।। জীবনে স্বপ্নবাজ হোন।।

in Incredible India9 months ago (edited)

Assalamu Alikum


আসা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আসা করি আপনারাও গুরুত্ব দিয়ে পড়বেন। তো চলুন শুরু করা যাক-

আমরা বাঙালিরা খুব এই কল্পনা প্রিয় জাতি। আমরা কল্পনা দেখতে ভালোবাসি, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আর আমারা যখন কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখি যখন কোনে কিছু স্বপ্ন দেখে করার চেষ্টা করি তখন আমাদের মনে কোথা থেকে যেন এক অদৃশ্য শক্তি আসে। তখন আমাদের কাজ বা কোনো কিছু পাওয়ার আসা আরো বৃদ্ধি পায় এবং তখন আমরা সফল হতে আরো ভালো করে কাজ করি আমাদের স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য।

আমি মনে করি কারো স্বপ্ন দেখা খারাপ কিছু না। আমাদের সকলের এই স্বপ্ন দেখা উচিত ভালো একটি সুন্দর ভবিষ্যৎ ঘটন করার জন্য। এক জন মানুষের মাঝে যখন বাস্তব সম্মত স্বপ্ন থাকবে না তখন সেই মানুষটা তার জীবনে অগ্রগতি করতে পারবে না। কারণ যার ভবিষ্যৎ এর কোনো লক্ষ এই থাকবে সে যে একটি অকার্যকর মুর্তি ছাড়া আর কিছু এই না, তা হয়তো আর নতুন করে বলা লাগবে না।


pexels-photo-3078831.jpeg

Source


একজন মানুষ যার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, এমন একজন মানুষ যে তার জীবন কিভাবে অতিবাহিত করবে সেটাই জানে না, যে শুধু অন্যের হাওয়ায় নিজের পাল ছেড়ে দিয়েছে সে সমাজের সবচেয়ে অহেতুক এক প্রাণী ছাড়া কিছু এই না। যার নিজের জীবন নিয়ে তার জাতির ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন নেই সে নিঃসন্দেহে একজন সমাজ এর ভণ্ড লোক বলে আমি মনে করি।

তবে এখানে একটু কথা আছে, স্বপ্ন দেখা ভালো এবং সেটা অবশ্যই সকলের মাঝে থাকা উচিত। তবে আমরা যেটা স্বপ্ন দেখবো সেটাও মাথায় রাখা উচিত যে স্বপ্ন হতে হবে অবশ্যই বাস্তবধর্মী এবং নিজের একটা সীমার মধ্যে। কারণ আমরা যদি এমন কিছু স্বপ্ন দেখতে থাকি যা আমাদের আদৌও করা সম্ভব না, তবে সেটা নিজের সাথে বোকামি করা ছাড়া আর কিছু এই হবে না। আমরা সকলেই স্বপ্ন দেখবো এবং অন্যদেরকে ও স্বপ্ন দেখাতে সাহায্য করবো। কিন্তু স্বপ্ন তো দেখলে এই আর হবে না, আমাদের সেই রকম চেষ্টা ও করতে হবে আমাদের সেই স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য। তবেই তো আমাদের স্বপ্ন দেখা স্বার্থকতা পাবে। যাই হোক আজকে সেই দিখে যাচ্ছি না।

আসলে আমি কিছুটা অবাক এই হই যখন আমি আমার ছোট ভাই, বোন, সমবয়সিসহ আরও অন্যরা যারা আছে তাদেরকে যখন তাদের জীবন এর স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তাদেরকে যখন জিজ্ঞেস করি তখন তারা হঠাৎ করে এই কেমন যেন কলা গাছ এর ন্যয় হয়ে যায়, তখন আমার কাছে মনে হয় তারা হয়তো এই গ্রহ এর এই না তাই ওরা পুরোই থ হয়ে যায়।


pexels-photo-5598296.jpeg

Source


আসলে এমনটা হবে না কেন, এটা হবে হয়ে আসছে সমনে ও হতে পারে। কারণ আমাদেরকে এই বিষয়ে কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তো দেওয়া হয় এই না বরং সামাজিকভাবে ও কাউকে এইটা সম্পর্কে কেউ সতর্ক করে বলে আমার মনে হয় না। জীবনের স্বপ্ন বলতে আমরা যে বইয়ে পড়ি "Aim in Life " এইটুকু এই শিখে থাকি। আর যখন ছোটদের জিজ্ঞেস করা হয় তোমার জীবনের লক্ষ কি বা তুমি বড় হয়ে কি হতে চাও তাহলে গরুর রচনা এর মতো সবাই এক বাক্যে বলে উঠে ডাক্তার ইন্জিনিয়ার হয়ে যাবে। যাই হোক এই দিকে ও আর না আগাই, নয়তো অনেক কথা এই বলা যাবে সামাজিক শিক্ষার এই লোপ হোল নিয়ে।

