টগর ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230422_194906.jpg

হ্যালো বন্ধুরা

শুরুতেই জানাচ্ছি নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আবারো চলে আসলাম ফুলের ফটোগ্রাফি নিয়ে যেহেতু ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে ৷ তাই আজকে টগর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে ৷ তাহলে চলুন শুরু করা যাক ৷

এই ফুলটি আমাদের সবার সুপরিচিতি সবার বাড়িতেই এই ফুলের গাছটি রয়েছে ৷ এই ফুলের রঙ সাধারনত সাদা এবং বিশেষ করে এই ফুলটি পাঁচটি পাতা বিশিষ্টি দেখতেও অনেক সুন্দর লাগে এই ফুলটি ৷

আমরা সনাতন ধর্মের মানুষেরা এই ফুলটি দিয়ে পূজা করে থাকি ৷ অনেক সময় এই ফুলটি খুবেই অভাব দেখা যায় পুজার করার জন্য এই ফুলটি অনেক সময় খুজে পাওয়া যায় না ৷

এই ফুলের গাছ থেকে সারাবছর ফুল পাওয়া যায় না ৷ একসময় সব পাতা ও ফুল ঝড়ে পড়ে যায় তারপর যখন নতুন পাতা গজাতে শুরু করে তখন নতুন পাতাপ সাথে অনেক ফুল ও ফোটে থাকে ৷ আগে ছোট ছোট কটব হয়ে থাকে তারপর সেই কটব থেকে ফুল ফোটে থাকে ৷

IMG_20230422_194921.jpg

IMG_20230422_194854.jpg

এই ফুলের নাম টগর ৷ সাদা সাদা ফুলে ভরে যায় এই টগর ফুলের গাছ ৷ সাধারনত এই টগর ফুল গুলো বাড়ির সামনে কোন একটু খোলা জায়গায় রোপন করা যেতে পারে ৷ তাহলে বাড়ির সৌন্দর্য কিছু টা প্রকাশ্য পাবে ৷

তারপর বড় বড় ফ্লাট এ দেখা যায় এই টগর ফুলের গাছগুলোকে বাড়ির ছাদে বা বাড়ির বেলকনিতে রেখে দেওয়া হয় সৌন্দর্যতা বাড়ানোর জন্য ৷ তাছাড়াও খুব সহজেই টবে মাধ্যমে এই টগর ফুল চাষ করা হয়ে থাকে ৷

এই ধরনের ফুলের গাছগুলো নার্সারি তে খুবই কম পাওয়া যায় এই টগর ফুল তবে সবার বাড়িতে এই টগর ফুল দেখতে পাওয়া যায় ৷ দোঁআশ মাটিতে এই ফুলের চাষ বা চারা রোপন করতে খুবই ভালো হয় ৷

এই টগর ফুলে প্রথমত চারা রোপন এর পর সকালে করে পানি আর সন্ধার আগে পানি দিতে হবে ৷ তারপর কিছু কিছু আগাছা হয় সেগুলো কে পরিষ্কার করে দিতে হবে ৷ তহলেই এই গাছ খুব সহজে সতেজ থাকবে এবং প্রচুর ফুল ধরবে এই টগর গাছে ৷

IMG_20230422_194842.jpg

IMG_20230422_194829.jpg

IMG_20230422_194814.jpg

টগর ফুলের কিছু উপকারিতা:

  • সাধারনত টগর ফুলের মূল ও শেকড় ঔষুধি হিসেবে খুবই ব্যবহার হয়ে থাকে ৷ এই শেকড় ও মূল গুলো বেটে রস খেলে চুলকানি ও কৃমি দুর হয়ে থাকে ৷

  • যদি আপনাদের বা কারো শরীরের মধ্যে ঘামাচি থাকে এই টগর গাছের কাঠ গুলো শরীরের মধ্যে ঘষে দিলে ঘামাচি সব দুর হয়ে যাবে ৷

  • যদি আপনাদের দাতের অসুখ থাকে তাহলে এই টগর গাছের কাচা ডাল গুলো চিবিয়ে কিছুক্ষন রাখলে দাতের অসুখ দুর হয়ে যাবে ৷

IMG_20230422_194945.jpg

IMG_20230422_195003.jpg

আজকে এই টগর ফুলের এই বিস্তারিত ছিল জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ৷ আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
 last year 

টগর ফুল সবারি অতি পছন্দের একটি ফুল এই ফুলটির সাথে সবাই পরিচিত আছে পাশাপাশি এই ফুলটির ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থিত করেছেন পাশাপাশি টগর ফুলের কিছু উপকারিতা ও আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...
 last year 

আপনার ফটোগ্রাফি সবসময়ই সুন্দর। আজকেরটা আরও বেশি সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের সাথে ভাগ করার জন্য।

#miwcc

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55255.10
ETH 2314.82
USDT 1.00
SBD 2.33