নদীর ধারে কিছুক্ষণ বসে থাকার মুহূর্ত

in Incredible India11 months ago

IMG_20230705_084319.jpg

Hello everyone,,,

আশা করি প্রত্যেকে ভালো আছেন ৷ আমি ও ভালো আছি ৷ কথা না বাড়িয়ে চল শুরু করা যাক আজকের নদীর ধারে বসে থাকার কিছু মুহূর্তের ফটোগ্রাফি ৷

অনেক দিন হয়ে গেল ঘুরাঘুরি করি না ৷ সেদিন হঠাৎ করেই আমাদের বাড়ি থেকে ১০ কিলোনিটার দুরে একটি করতোয়া নদী রয়েছে ৷ সেখানে ঘুরতে চলে যাই ৷ আকাশে হালকা হালকা মেঘ ছিল এই বুঝি বৃষ্টি চলে আসবে ৷ কিন্তু সেদিন আর বৃষ্টি হয় নি ৷ তারপরও কয়েকদিনের বৃষ্টিতে করতোয়া নদীতে অনেক টা পানি বেড়েছে ৷

আগের মত বন্যা এখনো দেখা যায় নি ৷ আর বন্যা হল একটি প্রাকৃতিক দুর্যোগ ৷ বর্তমান সময় কিন্তু বন্যার সময় এই সময়ে মানুষ ঘর থেকে ঠিকমত বের হতে পারে না ৷ কাজে যেতে পারে না অফিস আদালত গেলেও অনেক কষ্ট করে যেতে হয় এই বর্তমান সময়ে ৷ তাছাড়াও বেশি বৃষ্টির কারনে রাস্তা ঘাটে কাদা জমে থাকে আর সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে খুবই অসুবিধা হয়ে থাকে ৷

তারপরও মানুষ অন্যান্য উপায় না পেয়ে তারা তাদের কাজে ঠিকি নেমে পরে ৷ জীবন জীবিকার জন্য তাদের কাজ সঠিক সময়ে করতেই হবে ৷ বর্তমান সময়ে সব ধরনের খাল বিল নদী ভরাট হয়ে গেছে ৷ এমন কি বন্যার সময় দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারনে নানা ধরনের ফসল ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় ৷ তাছাড়াও এই বর্ষাকালে বৃষ্টি পাতের ফলে জীবন এবং সম্পদকে ব্যাপক ভাবে ধ্বংস সাধন করে থাকে ৷

পশু পাখির জীবন জাপনের খুবই সমস্যা হয়ে থাকে ৷ আর এই বন্যার কারনে নানা ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়ে থাকে তারপর দেখা যায় আশ্রয় ও খবারের প্রচুর সংকট দেখা দেয় ৷ তবে এই বর্ষাকালে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলেও একদিক থেকে সুবিধা লক্ষ করা যায় যেমন , মাটিকে উর্বর করে থাকে তারপর সব ধরনের ময়লা আবর্জনা ভাসিয়ে নিয়ে যায় এবং পরিস্কার রাখতে সাহায্য করে থাকে ৷

সব ধরনের সমস্যার কারন হলেও এই বন্যার কিছু দৃশ্য আমরা এখনো উপভোগ করে থাকি ৷ বর্ষাকালে সাধারনত প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারনে ভরাট নদী দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ চারপাশের পরিবেশ টা অন্যরকম হয়ে যায় ৷ অনেক মানুষ ভিড় করে থাকে নদীর ধারে এই ধরনের দৃশ্য দেখার জন্য ৷

IMG_20230705_084305.jpg

IMG_20230705_084253.jpg

IMG_20230705_084231.jpg

IMG_20230705_084158.jpg

IMG_20230705_084143.jpg

তারপর দেখলাম একটি জেলে চলে আসলো মাছ ধরার জন্য ৷ যারা কিনা প্রতিদিন মাছ ধরে খাবার যোগাতে থাকে ৷ তারা এই ভাবে বর্ষাকালে সারাবছর নদীতে মাছ ধরে খেয়ে থাকে ৷ আবার অনেকে আছে সারাদিন মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায় ৷ যাদের নদীর পাশে বাড়ি রয়েছে তাদের সুযোগ সুবিধা আমরা লক্ষ্য করে থাকি ৷

তাদের এই জীবন জাপন আসলেই অনেক সুন্দর তারা নদীতে পর্যাপ্ত পরিমানে মাছ ধরে থাকে ৷ আর সেই মাছ বিক্রি করে তারা তাদের সংসারের খরচ চালিয়ে থাকে ৷ বর্ষাকালে এমনিতেই নদীর অনেক মাছ থাকে যার ফলে জেলেদের মাছ ধরতে অনেক সুবিধা হয়ে থাকে ৷ এভাবেই তারা সারাবছর মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে থাকে ৷ তাদের ও অনেক কষ্ট রয়েছে অনেক সময় দেখা যায় তারা মাছ ধরতে পারে না ৷ কারন প্রতিদিন একই পরিমাণে মাছ ধরতে পারে না তারা ৷

IMG_20230705_084241.jpg

IMG_20230705_084220.jpg

IMG_20230705_084209.jpg

আপনারা দেখতেই পারতেছেন অনেক মানুষ রয়েছে যারা কিনা নদীর কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে ৷ এই সৌন্দর্য সাধারনত বছরে একবারই উপভোগ করা হয়ে থাকে ৷ শুধু এই বর্ষাকালে অনেক মানুষ বড় বড় নদীতে বা সমুদ্রে যায় কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ৷

আমরাও বেশ কিছুক্ষণ নদীর সৌন্দর্য উপভোগ করলাম ৷ প্রায় সন্ধা হয়ে যাচ্ছিল তাই আর দেরী না করে সেখান থেকে আমরা বাড়ির উদ্যেশ্যে রওনা দিয়ে দেই ৷ তারপর আমরা বাড়ি চলে আসি আসার সাথেই সাথেই তমুল হারে আবারো বৃষ্টি শুরু হয়ে যায় ৷

সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
Loading...
 11 months ago 

আপনার নদীর ধারে কাটানো কিছু মুহূর্ত কথা আমাদের সাথে শেয়ার করেছেন আসলে এ কথাগুলো অনেকটাই ভালো লেগেছে আমার কাছে।

 11 months ago 

নদীর তীরে গিয়ে অনেক দৃশ্য গুলো তুলে ধরেছেন যা দেখে অনেক ভালো লাগল। আসলে নদীর পাশে বসে থাকলে যেকোনো মানুষের মন ভালো হয়ে যায়। যেমন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এখানে অনেক লোকজন গিয়ে নদীর পাশে বসে আছে।এবং দেখতে পেলাম কিছু লোক জাল দিয়ে মাছ মারছে এ দৃশ্য গুলো অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69081.21
ETH 3809.03
USDT 1.00
SBD 3.50