আমি অনেককেই দেখেছি তাদের সন্তাকে ছোট চিন্তা করার কথা বলতে শুনেছি। আমরা যদি নিজেরাই ছোটদের এসব মনোভাব থেকে দূরে রাখি তবে তারা তাদের জীবনে বড় হয়ে হতাশা আর ব্যর্থতা ছাড়া কিছুই পাবে না। পোস্ট লিখতে গিয়ে একটি গল্প মনে গিয়েছে সেটি হলো- একটি নৌকায় করে ড্রামের মধ্যে করে ব্যাঙ নিয়ে যাওয়া হচ্ছিল এক জায়গায়। সকল ড্রামের মুখ ঢাকনা দিয়ে লাগানো থাকলোও একটি ড্রামের মুখ খোলা ছিলো। নৌকার মাঝিকে সে বিষয়ে প্রশ্ন করা হলে, মাঝি উত্তরে বলে -" বাকি ড্রাম গুলোতে অন্য বিভিন্ন দেশের ব্যাঙ আছে। আর যেটির মুখ খোলা সেটিতে আছে বাংলাদেশের ব্যাঙ। " তার সাথে সে আরো বললো -" অন্য দেশের ব্যাঙ এর ঢাকনা খোলা থাকলে তারা লাফিয়ে নিচে নেমে যায় এক এক করে, কিন্তু বাংলাদেশের ড্রাম খোলা থাকলেও তেমনটা হয় না, কারণ সেখানে একটি ব্যাঙ লাফ দিলে বাকিরা ওর হাত পা চেপে ধরে যার ফলে আর কেউ উপরে আসে না। "
আর বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থাও এমন এই হয়েগিয়েছে। নিজে তো তার ভবিষ্যৎ নিয়ে ভালো পরিকল্পনা করবেইনা এবং অন্যদেরকেও করতে দিবে না।


pexels-photo-4397840.jpeg

Source


যাই হোক আজকে এই আর না। আজকে এই পর্যন্ত এই থাক। ভুল ত্রুটি ক্ষমাশূণ্য দৃষ্টিতে দেখবেন এবং কোথাও ভুল হলে অবশ্যই বলবেন এতে আমারও নতুন একটি শিক্ষা হবে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।


আল্লাহ হাফেজ


Sort:  
Loading...

স্বপ্ন দেখা খারাপ কিছু না এবং স্বপ্ন দেখা দোষেরও কিছু না, জীবনের সব মানুষেরই স্বপ্ন থাকে।
অনেক সময় আমাদের স্বপ্ন হয় গাড়ি করবো বাড়ি করবো আরো কত কি করব, আসলে স্বপ্ন দেখা খারাপ না স্বপ্ন দেখা দোষেরও কিছু না।
অনেক সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেয়ার জন্য ধন্যবাদ। আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।

 9 months ago 

Thank you so much for sharing your valuable comment brother. Take love from me. God bless you, take care of yourself.......

 9 months ago 

Thank you so much for sharing your valuable comment brother. Take love from me. God bless you, take care of yourself.......

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For October 2023 Curated by - @karianaporras

Note:

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

 9 months ago 

Thank you so much....

আসলে সত্যি কথা বলতে কি স্বপ্ন ছাড়া কোন মানুষ বাঁচতে পারে না আমি মনে করি। কল্পনা ও স্বপ্ন এই দু'টো আমাদের জীবন আরো সুন্দর করে তোলার অনুপ্রেরণা যোগায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 9 months ago 

Thank you so much for sharing your valuable comment brother. Take love from me. God bless you. Take Care of yourself......

 9 months ago 

খুবই চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন।। জীবনের লক্ষ্য সব সময় বড় করা উচিত।। আর স্বপ্নগুলো বাস্তবায়ন করার পেছনে ছুটতে হবে।। আপনি খুবই অনুপ্রনামূলক একটি পোস্ট করেছেন যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।।

 9 months ago 

Its my pleasure brother. Thank you so much for sharing your valuable comment brother. Take love from me. God bless you. Stay safe....

 9 months ago 

Thank you too, stay well always

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।যে স্বপ্ন দেখতে জানেনা সে তা পূরণ ও করতে পারেনা। তাই স্বপ্ন দেখা শিখতে হবে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি বিষয়টি। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 9 months ago 

It's my pleasure apu. Thank you so much for sharing your valuable comment. God bless you, take care of yourself.

 9 months ago 

আপনাকে ও ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়া জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ সফল হবেই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67364.26
ETH 3322.90
USDT 1.00
SBD 2.71