দুলফি ফুল সহ আরো দুইটি ফুলের ফটোগ্রাফি

in Incredible India2 years ago

IMG_20230316_203524.jpg

হ্যালো বন্ধুরা নমষ্কার ও আদাব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আজকে আমি দুলফি ফুল সহ আরো দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ দুলফি ফুল সাধারনত দেখতে সাদা আর ফুল গুলো ছোট ছোট আকাড়ের ৷ তবে এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর ৷

এই ফুলের গাছগুলো তেমন বড় হয়ে থাকে না সাধারনত এই ফুলের গাছগুলো গ্রামের আশে পাশে বা রাস্তাঘাটের পাশেই দেখা যায় ৷ আর বিশেষ করে এই দুলফি ফুল দিয়ে আমরা সনাতন ধর্মের মানুষগুলো পূজা করে থাকি ৷

IMG_20230316_203509.jpg

IMG_20230316_203602.jpg

এই ফুল বাংলাদেশের বিভিন্ন সমতল এলাকার গ্রামে জন্মে থাকে ৷ সাধারনত এই গাছের পাতা গাঢ় সবুজ রঙের এবং কান্ড হালকা সবুজ রঙের হয়ে থাকে ৷ সাধারনত এই গাছের ফুল সাদা ধবধবে ফুল হয়ে থাকে এবং ফুলের মধু মিষ্টি হয়ে থাকে ৷ এই ফুল তুলসী ফুলের মত দেখতে তবে এই ফুলের গন্ধ তেমন টা পাওয়া যায় না ৷

IMG_20230316_203546.jpg

IMG_20230316_203644.jpg

IMG_20230316_203617.jpg

স্থানীয় মানুষের মতে এই দুলফি গাছে ছোট বাচ্ছাদের সর্দি, কাশি, পেটে কৃমি হলে তা দুর হয়ে থাকে ৷
শরীরে বাত রোগ জনিত ব্যাথা অনুভব হলে এই দুলফি গাছটি ভেজে খেলে তা দুর হয়ে যাবে ৷ আরো অনেক রোগের ক্ষেত্রে এই দুলফি গাছটি ব্যবহার করা হয়ে থাকে ৷

IMG_20230316_203320.jpg

IMG_20230316_203303.jpg

ভাঁটি গাছ হলো ঔষুধি গুনসম্পন্ন উদ্ভিদ ৷ সাধারনত এর পাতার রস শিশুদের জ্বর দুর করে থাকে ৷ এছাড়াও সনাতন ধর্মালম্বীরা ভাঁটি ফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করা হয়ে থাকে ৷ এই ভাঁটি ফুলের গাছের ফুল গুলো দেখতে অনেক সুন্দর ভাবে ফুটে থাকে ৷

এটি গ্রাম বাংলার একটি পরিচিতি ঔষুধি উদ্ভিদ ৷

IMG_20230316_203400.jpg

IMG_20230316_203341.jpg

বাংলাদেশের মাটিতে এই ফুলের গাছ অত্যন্ত অনাদর আর অবহেলায় জন্মে এবং বেড়ে ওঠে। গাছ গুল্ম জাতীয়। ছোট আকৃতির ও বেশ ঝোপালো হয়। সবুজ বহুপত্রী ভাটি গাছের ফুল ধবধবে সাদা। ফুল ফোটে থোকায় থোকায়। দেশের সর্বত্রই দেখা যায় এই ফুল। তবে ভাওয়াল গড় ও মধুপুর গড় এলাকায় ভাট গাছ প্রচুর জন্মায় এবং ফুলে ফুলে একেবারে ছেয়ে থাকে।

এই ভাঁটি গাছ থেকে আমরা খড়ি পেয়ে থাকি ৷ গ্রামের মানুষজন এই ভাঁটি গাছ থেকে কেটে শুকিয়ে জ্বালানি হিসেবে খড়ি ব্যবহার করা হয়ে থাকে ৷ সাধারনত এই গাছ থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি ৷

IMG_20230316_203215.jpg

IMG_20230316_203146.jpg

আমাদের দেশে এই ফুল রক্ত জবা নামে পরিচিতি ৷ সাধারনত এই ফুল গোলাপি, সাদা, লাল, হলুদ নানা বর্ণের হয়ে থাকে ৷ সাধারনত এই ফুল বাড়ির ছাদে বা উঠানে এই রক্ত জবা ফুলের গাছ লাগানো হয়ে থাকে ৷

সৌন্দর্যের পাশাপাশি এর গুনাগুন ও অনেক ৷ প্রকৃতিতে এমন অনেক জিনিস রয়েছে যা মানবদেহের জন্য খুবই উপকারি ৷ সাধারনত জবা ফুল কিডনির জন্য অনেক উপকারি ৷ এছাড়াও এই ফুল বিশেষ কোন পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ৷প্রকৃতিতে প্রত্যকটি জিনিস একেক ধরনের গুনাগুন রয়েছে যা আমরা সাধারন মানুষ গুলো বুঝে উঠতে পারি না ৷

আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাদের কে !!

অসংখ্য ধন্যবাদ


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
 2 years ago 

আপনি আজকে আমাদের সাথে তিন তিনটে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এবং সেগুলোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। আসলে আপনার পোষ্টের ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং এর উপকারিতা গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভাল থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু

Loading...
 2 years ago (edited)

আমি এই ফুলটি আগে কখনো দেখিনি কিন্তু আপনার ছবির মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আপনি সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি দেখে। আপনি যে ভাটি গাছের ফুল শেয়ার করেছেন, সেটাকে আমরা ভামট গাছ বলে থাকি। তবে যাইহোক এটার ছবিটা দারুন লাগছে আমার কাছে।

রক্ত জবা ফুল, এটা আগেও দেখেছি, বাট নাম জানিনা, আজকে আপনার থেকে এই নাম টা শুনলাম। জেনে খুবই ভালো লাগলো। দেখতেও বেশ চমৎকার। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.036
BTC 94781.20
ETH 3263.66
USDT 1.00
SBD 3.08