গাছপালার উপকারিতা

in Incredible India11 months ago

investment-5241253_1280.jpg

source

হ্যালো বন্ধুরা ,,

আমরা সাধারনত প্রাকৃতিক পরিবেশে বসবাস করছি ৷ আর আমাদের বেচে থাকার জন্য প্রাকৃতিক অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ ৷ আর সেই অক্সিজেন আমরা সাধারনত গাছপালা থেকে পেয়ে থাকি ৷ তাই আজকে আমি গাছপালা ও বৃক্ষরোপণ এর ভূমিকা আপনাদের মাঝে শেয়ার করতে চলছি ৷

সাধারনত আমরা জানি গাছপালা আমাদের কতটা ভূমিকা পালন করে থাকে ৷ গাছ আমাদের কাছে খুব মূল্যবান ও প্রয়োজনীয় ৷ এরা আমাকে ফুল ফল থেকে শুরু করে মানব দেহের অক্সিজেন তারপর জ্বালানির জন্য এই গাছ পালা আমাদের সহায়তা করে থাকে ৷ আর সাধারনত গাছের কাঠ থেকে নানা ধরনের বাড়ির জন্য বা দোকান পাটের জন্য নানা প্রয়োজনীয় আসাব পত্র তৈরি করা হয়ে থাকে ৷ তারপর আমাদের প্রাকৃতিক পরিবেশে নানা জাতের ও প্রজাতির গাছ রয়েছে একেক টি গাছের একেকটি গুন ক্ষমতাও রয়েছে ৷

যেমন : ফল, অসংখ্য গাছের ছাল ও পাতা ও চারাগাছ মাদক ও ঔষুধ তৈরিতে ব্যবহার করা হচ্চে ৷ তারপর গাছের যে বাকল গুলো রয়েছে সেগুলো থেকে ঔষুধ তৈরি করা হয়ে থাকে ৷ তারপর আমাদের সনাতন ধর্মের পুজার জন্য বেশ কয়েকটি গাছ রয়েছে যেগুলো গাছের ডাল আমরা পূজাতে ব্যবহার করে থাকি ৷ প্রাকৃতিক পরিবেশে গাছপালা নদী ভাঙন থেকে ভূমিকে রক্ষা করতে সাহায্য করে থাকে ৷

তারপর মানুষ ও অন্যান্য প্রানীরা নিশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে ৷ তারপর গাছের সবুজ পাতা খাদ্য তৈরিতে ও অক্সিজেন ত্যাগ করতে এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে ৷ সাধারনত এই অক্সিজেন ব্যাতিত আমরা বেঁচে থাকতে পারি না ৷ তারপর সাধারনত গ্রিনহাউস প্রতিক্রিয়া থেকে রক্ষা করতে গাছপালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ তারপর গাছপালা আমাদের ঝড় ও বর্ণা থেকে আমাদের ঘর বাড়ি রক্ষা করে থাকে ৷ তারপর দেখা যায় গ্রীস্মকালে প্রচন্ড রোদের তাপমাত্রা থাকার কারনে আমরা ঘর থেকে বের হতে পারি না ৷ সেই সময়ে বাতাস এবং ছায়ার জন্য এই গাছপালা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

tree-2264494_1280.jpg

source

সাধারনত গাছপালা আমাদের ছায়া দেয় ৷ যাতে করে আমরা সূর্যতাপ থেকে রক্ষা হতে পারি ৷ গাছপালার ব্যাপক ভূমিকা রয়েছে ৷ আমরা বৃক্ষরোপণ করে সেই বৃক্ষ কে কয়েক বছর পর বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারি ৷ তারপর গাছপালার এবং গাছপালার ডাল গুলো আমাদের জ্বালানির জন্য ব্যবহার করে থাকি ৷

