"গোলাপ ফুলের ফটোগ্রাফি" (Rose flower photography)

in Incredible India11 months ago

IMG_20231226_080638.jpg

নমষ্কার বন্ধুরা,,

আশা করি সকলেই আপনারা অনেক ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ আজকে আমি আপনাদের মাঝে আমাদের বাড়ির গোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

শীতকাল মানেই হরেক রকমের ফুলের সমরাহো ৷ আর শীতাকলেই তেমন ভাবে দেখা যায় নানা রঙের ফুল ৷ সাধারনত এই ফুল গুলোও আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ৷ গোলাপ ফুল আমার পছন্দের অনেক সুন্দর একটি ৷ এই গোলাপ ফুলের পাপড়ি গুলো খুবই নরম হালকা বাতাস হলেই গোলাপ ফুলের পাপড়ি গুলো খুব সহজেই ঝরে পরে যায় ৷ যখন মাটিতে দেখা যায় অনেক গুলো পাপড়ি পরে আছে আরো আনন্দ লাগে ফুলের পাপড়ি গুলো দেখে ৷

গোলাপকে ফুলের রানী বলা হয়ে থাকে ৷ এই গোলাপ ফুল বাজারে অন্যান্য ফুলের চেয়ে অনেক চাহিদা রয়েছে ৷ আর এই গোলাপ ফুল সারাবছর পাওয়া না গেলেও শীতকালে ব্যাপক ভাবে পাওয়া যায় ৷ গোলাপ ফুলের গাছে রয়েছে প্রচন্ড কাটা যা শরীরের মাঝে আটতে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে ৷ আর এই গোলাপ ফুলের গাছ গুলোও বেশ বড় লম্বা হয়ে থাকে ৷ দেখতে অনেক ঝাপুর ঝুপুর দেখা যায় ৷ তবে অনেকে আবার এই গাছ গুলোর ডাল পালা কেটে মাঝারি আকার করে থাকে ৷

আমাদের দেশে অনেক প্রজাতির গোলাপ ফুল রয়েছে যেমন লাল, হলুদ , সাদা , কালো ইত্যাদি রঙের ৷ তারপর দেখা যায় গোলাপ ফুলের কোন নিজস্ব সুবাস নেই ৷ তবে এই কোন কোন গোলাপ ফুলে একই পাপড়িতে দুই রঙের পাপড়ি দেখা যায় সেই সব ফুল গুলো দেখতে আরো অনেক সুন্দর লাগে ৷ তারপর দেখা যায় গোলাপ ফুলের সুবাস কে কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি করা হয় যেমন , সাবান , গোলাপজল , আতর , ছেন তারপর গোলাপ থেকে তৈল ও তৈরি করা হয়ে থাকে ৷ তাছাড়াও দেখা গেছে যে গোলাপজল চুলের জন্য বৃদ্ধি করতে খুবই উপকারি করে থাকে ৷

IMG_20231226_080710.jpg

IMG_20231226_080618.jpg

জেনে নেওয়া যাক গোলাপ ফুলের কিছু উপকারিতা
  • গোলাপ ফুলের চা পান করা অনেক উপকারিতা মিলে থাকে শরীরের জন্য ৷ তারপর নিয়মিত গোলাপ ফুলের চা পান করলে শরীরের ওজন কমাতে সাহায্য করে থাকে ৷

  • তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেখা যায় যে গোলাপ ফুল মানসিক চাপ কমাতে সাহায্য করে থাকে ৷ তারপর যদি আপনারা গোলাপ ফুলের পাপড়ির রং চা চিনি দিয়ে খেয়ে থাকেন তাহলে দেখা যাবে

  • সাধারনত গোলাপ ফুলের পাপড়িতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা আমাদের শরীরের জন্য হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷ তারপর গোলাপ ফুলের পাপড়ি গুলো শুকনো করে সেই শুকনো গুড়ো গুলো কাটা শরীররে মধ্যে কোন ক্ষতস্থানে লাগিয়ে দিলে খুব তারাতারি ক্ষতস্থান সেরে যাবে ৷

অপকারিতা

সাধারনত এই গোলাপ গাছের বা ফুলের কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই তাই এর অপকারিতা দিক ও তেমন নেই ৷

IMG_20231226_080546.jpg

IMG_20231226_080518.jpg

তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি ৷ দেখা হবে আগামীতে আবার কোন পোস্ট নিয়ে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আমার লেখা টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ৷

The essence of my writing is Rose flower photography.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..

