ডায়ানথাস ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India6 months ago

IMG_20240209_220444.jpg

নমষ্কার বন্ধুরা ,,

আজকে আমি আবারো একটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ৷ এই ফুলটি আমি আগে অনেক দেখেছি কিন্তু কখনও নাম জানা হয় নি আজকে এই ফুলের ফটোগ্রাফি সাথে ফুলের নাম টাও জানতে পেরেছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সাধারনত এই ফুলের নাম ডায়ানথাস ৷ আমি এই ফুলের নাম আগে কখনও শুনিনি যার জন্য এই ফুলের নাম টা আমার কাছে বেশ চমৎকার লেগেছিলো ৷ এই ডায়ানথাস ফুলটি দেখতে অসম্ভব সুন্দর ৷ ফুলের রঙ দেখতে সাদা এবং কি পাঁচটি বিশিষ্ট পাপড়ি রয়েছে যেগুলো অনেক নরম ৷

এই ফুলের গাছের উচ্চতা তেমন বেশী না সর্বোচ্চ দুই থেকে তিন ফুট উঁচু হয়ে থাকে ৷ ডালপালা গুলো হালকা ভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে ৷ যার জন্য খুব সহজেই বাড়ির বাইরে বা ছাদে এবং কি বেলকনিতে এই ফুলের গাছ গুলো রোপণ করা যায় ৷ এতে করে দেখা যায় বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করে থাকে ৷

সাধারনত এই ফুলের কিছু সুবিধা আমরা লক্ষ্য করে দেখছি যে বাড়ির এবং বাগানের সৌন্দর্যশোভা সৃষ্টি করে থাকে ৷ তার পাশাপাশি এই ফুলের কিছু ঔষুধি গুনাগুন রয়েছে যেগুলো আমার ব্যবহার করতে পারি ৷

IMG_20240209_220558.jpg

ডায়ানথাস ফুলের যত্ন ,

আমাদের আগে অবশ্যই মাটি নির্বাচন করতে হবে ৷ আর সাধারনত মাটি দোঁআশ হতে হবে কারন এই ফুল বোপনের জন্য বা চাষ করার জন্য দোঁআশ মাটি উপযোগী ৷

সূর্যের আলো যেন সরাসরি ভাবে পরে সেই স্থানে এই ফুল চাষ বা রোপণ করতে হবে ৷ গ্রীস্মকালে মাটির আদ্রতা গরম থাকার কারনে এই ফুল চাষ করলে মরে যেতে পারে তার জন্য এই ফুলের চাষ শীতকালে করাই উত্তম ৷

হালকা ভাবে সার প্রয়োগ করতে হবে ৷ তার পাশাপাশি গাছের গোড়ার আগাছা গুলো পরিষ্কার করে দিতে হবে ৷ পোঁকা মাকড় আক্রমনের হাত থেকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করতে হবে ৷

ডায়ানথাস ফুলের উপকারিতা
  • সাধারনত এই ফুলের রস ও পাতার রস শিশুদের বা প্রাপ্ত বয়স্কদের জ্বর ও সর্দির জন্য বেশ উপকারি হয়ে থাকে ৷

  • তারপর অনেক সময় হজমের সমস্যা দেখা দিলে এই ফুল গাছের পাতার রস বেটে খেলে বদহজম থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে ৷

  • তারপর শরীরের জ্বালা পোড়া থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই ৷ এই ফুল গাছের শেকর গুলো বেটে ব্যাথা যুক্ত স্থানে লাগিয়ে দিলে খুব তারাতারি ব্যাথা কমতে থাকে ৷

অপকারিতা

এই ফুল গাছের কোন অপকারিতা দিক জানি বা বলে আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না ৷ কেউ অপকারিতা দিক গুলো ভালো ভাবে না জেনে ব্যবহার না করাই উত্তম ৷

IMG_20240209_220529.jpg

IMG_20240209_220510.jpg

তো বন্ধুরা আমার আজকে ডায়ানথাস ফুলের ফটোগ্রাফি গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ৷

রাত অনেক হয়ে গেছে শুভ রাত্রি বন্ধুরা😍

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 6 months ago 

আপনি প্রায়ই বিভিন্ন ধরনের ফুলে ফুল নিয়ে পোস্ট করেন।এই জিনিসটা খুব ভালো লাগে আমার। এতে করে অনেক নাম না জানা ফুল সম্পর্কে জানা হয়ে যায়। অনেক ভুল হয়তো চিনতাম কিন্তু নাম জানতাম না সেগুলো জানা হয়ে যায়।
যেমন এই ফুলের নাম জানতাম কিন্তু কোনটা এই ফুল সেটা জানতাম না।
এই ফুল নিয়ে এত সুন্দর করে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Loading...
 5 months ago 

বরাবরের মতো আজকেও আপনি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। তবে আজকে আপনার পোস্ট ওপেন করে, ফুল গুলো দেখে মনটা ভরে গেল।

এই ফুল আমি কখনোই দেখিনি এবং এর নাম জানা তো দূরের কথা। আপনি এই ফুলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। যেটা আমার একেবারেই অজানা। ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ❣

 5 months ago 

ডায়ানথাস ফুল এর আগে আমি কখনো দেখি নাই এবং এর নাম ও শুনি নাই তবে আপনি খুব সুন্দর বর্ণনা করছেন ফুলের ফটোগ্রাফি সম্পর্কে এবং কিভাবে এগুলোর যত্ন নিতে হবে সে সম্পর্কে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি উপস্থাপনা করার জন্য।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 5 months ago 

দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টটি পড়ে সুন্দর একটি রিপ্লে দেওয়ার জন্য আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল

 5 months ago 

এই ফুলের নাম যে ডায়ানথাস আমার জানা ছিল না।। আজকে আপনার পোস্টের মাধ্যমে এই ফুলের নাম ও উপকারিতা ও অপকারিতা জেনে বেশ ভালো লাগলো।।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 5 months ago 

এই ফুলটি আমার অফিসের ছাদেও আছে। বেশ কয়েক কালারের হয়। দেখতে খুব সুন্দর। তবে এই ফুলের নাম এত দিন আমার অজানা ছিল। পাশাপাশি আপনার পোস্ট পড়ে এই ফুলের উপকারিতা ও অপকারিতাও জানতে পেরে ভালো লাগছে।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64