কিন্তু মানুষ বর্তমান সময়ে গাছপালার উপকারিতা বুঝে না ৷ তারা চাহিদার চেয়ে বেশি গাছপালা নিধন করতেছে নিধন করে চাষাবাদ জমি তৈরি করছে আবার কেউ কেউ বড় অফিস আদালত গোডাউন তৈরি করতেছে ৷ তারা অবিবেচকের মত গাছপালা গুলোকে কেটে নিধন করে ফেলতেছে ৷ ফলে বিশ্ব দিন দিন উত্তপ্ত হচ্ছে ৷ তারপর ঘূর্নিঝড়ের ধরনও পরিবর্তিত হচ্ছে ৷ তাই আমরা বলতেই পারি আমাদের দেশে এই বৃক্ষ নিধন লা বনউজারকরণ প্রতিরোধে সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করা ৷

আমরা যাই পারি বৃক্ষরোপণ করে আমরা আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবো ৷ কথায় আছে না গাছ লাগান,,পরিবেশ বাঁচান

ধন্যবাদ সবাইকে🙏🙏

IMG_20230720_181526.png

Sort:  
Loading...

গাছ আমাদের পরম বন্ধু এটা চাইলেও আমরা কেউ অস্বীকার করতে পারবো না গাছ জীবিত থাকতে অক্সিজেন, ফল,ফুল,ছায়া দিয়ে আমাদের উপকার করে মারা গেলে কাঠ হিসাবে আসবাবপত্র, ঘরবাড়ি, জ্বালানি কাঠ সহ আরো নানান রকম কাজে লাগে। আমাদের সবার উচিত বেশি বেশি গাছ রোপণ করা এবং গাছ কাটা থেকে বিরত থাকা। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রকৃতিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কার্বনডাইঅক্সাইড শোষণ করে তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং আমাদের ফ্রেশ বাতাস ও অক্সিজেন সাপ্লাই ঠিক করে জীবনযাপনে সাহায্য করে।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 11 months ago 

এক কথায় বলতে গেলে গাছ আমাদের বেঁচে থাকার একমাত্র প্রাণ! কারণ আমরা যে অক্সিজেন গ্রহণ করি! সেই অক্সিজেন আমরা একমাত্র গাছের কাছ থেকে পেয়ে থাকি! কিন্তু বর্তমান সময়ে মানুষ গাছপালা কেটে,, নিজেদের বাসস্থান তৈরি করছে।

গাছ আমাদের জন্য কতটুকু উপকারী সেটা হয়তো বিশ্লেষণ করে বা লিখে,,, আমরা কখনোই শেষ করতে পারবো না! তবে গাছের উপকারিতা আমাদের জীবনে,, অপরিসীম বা অতুলনীয়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 11 months ago 

আপনি একটা অত্যন্ত সময়োপযোগি লেখা লিখেছেন। পৃথিবী জুড়ে যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে এর কারনে পৃথিবী জুড়ে মানুষ এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কিছুদিন পরে এই ফলাফল হবে আরও ভয়াবহ। কদিন আগেই কোন একটা অনলাইন নিউজ পেপার এ চোখ পড়েছিলো যে , আমাজনে প্রতি মিনিটে ছয়টা ফুটবল খেলার মাঠের সমান জায়গা গাছ কেটে খালি করে ফেলা হচ্ছে।এটা দেখে কিছুটা চমকে গিয়েছিলাম এটা ভেবে যে আসলে আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি। পৃথিবীর জুড়ে বৈশ্বিক উষ্ণায়নের যে কুফল আমরা ভোগ করছি এর পেছনে গাছের সংখ্যা কমে যাওয়ার একটা বিশাল ভুমিকা আছে।এটা ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে আর এই ভয়াবহতার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।একারনেই নিজেদেরকে সাথে আমাদের পরবর্তী প্রজন্ম আর পৃথিবীকে বাঁচাতে ই গাছ লাগাতে হবে।এর কোন বিকল্পই নেই। ধন্যবাদ আপনাকে এমন একটা লেখা উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 61865.17
ETH 3411.12
USDT 1.00
SBD 2.48