তুলসী গাছের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230507_203924.jpg

Hello

Dear friends

আজকের ফটোগ্রাফি হলো তুলসী গাছের ফটোগ্রাফি ৷ সাধারনত তুলসী গাছের আমাদের সনাতন ধর্ম বা অন্যান্য ধর্মাবলম্বী অথ্যাৎ যাদের বাড়িতে মূর্তি এবং ঠাকুর যেটাই বলেন না কেন রয়েছে তাদের বাড়িতে তুসলী গাছ রয়েছে ৷ আর বিশেষ করে এই তুলসী গাছটাই হচ্ছে একটি দেবতা ৷

আমরা অনেকেই এই তুলসী গাছকে পূজা করে থাকি ৷ আমাদের আদি পুরুষ যারা রয়েছিল তারাও এই তুলসী গাছকে সেই যুগ থেকেই পূজা করে এসেছিল ৷ আর বর্তমান ও সেই প্রচলন রয়েছে পূজা করার ৷

আর এই তুলসী গাছ সবার চেনা পরিচিতি একটি গাছ ৷ এই গাছ সব ধরনের মানুষের কাজে লাগে ৷ সাধারনত এই তুলসী গাছ অন্যান্য ধর্মের মানুষদের বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায় ৷ কারন তুলসী গাছ একটি ঔষুধি ব্যবহার যোগ্য গাছ ৷ এই গাছ কে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো আমাদের জনা খুবই গুরুত্বপূর্ণ ৷

IMG_20230507_204408.jpg

IMG_20230507_203903.jpg

IMG_20230507_203841.jpg

সাধারনত আমরা যখনি পূজা করি না কেন আমাদের তুলসীর পাতা অবশ্যই প্রয়োজন পরে ৷ তারপর কোন ধরনের কবিরাজের কাছে পানি পরা নিতে গেলেও তুলসীর পাতা খুবই প্রয়োজন পরে ৷ তুলসীর গাছ সবসময় পবিত্র স্থানে রাখতে হয় ৷ তুলসীর গাছের ব্যাখা আমাদের প্রকৃতিতে ব্যাখ্যা অপরিসীম ৷

এই তুলসী গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ এবং এটি অনেক সুগন্ধী যুক্ত ৷ এই গাছ ৩ - ৪ ফুট উচু হয়ে থাকে ৷ এই তুলসী গাছে শীতকালে ফুল ও ফল হয়ে থাকে ৷ তুলসী গাছের বেশকিছু সাধারন গুন রয়েছে তা নিচে উল্লেখ করা হলো ৷

IMG_20230507_203756.jpg

IMG_20230507_203610.jpg

IMG_20230507_204326.jpg

IMG_20230507_204240.jpg

তুলসী গাছের কিছু উপকারিতা:

  • সাধারনত আপনার যদি খাবারের প্রতি অনিহা বা অরুচি চলে আসে তাহলে প্রতিদিন সকালে খালি পেটে তুলসীর পাতা চিবিয়ে খেলে এভাবে কয়েকদিন খেলেই দেখা যাবে আপনার রুচি অনেক বেরে গেছে ৷

  • যদি আপনাদের কখনও ঠান্ডা বা কাশি ও সর্দি লেগে থাকে ৷ তাহলে মধু বা আদা তুলসীর গাছের পাতার সাথে মিশেয় খেতে হবে তাহলে এই ছোট ছোট রোগ থেকে নিরাময় পাওয়া যাবে ৷

  • জ্বরের জন্য এই তুলসী পাতাও অনেক ভালো কাজ করে় থাকে ৷ আর বিশেষ করে যদি এই তুলসীর পাতা গরম বা সিদ্ধ করে খাওয়া যায় তাহলে দেখা যাবে মুখের রোগজীবানু তেমন ভাবে আক্রমন করতে পারবে না ৷

  • আমরা সারাদিনে কোন না কোন ধরনের চা খেয়ে থাকি ৷ কিন্তু আমরা যদি এই তুলসী পাতার চা খেয়ে থাকি এতে করে অনেক উপকার পাওয়া যাবে শরীরের ক্লান্তি দুর করতে সাহায্য করবে ৷

  • তুলসীর পাতার রস সাধারনত হার্টের সমস্যা ও মানসিক চাপের কিছু সমস্যা এবং যাদের শাসকষ্ট রয়েছে তাদের জন্য তুলসী গাছ খুবই উপকারি ৷

