||সম্পর্ক যেটাই হোক বিশ্বস্ততা জরুরি||

in Incredible Indialast year (edited)

Assalamu Alaikum


আমি মুসফিকার মুন্না ইউশা। ইউজার আইডি নাম @yousha4। আসা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ্বস্ততা নিয়ে কিছু কথা। তো চলুন শুরু করা যাক।


pexels-magda-ehlers-4116517.jpg
সোর্স


বিশ্বাস! বিশ্বাস দিয়ে যেমন সব কিছু তৈরি করা যায় আবার বিশ্বাস দিয়ে সবকিছু ধ্বংসও হয়ে যায়। বিশ্বাস এমন একটি বিষয় যার দ্বারা আপনি কারো উপর আস্তা রেখে জীবনে অনেক দূরে যেতে পারেন আবার সেই বিশ্বাস নষ্টর ফলে মাটির সাথে মিলেও যেতে পারেন।

আমাদের জীবন চলার পথে প্রায় প্রতিটি ক্ষেত্রে কারো না কারো প্রতি বিশ্বাসের প্রয়োজন হয়। বিশ্বস্ততা ছাড়া আমি মনে করি কোনো সম্পর্ক এই টিকে থাকবে বলে মনে করি না। কোনো সম্পর্কে বিশ্বাস এর জায়গা যত মজবুত থাকবে সেই সম্পর্ক তত সুদীর্ঘ হবে।

ভালোবাসা, বন্ধুত্ত, পারিবারিক , বৈবাহিক বা আত্মীয় এর সম্পর্ক, আপনি যাই বলেন না কেন প্রতিটি সম্পর্ক ভালো থাকার জন্য প্রয়োজন বিশ্বাস। আপনি যদি কাওকে ভালোবাসেন মন থেকে, তার উপর আপনার পূর্ণ বিশ্বাস থাকা চাই, তার বেলাও আপনার ক্ষেত্রে একই রকম বিশ্বাস থাকা উচিত। অথবা, আপনাদের সম্পর্কের মাঝে যদি বিশ্বাস এই না থাকে তাহলে আমি মনে করি আপনাদের সম্পর্ক না থাকাটাই ভলো। আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন সে যদি আপনার বিশ্বস্ত এই না হয় তবে এতে আপনাদের এই বিপদ। তখন যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তবে সমাজের চোখে আপনিই অপমানিত হবেন।


pexels-efe-ersoy-16215176.jpg
সোর্স


আবার আপনার যদি পরিবারের প্রতি বিশ্বাস না থাকে তবে আপনার আর রাস্তার কুকুরের সাথে কোনো পার্থক্য নেই। কারণ যে ব্যক্তি তার নিজের পরিবারের প্রতি বিশ্বাস নাই সে পৃথিবীর কারও প্রতি বিশ্বাস করতে পারবে না। আপনার যদি পরিবারের প্রতি অবিশ্বাস থেকে তাকে তবে পরিবারের সাথে আপনার সম্পর্ক যেমন খারাপ হবে দিন দিন, তেমনি পরিবারের সদস্যদের সাথেও আপনার মনমালিন্য লেগেই থাকবে। আমরা ইতিহাস দেখলেও বলতে পারি মোঘল সম্রাজ্যে বাবার প্রতি ছেলের অবিশ্বাসের ফলে প্রায় প্রতি শাসকের আলেই ছেলের দ্বারা বিদ্রোহের সুচনা হয়েছে। আবার অন্য দিকে পরিবারের প্রতি অবিশ্বাস এর ফলে পরিবারে নিজেকে খুবই তুচ্ছ বলেও মনে হয়।

বিশ্বস্ততার আরেকটি বড় জায়গা হচ্ছে বন্ধু বান্ধব এর প্রতি। আপনার আসে পাসে এমন অনেক ঘটনা আছে যেখানে একটু ভুল বুঝাবুঝিতেই বন্ধুদের সম্পর্ক একেবারে বিলিন হয়ে গেছে। তবে আমাদের এটাও শিকার করতে হবে যে আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা এই বন্ধুরাই করে। আপনি যাকে বিশ্বাস করে আপনার দুর্বলতা বলবেন সুযোগ বুঝে সেই আপনার দুর্বলতার ফায়দা নিয়ে আপনাকে নিঃস্ব করে দিবে। আমরা এখন আমাদের বাবা বা দাদার আমলের তাদের বন্ধুত্ব দেখে অবাক হই। আসলে তাদের বন্ধুত্ব এমন অটুট থাকবেই না কেন। আগের যুগে আমাদের মত বিশ্বাসঘাতকতা ছিলো না, তারা সবাই একে অপরের তরে কাজ করতো। এর একটি প্রধান কারন হচ্ছে তাদের এক জনের প্রতি আরেকজনের অধীর বিশ্বাস। এখন যুগে বিশ্বস্ত বন্ধু পাওয়া সোনার হরিণের মতো। যাদের এরকম বিশ্বাস্ত বন্ধু আছে তারা সত্যিই খুব ভাগ্যবান।


pexels-lil-artsy-5541019.jpg
সোর্স


বিশ্বাস এমন একটি বিষয় যা আমাদের প্রতিটি ক্ষেত্রেই থাকা খুব জরুরি। আর বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের বৈবাহিক জীবনে। আমি যদি ভুল না হয়ে থাকি আপনারাও আমার সাথে একমত হবেন যে এখনকার যারা তরুন সমাজ আছে বা যারা এখন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তাদের প্রায় অধিকাংশ বিবাহ জীবন এই সুখকর হয় না। আবার অনেকক্ষেত্রে তালাকের মতো ব্যপার ও হয়ে থাকে। আসলে এগুলো হওয়ার কারণ কি, তারা নিজে নিজেদের মধ্যে এই এমন কি হয়ে যায় যে তারা তালাক পর্যন্ত চলে যায়? আসলে এর মূলেই আছে বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই বৈবাহিক জীবনে এই। তাই আমি মনে করি বিশ্বাসের প্রয়োজন অধিক জরুরি এই ক্ষেত্রেই। আপনাদের মাঝে যতো বেশি বিশ্বাস থাকবে আপনাদের সম্পর্কে ফাটল আসা ততই দুর্লভ হবে।

