"দাঁতরাঙা" ফুলের ফটোগ্রাফি
Hello everyone,,
চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে ৷ আর এই ফুলের গাছটির নাম হলো দাঁতরাঙা ফুল ৷
এই ফুলের গাছটি আমরা কিন্তু সচরাচর দেখে থাকি না ৷ তবে কোন কোন জায়গায় বা এলাকায় এই ফুলের গাছ গুলো ঠিকি দেখা যায় ৷ আর এই দাঁতরাঙা ফুলের গাছ গুলো সাধারনত এক ধরনের গুল্মজাতীয় গাছ ৷ আমাদের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষেরা বনতেজপাতা নামে পরিচিতি রয়েছে ৷ তারপর আমাদের বাংলাদেশে এই ফুলের গাছটি জংলি বা আগাছা নামে বেশি পরিচিত ৷
এই ফুলের গাছগুলো সাধারনত উঁচু বা পাহাড়ি এলাকায় জন্মে থাকে ৷ এই ফুলের গাছগুলো সাধারনত গ্রামের অধিকাংশ মানুষ খড়ি হিসেবে ব্যবহার করে থাকে ৷ কারন এই ফুলের গাছগুলো বেশ বড় হয়ে থাকে যার জন্য খড়ি হিসেবে এই গাছ গুলো গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশি পছন্দ করে থাকে ৷ কারন গ্রামে থাকা অধিকাংশ মানুষের খড়ির অভাব হয়ে থাকে ৷
আর এই দিক থেকে ভাবলে দেখা যায় এই ফুলের গাছগুলো দেখতে অনেক সুন্দর ৷ তারপর এই ফুলের গাছের পাতা গুলো দেখতে অনেকটা তেজপাতার মত ৷ এত সুন্দর ফুলের গাছ প্রাকৃতির মাঝে থাকা মানে প্রকৃতির রূপ সৌন্দর্য ধরে রাখা ৷ আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা সবই প্রকৃতির সৃষ্টি এবং প্রকৃতির সৌন্দর্য ৷
আর এই সব ফুলের গাছ গুলো সাধারন মানুষেরা দিন দিন নিধন করে ফেলতেছে শুধুমাত্র খড়ির জন্য ৷ তারপর এই ফুলের গাছ গুলো বেশিরভাগে বন জঙ্গলে জন্মে থাকে ৷ বর্তমানে সেই বন জঙ্গল গুলো এখন সব নিধন করে জমি তৈরি করতেছে ৷ আমাদের দেশে কিন্ত পর্যাপ্ত জমি রয়েছে তারপরও মানুষেরা বন জঙ্গল কেটে বা পরিষ্কার করে জমি তৈরি করতেছে কিছু চাষাবাদের জন্য ৷
এতে করে আমাদের প্রকৃতিতে থাকা সব ধরনের সৌন্দর্য প্রকৃতির মাঝে থেকে হারিয়ে যাচ্ছে ৷ আমাদের উচিত যে যেখানে থাকুক তাদের কে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ৷ কারন আমাদের এইসবই প্রাকৃতিক সৌন্দর্যের সমরাহো যেগুলো দেখে মানুষেরা মনোমুগ্ধকর হয়ে থাকে ৷
এই দাঁতরাঙা ফুলের গাছের কান্ডের রঙ লালচে হয়ে থাকে ৷ এসব গাছের কান্ড অনেক নরম হয়ে থাকে ৷ তারপর দেখা যায় প্রায় সারাবছর উজ্জ্বল বেগুনি রঙের ফুল দিয়ে গাছ ভরে থাকে ৷ আর এই ফুলের পাঁপড়ি সাধারনত পাঁচটি রয়েছে ৷ ফুল গুলো তেমন বড় না হলেও বেশ মাঝারি আকাড়ের হয়ে থাকে ৷
এই ফুলের গাছের ফলও রয়েছে আর ফলের রঙ দেখতে সবুজ রঙের মত ৷ আর এই ফুলের গাছের ফল পাকলে ফেটে যায় আর ভিতরের কালো শাঁস সেই ফাটা অংশ দিয়ে বেরিয়ে যায় ৷ আমাদের গ্রাম অঞ্চলের ছোট ছোট বাচ্চা গুলো এই ধরনের ফল দিয়ে খেলা করে থাকে ৷
দাঁতরাঙা ভেষজ গুন |
---|
দাঁতরাঙা একটি জংলি ফুল হলেও এই ফুলের রয়েছে বহুজাতিক ওষুধি গুন ৷ বিভিন্ন অঞ্চলে বা এলাকায় এই ফুলের গাছ আয়ুবের্দিয় চিকিৎসা হিসেবে ব্যবহার করে থাকে ৷ যেমন কোষ্ঠকাঠিন্যের জন্য এই ফুল গাছের পাতা অনেক উপকারে আসে ৷ তারপর মানবদেহের ক্যান্সার থেকে শুরু করে শরীরের নানা রোগের রোগ দমন করার ক্ষমতা রাখে ৷
তাছাড়াও এই দাঁতরাঙা গাছের পাতার রস আমাশয় এবং পেটব্যাথা ও বাত জ্বর কমাতে পারে খুব তারাতারি ৷ তারপর দাঁত ব্যাথা থেকে শুরু করে উচ্চরক্তচাপ আলসার এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দাঁতরাঙা ফুলের গাছ আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷
তারপর ডায়রিয়া চর্মরোগ এর জন্য এই দাঁতরাঙা গাছ মহাওষুধ নামে পরিচিতি জনা যায় গ্রাম অঞ্চলের মানুষদের কাছ থেকে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | ভিভো Y11 |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
দাঁতরাঙ্গা ফুলের নাম আমি এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখলাম এবং তার নামটি জানলাম। খুবই সুন্দর হয়েছে ভাই এই জংলি দাঁতরাঙ্গা ফুলের ফটোগ্রাফি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য .....
দাঁতরাঙ্গা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এই প্রথম আপনার পোস্ট টা পড়ে এই ফুল সম্পর্কে জানতে পারলাম । এই ফুল জঙ্গলে সাধারনত বেশি দেখা যায় । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।ভালো থাকবেন