সুন্দর একটি ঘাস ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

IMG_20230429_192916.jpg

হ্যালো বন্ধুরা নমষ্কার ও আদাব ৷

আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আবারো চলে আসলাম আপনাদের মাঝে একটি ঘাস ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ সাধারনত এই ঘাস ফুল গুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায় ৷ আমরা খেয়াল করেও না দেখার ভান করে চলে যাই ৷

সাধারনত এই ঘাসফুলটি দেখতে অনেক সুন্দর পাঁচটি বিশিষ্টি পাতা দিয়ে এই সাদা ফুলটি অনেক সৌন্দর্যতা প্রকাশ করতেছে ৷ এই ধরনের ঘাসফুল গুলো সাধারনত কোন ধরনের বনো গাছ থেকে বা পরগাছা থেকে জন্ম নিয়ে থাকে ৷

এই ঘাসফুল গুলো কম না যে কোন ফুলের সৌন্দর্য কে হার মানিয়ে দিবে ৷ আমাদের আশে পাশে অনেক বনো গাছ রয়েছে আর সেই গাছ থেকেই এই ধরনের ঘাস ফুল গুলো হয়ে থাকে ৷ হয়তো এই ঘাস ফুল গুলো সব সময় দেখা না গেলেও কোন এক সময় ঠিকই এদের দেখা মিলে ৷

IMG_20230429_193033.jpg

IMG_20230429_193016.jpg

IMG_20230429_192953.jpg

আপনারা খেয়াল করে দেখবেন এই ঘাস ফুল টি যেখানে হয়ে থাকে সেগুলা আমরা চাষ করার ফলে মেরে ফেলে থাকি ৷ তারপর আপনারা যখন কোন ধরনের ফসল বীজ বপন করে থাকবেন ৷ তখন দেখবেন বীজ বপনের বেড়ে উঠার সাথে সাথে এই ধরনের ঘাসফুল গুলো ও বেড়ে উঠে ৷

আর এই ঘাসফুল গুলো গুরু ছাগল খেয়ে থাকে ৷ আমরা যখন ঘাস কাটি তখন ঘাসের সাথে এই ধরনের ঘাসফুলের গাছ গুলো কেটে ফেলি ৷ যখন ঘাস গুলো একটি গরু কে দেওয়া হয় তখন সব ঘাস তারা খেয়ে ফেলে ৷ ঘাসফুলটি অতি প্রয়োজনীয় না হলেও এটা অনেক ভাবে ভুমিকা পালন করে থাকে যা আমরা অনেকেই জানি না ৷

আপনারা হয়তো জানেন যখন আমরা গ্রাম অঞ্চলে গবাদি পশুর জন্য ঘাস কাটতে বের হয় ৷ আর সেই সময় ঘাস কাটার সময় আইল গুলোতে এই ধরনের ঘাস ফুল গুলো লক্ষ্য করা যায় ৷ তখন মনে মনে ভাবতাম যদি এই ধরনের ঘাসফুলের গাছগুলো বাড়িতে রোপন করা যেত ৷

কিন্তু এই ধরনের ঘাসফুল গুলো সারাবছর বেচে থাকতে পারে না ৷ জমি চাষ দেওয়ার সময় এই ঘাসফুল গুলো জমি চাষের সময় মাটির নিচে পুতে যেত যার জন্য এই ঘাসফুল গুলো বেশিদিন বেচে থাকতে পারে না ৷ আমাদের চোখের আড়ালেই রয়ে যায় এই ঘাস ফুল গুলো ৷

IMG_20230429_192934.jpg

IMG_20230429_193119.jpg

প্রাচীনকাল থেকেই আমাদের আশেপাশে থাকা অনেক গাছপালা, উদ্ভিদ বা তরুলতা নানা ঔষধি কাজে মানুষজন ব্যবহার করে আসছে। বিশেষ করে আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধের ক্ষেত্রে এসব গাছ-গাছড়ার ব্যাপক ব্যবহার রয়েছে। যতই ঘাস ফুল গাছ হোক না কেন গাছ বলতেই প্রতিটা গাছের গুন রয়েছে এটা প্রমানিত করেছে প্রাচিন কালের মানুষেরা ৷