আমাদের জীবনের প্রতিটি পথেই যেমন বিশ্বাস আর বিশ্বস্ত লোকের প্রয়োজন হয়। আমরা যেমন কারো প্রতি বিশ্বাস করে তাদেরকে নিজের একটি অংশ করে থাকি। তেমনি আপনি যদি অযোগ্য ব্যাক্তিকে বিশ্বাস করেন আপনি তার দ্বারা ধোঁকা খাবেন এটাই স্বাভাবিক। সে আপনাকে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব। সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এটাই তার ধর্ম।


pexels-larissa-farber-7954091.jpg
সোর্স


তাই আমাদের উচিত, যেহেতু আমাদের জীবনে বিশ্বস্ত মানুষ প্রয়োজন তাদের দ্বারাই আমরা আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করি, সেহেতু আমাদের জীবনে সেই ব্যাক্তিদেরকেই নির্বাচন করা উচিত যাদের আমরা বিশ্বাস করতে পারবো। কারণ আমরা যদি বিশ্বস্ত লোকদের উপর বিশ্বাস না রাখতে পারি বা সেই ব্যাক্তিটি যদি বিশ্বাসের পাত্র না হয় তবে তা নিজেরই ক্ষতি। তাই জীবনে বন্ধু, আত্মীয়, বা ভালোবাসা যাকেই জায়গা দেন না কেন তাকে আগে যাচাই করে নিন সে বিশ্বাস এর পাত্র কি না, আপনি তার উপর বিশ্বাস করতে পারবেন কি না।

যাই হোক অনেক আলোচনা করলাম। আরো আলোচনা করা যাবে। তবে আজ আর না। আসা করি আপনাদের আমার এই পোস্টটি ভালো লেগেছে। আবার আসবো আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।

এতক্ষণ আমার এই পোস্টটি মনযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।



Assalamu Alikum





Achievement - 1



Thank you so much for visit my post


Sort:  
Loading...
 last year 

একটা পরিবার হোক,, একটা ভালোবাসার সম্পর্ক হোক কিংবা সেটা বন্ধুত্বই হোক না কেন। বিশ্বাস থাকাটা অনেক বেশি প্রয়োজন। একবার যদি কোন একটা জায়গায় বিশ্বাস ভেঙ্গে যায়। তাহলে সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরা সৃষ্টি হয়।

বর্তমান সময়ে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া খুবই দুঃসাধ্যকর ব্যাপার। আমি যাকে বিশ্বাস করেছিলাম ঠকে গিয়েছে। অনেকবার একবার নয়,, বারবার ঠকতে ঠকতে নিজের কাছে অনেক বেশি অপরাধী নিজেকেই মনে হচ্ছে। নিজের চোখে ছোট হয়ে গেছি।

বিশ্বাস জিনিসটা আমাদের জীবনের জন্য সবচাইতে বেশি মূল্যবান। আমরা যদি আমাদের সম্পর্কের জন্য বিশ্বাসটা বরাদ্দ রাখতে পারি। তাহলে হয়তোবা আমাদের সম্পর্কটা টিকে থাকে আজীবন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সম্পর্কের জন্য আমরা যদি বিশ্বাসকে আলাদাভাবে বরাদ্দ করে রাখতে পারতাম তবে সম্পর্ক আরো সুদীর্ঘ, মজবুত এবং সুন্দর হতো।
আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি পড়ে একটি সুন্দর মতামত দেওয়ার জন্য।

 last year 

বিশ্বস্ততা এমন এক গুণের নাম যা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। আমাদের সমাজে খুব কম মানুষ পাওয়া যায় যাদের বিশ্বাস করা যায়। তবে যদি জীবনে আমরা কিছু বিশ্বস্ত মানুষ পেয়ে যাই তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে ওঠবে। আপনি পোস্টে পরিবার ও বন্ধুদের কথা উল্লেখ করেছেন। আসলে মা-বাবা বিশ্বাসের অন্যতম স্হান দখল করে আছে। তাদেরকে অবশ্যই বিশ্বাস করা উচিত। যদি জীবনে এমন বন্ধু আমরা পেয়ে যাই যাদের বিশ্বাস করা যায় তাহলে আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন

 last year 

পৃথিবীতে যত সম্পর্ক হয়, সব সম্পর্ক বিশ্বাসের উপরে হয়। আবার যে সম্পর্ক গুলো ভেঙ্গে যায় সব বিশ্বাসের কারণে ভেঙ্গে যায়।

বিশ্বাস না থাকলে কোন বন্ধুত্বই টিকে থাকবে না বা ভালোবাসা। বিশ্বাস এমন একটি জিনিস যেটা একবার ভেঙ্গে গেলে আর কখনো জোড়া লাগে না ।তাই বিশ্বাস কাউকে করলে করার মতো করতে হবে, তাহলে বিশ্বাসের মর্যাদা রাখা যাবে।

বিশ্বাস নিয়ে এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64172.98
ETH 2764.03
USDT 1.00
SBD 2.66