IMG_20230720_181603.png

Sort:  
 11 months ago 

আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ গোলাপ ফুল পছন্দ করে এবং বিশেষ করে আমি কিন্তু গোলাপ ফুল অনেক পছন্দ করি এই ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই আমিও একজন উপভোগ করতে চাই আপনার ফটোগ্রাফি দেখে আমি প্রথম থেকেই অনেক আনন্দিত হয়ে থাকি কারণ আপনার ফটোগ্রাফি সত্যিই অনেক সুন্দর হয়ে থাকে। আজকে আপনি গোলাপ ফুলের ফটোগ্রাফির পাশাপাশি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে লিখেছেন যা দেখে আরো বেশি ভালো লাগছে।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

অসংখ্য ধন্যবাদ গোলাপ ফুল নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট শেয়ার দেয়ার জন্য। ভুল ভালবাসার একটি প্রতীক। আর যদি হয় সেটা গোলাপ ফুল। আমি অলওয়েজ গোলাপ ফুলকে অনেক ভালোবাসি। ফুল দেখলে ফটোগ্রাফি করতে ভুলিনা। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আমার তো জানাই ছিল না যে গোলাপ ফুলের উপকারিতা সম্পর্কে। উপকারিতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। অসাধারণ বললেও কম বলা হয়। তার সাথে আপনি গোলাপ ফুলের কিছু উপকারিতা শেয়ার করেছেন আমাদের মাঝখানে যেগুলো সম্বন্ধে আমার কোন ধারনাই ছিল না যেমন গোলাপ ফুলের চা শরীরের ওজন কমাতে সাহায্য করে, শুকনো গোলাপ ফুলের পাপড়ি ক্ষতস্থানে লাগালে খুব তাড়াতাড়ি ক্ষতস্থান সেরে যায় ইত্যাদি। আপনাকে ধন্যবাদ এই পোস্ট আমাদের মাঝখানে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Loading...

এত সুন্দর হয়েছে ছবিগুলো যে প্রশংসার বাক্য মনে আসছে না। গোলাপ ফুলের সৌন্দর্যে আমি বরাবরই মুগ্ধ আর আজ আপনার তোলা ছবি গুলো দেখে আরও মুগ্ধ হয়েছি।
একই সাথে এর উপকারিতা সম্পর্কে আপনি সুন্দর বর্ণনা করেছেন। আওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 11 months ago 

ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি গুলো আপনার অনেক ভালো লেগেছে ৷ আশা করি এই ধরনের ফটোগ্রাফি সামনে আবারো আপনাদের মাঝে উপহার দিবো ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

অবশ্যই ভাই,আমি আপনার ছবিগুলো অনেক পছন্দ করি।আশা করি সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ছবি শেয়ার করবেন আমাদের সাথে।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

 11 months ago 

অসাধারণ কয়েকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। ফুল এমনি আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। ফুল হলো একটি প্রবিত জিনিস। পবিত্র জিনিস টি গাছের শোভা পায় মানুষের হাতে কোন সময় শোভা পায় না যে হাতে কেন। আপনি গোলাপ ফুল নিয়ে বেশ কিছু উপকারিতা বর্ণনা করেছেন থ্যাঙ্ক ইউ।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

গোলাপ ফুল সবারই অনেক প্রিয়। ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম গোলাপ।

তবে গোলাপের যে চা খাওয়া যায় এটা আমি আজকেই প্রথম জানলাম।

আপনি গোলাপ ফুলের ফটোগ্রাফি এর সাথে এর গুণাগুণ সহ বিস্তারিত জানালেন। ধন্যবাদ ভাই।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 11 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।। আর গোলাপকে ফুলের রানী বলা হয় সেটা আমার জানা ছিল না।। সেই সাথে আপনি এর উপকারিতা ও অপকারিতা গুলো বলেছেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷

 11 months ago 

গোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি দেখলাম। আমি ব্যক্তিগতভাবে গোলাপ ফুল খুব পছন্দ করি। আপনি গোলাপ ফুলের বেশ কিছু উপকারিতা বর্ণনা করেছেন। এখন যত বৈচিত্র্যময় গোলাপ দেখা যায় আগে এতটা যেত না। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্টটি পড়ে।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 11 months ago 

আমরা সবাই জানি ভালোবাসার প্রতীক হচ্ছে ফুল। আর বিশেষ করে ভালবাসার মানুষের কাছে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য। আমরা সাধারণত গোলাপ ফুল ব্যবহার করে থাকি। আজকে আপনি আমাদের সাথে চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এমনিতেও শীতের সকালে ফুল অনেক বেশি সুন্দর দেখায়। কেননা তার উপর শিশির পড়ে থাকে। আপনার পোস্ট পড়ে আমি গোলাপ ফুলের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। এর তেমন বেশি অপকারিতা নাই, সেটাও জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে চমৎকার ফুলের ফটোগ্রাফি এবং বিস্তারিত আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট টি মনযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন শুভকামনা রইলো ৷

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 97927.80
ETH 3429.21
USDT 1.00
SBD 3.22