বাংলাদেশের গবেষকরা বলছেন, আমাদের আশেপাশে থাকা অনেক গাছের ঔষধি গুণ রয়েছে। গ্রামাঞ্চলের মানুষজন এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে এলেও এখন তাদের গবেষণায় এগুলোর নানা গুণাগুণ দেখতে পেয়েছেন। এই ধরনের অনেক গাছ আমরা সাধারন মানুষেরা অনেকই জানি না ৷

IMG_20230429_194150.jpg

IMG_20230429_194118.jpg

IMG_20230429_194055.jpg

IMG_20230429_193859.jpg

আমাদের প্রকৃতিতে থাকা সকল সৃষ্টি সেরা কোনটাই কোন ধরনের তুচ্চ বলে মনে না করাই ভালো ৷ প্রতিটি জিনিসের কোন না উপকার বা উপকারীতা দিক লক্ষ্য করা যায় ৷

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ৷ কেমন লাগলো আমার আজকের ঘাসফুলের ফটোগ্রাফি অবশ্যই কমেন্টবক্সে জানিয়ে দিবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
Loading...
 last year 

আর এই ঘাসফুল গুলো গুরু ছাগল খেয়ে থাকে ৷ আমরা যখন ঘাস কাটি তখন ঘাসের সাথে এই ধরনের ঘাসফুলের গাছ গুলো কেটে ফেলি ৷ যখন ঘাস গুলো একটি গরু কে দেওয়া হয় তখন সব ঘাস তারা খেয়ে ফেলে ৷ ঘাসফুলটি অতি প্রয়োজনীয় না হলেও এটা অনেক ভাবে ভুমিকা পালন করে থাকে যা আমরা অনেকেই জানি না

আপনি একদমই ঠিক বলেছেন,, আমাদের আশেপাশে এই ধরনের অনেক ফুল রয়েছে। যেটা হয়তোবা আমরা চোখে দেখি,,, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে। যে এর একটা প্রয়োজনীয়তা আছে। সে সম্পর্কে আমাদের কোন ধারণা থাকে না।

আমরা যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যাই,,, তাহলে কিন্তু আমরা নানা ধরনের ফুল পাখি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। এর এক একটা রূপ একেক রকম। প্রকৃতি নিজেকে এমন ভাবে সাজিয়ে তুলে, এর তুলনা হয়তো বা ,,,আমরা কোন কিছুর সাথেই করতে পারবোনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ঘাসফুলের কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভাল থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু আমার পোস্টে এত সুন্দর আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷

 last year 

আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে ঘাসফুলের ফটোগ্রাফি করেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগছিল পাশাপাশি আপনার লেখা অনেক ভালো লাগলো এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এমন সুন্দর সুন্দর ফুল আমাদের আশেপাশে থাকলে ভালো থাকবেন।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

 last year 

সকলের পোস্ট পড়ার চেষ্টা করি প্রতিদিন, কিন্তু সময়ের অভাবে মন্তব্য করে উঠতে পারি না, সেইজন্য প্রথমেই ক্ষমাপ্রার্থী। আপনার ছবি তোলার দক্ষতা আমকে প্রতিবার অবাক করে। ছবির আকার, সচ্ছতা, এবং আশেপাশের প্রকৃতির রঙের সাথে সামঞ্জস্য রেখে প্রতিবার আপনার ছবিগুলো আপনার পোস্টে বেশ খানিকটা সময় কাটাতে বাধ্য করে, ঠিক যেমন আজকে নিজেকে মন্তব্য করার হাত থেকে দূরে রাখতে অক্ষম হলাম। চালিয়ে যান এইভাবে সুন্দর কাজ উপহার দিয়ে যাবেন আমাদের এই আশা রাখি।

 last year 

হ্যা দিদি আমি চেষ্টা করে যাচ্ছি ৷ এই সব কিছুই আপনাদের থেকে শেখা ৷ আমি এই কমিউনিটিতে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি ৷ বিশেষ করে আপনাদের সহায়তা আমাকে আরো অনেক উৎসাহিত করেছে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷

 last year 

ফটোগ্রাফিগুলো অসাধারন ছিলো ভাই। দেখে যেনো চোখ জুড়িয়ে গেলো। আমরা আশা রাখবো প্রতিনিয়ত এমন সব ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরবেন।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61634.81
ETH 2971.21
USDT 1.00
SBD 2.49