কমলা লেবু ফলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230605_143058.jpg

Hello Everyone

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ইশ্বরের কৃপায় ভালো আছি ৷ প্রতিদিনের মত আজকেও চলে আসলাম কমলা ফলের ফটোগ্রাফি নিয়ে ৷ জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা যাক কমলা লেবুর ফটোগ্রাফি ৷

আমাদের দেশে এই কমলা লেবু ফল বেশ জনপ্রিয় ৷ আগের তুলনায় এই কমলা লেবুর ফলের দাম অনেক বেশি ৷ শুধু কমলা লেবু ফল বললে ভুল হবে সব ধরনের ফল এ আমাদের দেশে ব্যাপক হারে দাম বাড়তেছে ৷ এই ফল গুলোর দাম বাড়াতে অনেক মানুষ ক্রয় করতে পারতেছে না ৷

কারন সাধারন মানুষ যদি এই ফল কিনতে যায় তাহলে এক কেজি কমলা লেবু ফল কিনতে তার এক দিনের অর্ধেক ইনকাম সেই ফলেই চলে যাচ্ছে ৷ এই কমলা লেবুর ফলের বাজার মূল্য নূন্যতম তিনশত পঞ্চাশ টাকার মত নিতে হবে ৷ আর এক কেজি কমলা লেবু ফল সর্বোচ্চ দশ টার মত উঠবে ৷

যার জন্য এই কমলা লেবু ফল অনেকেই খেতে পারে না ৷ আর বিশেষ করে যেই কমলা ফলের গাছ বাড়িতে রোপন করবে সেই ফল তারা খাবে ৷ এই আশা করে কোন লাভ নেই ৷ কারন কমলা লেবুর গাছ সব জায়গায় হয়ে থাকে না এবং সব মাটিটেই এই গাছের ফলন ধরে না হয়তো দেখা যাবে গাছ টি বেশ লম্বা চূড়া হবে কিন্তু ফল আসার সময় দেখবেন একটি ও ফল নেই ৷

যার কারনে মানুষ এই সব ফলের গাছ রোপন করতে চায় না ৷ তারপর ও বেশি কিনতে না পারলেও অল্প করে কিনবেন তারপরও ফল খেতে হবে শরীরের জন্য ৷ সব ধরনের ফলে ভিটামিন রয়েছে একেক ফলের একেক ভিটামিন পাওয়া যায় ৷ এই কমলা লেবু তে ভিটামিন সি রয়েছে ৷ এটি একটি টক জাতীয় ফল খেতেও অনেক সুস্বাদু ৷ আবার এই ফলে ভিটামিন সি যুক্ত থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে থাকে ৷

IMG_20230605_142648.jpg

IMG_20230605_142707.jpg

IMG_20230605_142648.jpg

জেনে নেওয়া যাক কমলা ফলের কিছু উপকারিতা

  • সাধারনক কমলা হলো লেবুজাতীয় রসালো একটি ফল ৷ এবং ভিটামিন সি এর বড় একটি উৎস বলা যায় এই কমলা ফল কে ৷ এটি সরাসরি ভাবেও খাওয়া যায় এবং মেডিসিন দিয়ে তৈরি করে জুস আকাড়েও পাওয়া যায় ৷

  • প্রথমত এই কমলা ফল চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে থাকে ৷ তারপর কমলা ফলে ভিটামিন এ থাকায় রাতকানা রোগের জন্য বেশ গুরত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে এই কমলা ফল ৷

  • সাধারনক কমলা ফল ক্যানসার এর কোষ গুলো ধ্বংস করে থাকে ৷ তারপর কমলা ফল দাঁতের ক্যাভিটি রোধ করতে সাহায্য করে থাকে ৷ তারপর আমাদের শরীরের কারো কারো নানা ধরনের চর্মরোগ দেখা দেয় ৷ এগুলো থেকে ভিটামিন সি জাতীয় ফল প্রচুর ভাবে খেতে হবে ৷

  • আমাদের মুখে ভিটামিন সি এর অভাবে ঘা হয়ে থাকে ৷ আর সেই নিরাময়ের জন্য কমলা ফুল বেশ গুরত্বপূর্ন বলা যায় ৷ তারপর কমলা ফল নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে থাকে ৷

  • সাধারনত কমলা ফল হজম শক্তি খুবই দ্রুত বাড়ায় ৷ তারপর সর্দি কাশি রক্তশূন্যতা সারাতে এই কমলা লেবু ফল বেশ ভূমিকা পালন করে থাকে ৷

IMG_20230605_142946.jpg

IMG_20230605_142815.jpg

IMG_20230605_142739.jpg

কিছু অপকারিতা

  • সাধারনত কমলা লেবু ফল খাওয়ার ক্ষেত্রে সবাই কে সাবধানে খেতে হবে ৷ অধিক হারে কমলা লেবু ফল খাওয়া শরীরের জন্য ক্ষতি হয়ে যেতে পারে ৷বিশেষ করে যাদের হটবার্নের সমস্যা রয়েছে এবং কি যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে অধিক হারে কমলা লেবু ফল খাওয়া শরীরের জন্য একদমেই ক্ষতিকর ৷

  • আমরা অনেক সময় দেখি ছোট শিশুদের অধিক হারে কমলা ফল খেতে দেই ৷ আসলে ছোট শিশুদের জন্য অধিক হারে কমলা লেবু ফল খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর ৷ বেশি খাওয়ার ফলে নানা ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ৷ সেই দিক থেকে আমাদের সাবধানে থাকা উচিত ৷

IMG_20230605_142753.jpg

IMG_20230605_142915.jpg

এই ছিল আজকের কমলা লেবুর ফলের তথ্য সংক্রান্ত আলোচনা এবং কমলা লেবু ফলের কিছু উপকারিতা ও অপকারিতা ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
Sort:  
 last year 

কমলা লেবু দেখে জিভে জল চলে এসেছে,, আসলে আমরা এই কমলালেবু খাওয়ার ক্ষেত্রে,, বিশেষ করে আমি যখন লবণ মরিচ মাখিয়ে,, কমলা লেবু খাই! তার স্বাদ অসাধারণ।

আপনি দেখলাম কমলালেবুর সাথে,, তার উপকারিতা সম্পর্কেও আমাদের সাথে আলোচনা করেছেন! যেটা দেখে আসলে বেশ ভালো লাগলো! কারণ আমরা অনেকেই অনেক ধরনের ফল খাই! কিন্তু তার উপকারিতা সম্পর্কে অনেকের ধারণা থাকে না! যেমন আজকে আমি আপনার পোস্ট পড়ে কমলা লেবুর অনেকগুলো উপকারিতা সম্পর্কে জানতে পারলাম! যেটা সম্পর্কে আমি আগে কখনো অবগত ছিলাম না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, কমলালেবু সম্পর্কে এত সুন্দর একটা উপকারিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...
 last year 

কমলা লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা রাখে। এবং আপনি কমলা লেবুর বেশ উপকারিতা সম্পর্কে আপনার পোস্টে উল্লেখ করেছেন যেটা পড়ে খুবই ভালো লাগলো

আমাদের শরীরের জন্য কমলা লেবু খুবই দরকারি পাশাপাশি আপনি কমলা লেবুর ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন যেটা দেখে আরও বেশি ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48