মুখোশ" / বাংলা নাটক রিভিউ

in Incredible India2 years ago

Screenshot_20230907_143508.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

হ্যালো বন্ধুরা ,,

অনেক দিন হয়ে গেল কিন্তু নাটক রিভিউ করা হয়ে থাকে না ৷ তাই আজকে হঠাৎ নাটক দেখতে গিয়ে নাটক টা ভালো লেগে যায় তাই ভাবছি এই নাকটি আজকে রিভিউ করবো ৷ আসলে এই নাটকটির সাথে বাস্তবের অনেক চিত্র মিল পাওয়া যায় ৷ জানি না আমার নাটক রিভিউ আমার কেমন হবে তবে চেষ্টা করবো ভালো করার জন্য ৷ তাহলে চল শুরু করা যাক ৷

আমি যে নাটকটি রিভিউ করতে যাচ্ছি সেই নাটকের নাম হল মুখোশ ৷ সাধারনত নাটকের শুরুতেই আমরা দেখতে পাই নায়ক মুশফিক ফারহান বাসে করে অফিসে যাচ্ছেন ৷ তিনি সপ্নে বিভোর ছিলেন কি যেন এক হতাশা স্বপ্ন তিনি দেখতে দেখতে হঠাৎ করে জেগে উঠে চমকে যান ৷ বাসে অনেক ভিড় ছিল তাই সে তারাহুরা করে নামতে গিয়ে বাসের ভিতরে থাকা লোক ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেয় ৷

তারপর কিছু লোক তাকে ঘিরে ভিডিও করতে থাকে ৷ তারা বলে আজকে এই ভিডিও দিয়ে অনেক ভিউ বানামু ৷ আর এই দিকে নায়ক মুশফিক ফারহান বলে একটি মানুষ রাস্তায় পড়ে আছে আপনারা আমাকে না তুলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করা শুরু করে দিয়েছেন ৷

তারপর ফারহান অফিসে চলে যায় ৷ আর অফিসে এসে কাজ করার সাথে সাথে স্যার এর ডাক পরে যায় তখন তিনি স্যারের রুমে প্রবেশ করে থাকে ৷ এবং স্যার তাকে একটি ফাইলে সাক্ষর দিতে বলে কিন্তু ফারহান ফাইল থেকে বুঝতে পারে ফাইলে অনেক ঝামেলা ফাইল ঠিকমত গুছানো নেই হিসেবের গোলমাল ৷ তাই ফারহান কোনভাবেই স্বাক্ষর দিতে রাজি হয় না ৷ কারন ছোটবেলায় তার মার দেওয়া শিক্ষা সে এখনো তার জায়গায় ধরে রাখছে ৷

Screenshot_20230907_143552.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Screenshot_20230907_143608.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Screenshot_20230907_143629.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

ফারহান তার চাচার বাড়িতে থাকে ৷ আর সেখানে চাচার দুই মেয়ে রয়েছে তাদের কে পড়াশুনা করাতো ফারহান ৷ চাচাতো বোনেদের মধ্যে একজন ছিল বোবা সে ফারহানের অনেক দেখাশুনা করতো ৷ যেমন ফারহান অফিসের যাওয়ার জন্য তাকে নাস্তা বানিয়ে দেওয়া তারপর এভাবেই বোবা মেয়েটি ফারহানের যত্ন নিতো আর কি ৷

পরের দিন ফারহান অফিসে আবার চলে যায় তার কলিগের সাথে অনেক গল্প হয়ে থাকে ৷ এভাবে অফিসে চলে যায় অনেক সময় ৷ তারপর ফারহানের গালফ্রেন্ডের সাথে দেখা হয় সেখানে তারা দুজোনে অনেক সময় ধরে কথা বলতে থাকে ৷ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে ৷ কিন্তু সে বলে আমি চাচার বাড়িতে অনেক দিন থেকে আছি তাদের বাসা ছেড়ে দিয়ে অন্য বাসা নিলে কেমন হয় এতে করে তাদের খারাপ লাগবে ৷ তারপর তার গালফ্রেন্ড রাগ করে সেখান থেকে চলে যায় ৷

তারপর সে হঠাৎ দেখতে পায় একজন ছেলে রুটি চুরি করাতে তাকে বেরধর মারতেছে সে আগায় গিয়ে বলে সামান্য রুটির জন্য তাকে মারতে হবে ৷ ফারহান আসতে আসতে হঠাৎ করেই মুখোশধারী লোক দেখতে পায় আর মানুষের খারাপ চেহারাটা সে খুব সহজেই বুঝতে পারে ৷ তারপর ধীরে ধীরে সে দেখতে পায় সব গুলো মানুষ মুখোশে পরিনত হয়ে যাচ্ছে ৷ আর এই সমস্যাটা দিন দিন বেড়েই চলছে ৷ তাই একদিন ফারহান কে ডাক্টার এর কাছে নিয়ে যাওয়া হয় ৷