  • সাধারনত যদি গলা কোন ধরনের খুস খুস করতে থাকে তাহলে তুলসীর পাতা বেটে রস পান করুন ৷ তারপর যদি তুলসীর পাতা রোজ দুটো করে খাওয়া যায় ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যাবে ৷

IMG_20230507_204024.jpg

IMG_20230507_203434.jpg

IMG_20230507_204209.jpg

তুলসী পাতার ব্যবহার:

তুলসীর পাতার অনেক উপকারিতা রয়েছে তবে তুলসীর পাতা ব্যাবহার করার কিছু নিয়ম রয়েছে জতটা পারি তা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ৷

  • যেমন তুলসী পাতার রস আদা বা মধু দিয়ে খেতে পারবেন ৷

  • সাধারনত এই পাতা চিবিয়ে খাওয়া যায় বা পাতা গুলো বেটে এবং কি হালকা গরম পানিতে কুসুম করে খাওয়া যায় ৷

  • আপনাদের শরীরের যদি যে কোন ধরনের কালো দাগ থাকলে তুলসী পাতার রস ব্যাবহার করবেন খুব সহজেই কালো দাগ দুর করতে সাহায্য করবে ৷

  • তুলসীর পাতা রস চায়ের লিকারের সাথে খেতে পারবেন ৷ এক কথায় বলতে গেলে তুলসীর পাতার ব্যবহার অপরিসীম ৷

IMG_20230507_204156.jpg

IMG_20230507_204140.jpg

তুলসী গাছের সম্পৃক্ততা আলোচনা আজকে এই পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
 last year 

খুব সুন্দর একটি ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন তুলসী গাছের ফটোগ্রাফি তুলসী গাছ আসলে অনেক উপকারিতা একটি গাছ এই তুলসী গাছে অনেক গুনগান রয়েছে অনেকেই হয়তোবা জানে না আবার অনেকেই জানে যাইহোক খুবই সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...
 last year 

ধন্যবাদ প্রিয় ভাই। আমাদের মাঝে তুলসি গাছের দারুন সব ফটোগ্রাফি ও এর গুণাগুণ উপস্থাপন করার জন্য। তুলসি গাছ অনেক উপকারী একটি গাছ। অনেকের বাড়ীতে এখনও এই গাছ দেখতে পাওয়া যায়। এখনো আমার জ্বর সর্দি বা কাশি হলে আমার বড়মা আমাকে তুলসি গাছের পাতা পিষে রস করে খাওয়ায়।

আপনার লিখাগুলো পড়ে নতুন আরো অনেক কিছু শিখলাম। ভালো থাকবেন ভাই সবসময়।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

আজকে আমাদের মাঝে তুলসি গাছের ফটোগ্রাফি নিয়ে দেখছি উপস্থিত হয়েছেন আপনি। সর্বপ্রথম আপনার ফটোগ্রাফি সৌন্দর্য আমার কাছে এত সুন্দর লেগেছে তা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না।

আপনার যত পোস্ট পরি কোনো না কোন ফটোগ্রাফি আমাদের মাঝে আপনার পোস্ট থাকে যা আপনার পোস্ট কে সৌন্দর্য পরিপূর্ণ করে,,,আর সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো বেস অনেক ভালো লাগে আমার কাছে,,,,

ধন্যবাদ আপনাকে তুলসি গাছের উপকারীতা সম্পর্কে সুন্দর ধাননা দেওয়ার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

তুলসী গাছের উপকারিতা কতটুকু সেটা আমাদের সবারই জানা তুলসী গাছের উপকারিতা সম্পর্কে আপনি আজকে আপনার পোস্টে উল্লেখ করেছেন সেই সাথে দেখলাম আপনি তুলসী গাছের ফটোগ্রাফিও শেয়ার করেছেন।

আসলে আমি ছোটবেলা থেকেই এই তুলসী গাছের সাথে পরিচিত বিশেষ করে আমার যখন কাজ হতো তখন আমার মা এই তুলসী পাতার রস গরম করে আমাকে খাওয়াতো।

অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই এত সুন্দর ফটোগ্রাফি এবং এর সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61438.76
ETH 2384.57
USDT 1.00
SBD 2.58