনারস ফলে রয়েছে ভিটামিন সি তার সাথে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আর এগুলোই সাধারনত আমাদের শরীরের পুষ্টির অভাব দুর করে থাকে ৷

  • হজম শক্তি বৃদ্ধি করে থাকে এই আনারস ফল ৷ যার বদহজমের সমস্যা দেখা দেয় তারা সাধারনত কয়েকদিন পর পর একনাগাড়ে আনারস ফল খাবেন দেখবেন বদহজমের সমস্যা দুর করে হজম শক্তি বৃদ্ধি করে থাকবে ৷

  • তারপর আনারস ভিটামিন সি থাকায় আমাদের শরীরের ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ করতে খুবই ভূমিকা পালন করে থাকে ৷ তাছাড়াও জন্ডিস রোগের জন্য এই আনারস ফল খুবই উপকারি ৷

  • আনারসে প্রচুর পরিমানে ফাইবার ও আঁশ থাকে ৷ তারপর আনারসে কোন ধরনের ফ্যাট থাকে না তবে আনারসের যে পরিমান রস আসে সেটা জুসের মত খেলে শরীরের ওজন কমাতে সাহায্য করে থাকে ৷

  • তারপর আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা আমাদের শরীরের দাঁত এবং মাড়ির সুরক্ষার জন্য খুবই উপকারি করে থাকে ৷ তাছাড়াও মুখের মাড়ির জন্য এই আনারস ফল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

  • আমাদের শরীরের চোখের নানা ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে আর এই সব রোগের জন্য আনারস ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারি হয়ে থাকে ৷ চোখের রেটিনা অনেকেরই কমে যেতে থাকে যার ফলে আনারস খেলে এই রেটিনা রোগ থেকে মুক্তি পাওয়া যায় ৷

  • আমাদের শরীরের ত্বক ভালো রাখতে আনারস ফল খুবই সাহায্য করে থাকে ৷ শরীরের তৈলাক্ত দুর করে থাকে তারপর ত্বক কুচকে যাওয়া এবং ব্রণসহ দুরে করে থাকে ৷

  • হাড় সমস্যাজনিত রোগ এবং ক্যান্সারের প্রতিরোধ করতে এই আনারস ফল বেশ উপকারিতা রয়েছে ৷ আনারসে ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত করে থাকে ৷ তাছাড়াও আনারসের রস ক্রিমিনাশক হিসেবে খুবই কার্যকর ৷ সকালবেলা ঘুম থেকে উঠে আনারসের রস খেলে কৃমি খুব তারাতারি দমন হয়ে যাবে ৷

IMG_20230727_081049.jpg

IMG_20230727_081037.jpg

IMG_20230727_080956.jpg

তো বন্ধুরা কেমন লাগলো আনারস ফলের সম্পর্কিত কিছু তথ্য সংক্রান্ত আলোচনা ৷ অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 last year 

আপনি তো আনারস মানবদেহের জন্য উপকারী তা সুন্দর করে উপস্থাপন করছেন। স্বাদে অতুলনীয় ও স্বাস্থ্যকর ফল আনারস। এর রয়েছে অনেক পুষ্টিগুণ।মানব শরীরের জন্য আনারস খাওয়া খুবই জরুরি। চলুন জেনে নেওয়া যাক আনারসের উপকারিতা।আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এসব পুষ্টি উপাদানের অভাব থাকবেআনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাংগানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাংগানিজ হাড়কে করে তোলে মজবুত। প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যেকোনো রোগ প্রতিরোধ করা সম্ভব।তাই এসকল দিক বিবেচনা করে আমাদের আনারস খাওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...
 last year 

আপনার পোস্টে পরে যা বুঝলাম আনারসের অনেক উপকারিতা রয়েছে আপনি তেমনটাই বলেছেন। তবে আমি যতটুকু জানি যে আনারস খেলে জ্বরের দিক থেকে খুবই উপকার পাওয়া যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আনারসের উপকারিতা সম্পর্কে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 last year 

ধন্যবাদ আপনাকে 💜

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56278.39
ETH 2377.99
USDT 1.00
SBD 2.29