ডাক্টার বলেন সে সবসময় মুখোশধারী লোক দেখতে পায় ৷ আসলে ফারহান সব সময় ন্যায়ের পথে চলতো তার মায়ের দেওয়া শিক্ষা সে আজও মনে করে থাকে ৷ সে সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করে থাকে ৷ কিন্তু সে প্রতিদিন ভাবে তার মত করে আর কোন মানুষ নেই সবাই নিজের স্বার্থের জন্য ব্যস্ত হয়ে পরে ৷

আর এতো মানুষের মাঝে সে একটি মানুষকেই খুজে পায় সেই বোবা মেয়েটি যে কিনা ফারহানের চাচাতো বোন ছিল ৷ তখন সেই বোবা মেয়েটি তার হাত ধরে সেখান থেকে চলে আসে ৷ আর গল্পটি এখানেই শেষ হয়ে যায় ৷

Screenshot_20230907_143811.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Screenshot_20230907_143824.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Screenshot_20230907_143923.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Screenshot_20230907_143937.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Screenshot_20230907_144023.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Screenshot_20230907_144056.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

ব্যাক্তিগত মতামত

মুখোশ নাটকটি বেশ ভালো লেগেছে আমার কাছে ৷ এই নাটকে বুঝানোর চেষ্টা করেছিল এই সমাজে মুখোশধারী মানুষের অভাব হয় না চারদিকেই লুকিয়ে রয়েছে মুখোশধারী মানুষ ৷ আসলে আমাদের সমাজে এই ধরনের মুখোশধারী মানুষের অভাব হয় না ৷ তারপর এই নাটকের গল্পটি ও যেমন তেমন নাটকের অভিনয় টাও অনেক সুন্দর ছিল ৷

যাই হোক আমার এই নাটক রিভিউ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷

নাটকমুখোশ
পরিচালকরাফাত মজুমদার রিংকু
লেখকমিজানুর রহমান আরিয়ান
অভিনয়তানজিন তিশা , মুশফিক আর ফারহান
মুক্তির তারিখ১৫ জুন ২০২৩
ভাষাবাংলা
সময়৫৮ মিনিট
দেশবাংলাদেশ

রেটিং

পরিচালনা
কাহিনী১০
অভিনয়১০

নাটকটির ভিডিও লিংক

https://youtu.be/OktkT0qoAUA?si=ci_Lh7KpcQ6dEGLg

ধন্যবাদ সবাইকে🙏🙏

IMG_20230720_181603.png

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...

বাংলাদেশের সিনেমা দেখা হয় না বললেই চলে।লাষ্ট সিনেপ্লেক্সে গিয়ে দেখেছিলাম 'হাওয়া' সিনেমাটি।তবে নাটক মাঝে মধ্যে দেখা হয়।আপনি আজ মুখোশ নাটকটি রিভিউ করেছেন।নাটকটি আমিও দেখেছি।এখানে সমাজের মুখোশধারী মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছেন।আর মুশফিক ফারহানের অভিনয়তো চমৎকার,সেই সাথে কিউট লেডি তানজিন তিশা।
ধন্যবাদ এত সুন্দর রিভিউ মূলক পোস্টের জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

আসলে এই নাটকটা আমি ইউটিউবে আমার হোম পেজে দেখছিলাম। কিন্তু দেখা হয়নি,, আজকে আপনার পোস্ট পড়ার পর আপনি যে সুন্দর ভাবে নাটকের রিভিউ করেছেন। আসলে নাটকটা অবশ্যই দেখতে হবে,, আসলে অনেক মানুষ মুখোশের আড়ালে লুকিয়ে থাকে,, যাদেরকে চেনা যায় না। এই নাটকের মধ্যেও ঠিক সেটাই হয়তোবা,,, উপস্থাপন করা হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত সুন্দর ভাবে মুখোশ নাটকের রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago (edited)

এই নাটকটি আমি ইউটিউবের হোম পেজে দেখেছিলাম। আজকে আপনার পোস্টা পড়ার পর আপনি যে সুন্দর ভাবে নাটকটি রিভিট করেছেন। অবশ্যই আমি নাটকটি দেখার চেষ্টা করব। সমাজে মুখোশধারী মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে মুখোশ নাটকটি রিভিট উপস্থাপনা করেছেন থ্যাঙ্ক ইউ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

আপনাকেও থ্যাংক ইউ ভালো থাকবে

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে নাটকের কাহিনী গুলো উপস্থাপন করেছেন। পড়ে মনে হচ্ছিল নাটকটি সত্যি অনেক ভালো। আমি নাটকটি ইউটিউবে দেখেছি কিন্তু দেখা হয়নি এখনো।

আপনার নাটকের রিভিউ পড়ে আমার দেখার খুব ইচ্ছা করতেছে আমি এটি অবশ্যই দেখবো।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

আপনিও ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ।

আমি এই নাটক টি দেখছি সত্যি নাটক টা অসাধারন ছিলো।আমি দেখছি অনেক আগে কিন্তু আজকে আপনার পোস্ট টি পড়ে আমার আবার দেখার ইচ্ছা জেগেছে।আর আপনাকে ধন্যবাদ নাটক এর লিংক দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

ধন্যবাদ ভাই 🙏

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110548.14
ETH 4323.54
USDT 1.00
SBD 0.83