।। হাত পাখার ইতিহাস।।

in Incredible India10 months ago

Assalamu Alikum


আাসা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো হাত পাখার ইতিহাস নিয়ে। আমি আসাকরি আপনাদের তা ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক।

হাত পাখা চিনে নাএমন কোনো বাঙালি বা এমন কোনো মানুষ আজো পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। ছোটদের খেলা থেকে বড়দের বাতাস খাওয়া পর্যন্ত সকল জায়গায় এই আছে এই হাত পাখা। আমরা যারা গ্রামে বসবাস করে থাকি তারা এখনো এই হাত পাখার সাথে জড়িত আছি। তবে শহরেও এখনো অনেক বাসায় দেখা মিলে এই হাত পাখার।


pexels-photo-13417791.jpeg

Source


একটা সময় ছিলো যখন দেশে ছিলো অমেক লোডশেডিং। গরমকালে কিছু সময় পর পর এই যখন বিদ্যুৎ চলে যেত তখন এই হাত পাখা নিয়ে শুরু করে দেওয়া হতো ছুটোছুটি। বৈদ্যুতিক পাখার তুলনায় হাত পাখার বাতাস অনেকটা ঠান্ডা এবং অনেকটা আরাম এর ও বটে। আগের কালের মানুষেরা বৈদ্যুতিক পাখদর সাথে পরিচিত হলেও যখন তাদের বৈদ্যুতিক পাখায় নিজের আক্ষেপ না মেটে তখন ঠিকই বসে পড়ে হাত পাখা নিয়ে। হাত পাখা অবশ্য শরীরকে খুব দ্রুত ঠান্ডা ও করে বৈদ্যুতিক পাখার পরিবর্তে।

একটা সময় ছিলো যখন মানুষ পাখা বলতে হাত পাখা এবং রুমের উপরের দিকে কাপড় দিয়ে তৈরি পাখাকেই বুঝতো যা রুমের বাহিরে একজন সেই পাখা দড়ি দিয়ে টেনে চালাতেন। কিন্তু সময় এর সাথে সাথে এখন পরিবর্তন হয়েছে এটির ও। প্রথমে ছিলো হাত পাখা, এর একটু উন্নতি করে এসেছে রুমের ভিতরের তৈরি পাখা যা পাখাওয়ালারা চালাতেন, এরো উন্নতি হয়ে এসেছে বৈদ্যুতিক পাখা, এসেছে এয়ারকুলার এসেছে এসি।

কিন্তু সময়ের সাথেই মিলিয়ে যাচ্ছে হাত পাখা যা এক দিন হারিয়ে যাবে এই পৃথিবী থেকে। কিন্তু আজকে আমরা সেই হাত পাখার ইতিহাস নিয়ে এই আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে।

হাত পাখা কে বা কারা অথবা কোন সভ্যতা থেকে তৈরি হয়েছে এর কোনো সঠিক সময়কাল এখনো পাওয়া যায় না। তবে এখন থেকে আরো প্রায় ৩ হাজার বছর আগে গ্রিক-রোমান সভ্যতা থেকে এর ব্যপক প্রচলন শুরু হয়। তবে একটা সময় চীন এবং জাপান এর হাত পাখা ছিলো বিশ্ব বিখ্যাত। তাদের তৈরি এইহাত পাখা যেতো বিশ্বের নানা প্রান্তে। ইউরোপীয় বনিকেরা সেখান থেকে হাত পাখা নিয়ে ব্যবসা করতো তাদের অঞ্চলে।


pexels-photo-6900806.jpeg

Source


তখন সেই হাতপাখা গুলো তৈরি হতো নানা রকম এর। মণিমুক্তো, সোনারুপো, হাতির দাঁত, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক ঘটনা, ধর্মীয় কাহিনি, ফুল, ফল, পাখি, নানা নিয়মাবলী আঁকা থাকত পাখা গুলোতে। ঠিক তেমনি শুরু দিকে পাখা গুলো হতো এক ভাঁজের। কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তন ঘটে এবং পাখাগুলো তৈরি হতে থাকে ভাঁজে ভাঁজে। পাখার এই রমরমা পরিস্থিতি দেখে আঠারো শতাব্দীতে হাত দেয় ইউরোপীয় বনিকেরা ও। তবে চীন এবং জাপান এর পাখা গুলো ঠিকই চলছিলো ব্যপকভাবে।

বিশ্ব দরবারে যেমন একটা সময় চলছিল হাত পাখার খেলা আর সেই হাত পাখার খেলায় ও কোনোভাবে পিছিয়ে ছিলো না আমাদের এই বাংলা। সেই রাজা থেকে বাদশাহ, জমিদার থেকে ব্যবসায়ি সকলের কাছেই ছিলো এই হাত পাখা। তবে ব্যক্তি হিসেবে ভিন্নতা দেখা যেতো এই হাত পাখায়। বাংলায় হাত পাখার ব্যবহার যেমন সেই প্রাচীন সময় থেকে ছিলো, তেমনি তৈরিও হতো আমাদের এই বাংলার বাহারি রকমের।

বাংলায় যে সকল হাতের পাখা এখনো দেখতে পাওয়া যায় সেগুলো হলো-

১. তালপাতার পাখা।

২. নকশী পাখা।

৩. কাগজের পাখা।

৪. ঘোরানো পাখা।

৫. কাপড়ের পাখা।

৬. প্লাস্টিকের পাখা।

৭. ভাঁজ পাখা।


pexels-photo-7966573.jpeg

Source


তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই। কেমন হয়েছে আমার পোস্টটি অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আজকে আর না। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।


আল্লাহ হাফেজ


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png


Sort:  
 10 months ago 

আপনার পোস্ট পড়ার মাধ্যমে হাতপাখার ইতিহাস জানতে পারলাম। অনেক গুলো হাতপাখার নাম ও জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর টপিক নিয়ে লেখার জন্যে।

 10 months ago 

Thank you so much for sharing your valuable comment brother. God bless you. Take care of yourself.

Loading...
 10 months ago 

ভাই আমি আজকে নতুন একটি ইতিহাস পড়ার সুযোগ পেলাম । আমাদের গ্রামে এখনো পর্যন্ত হাতপাখার ব্যবহার হয়েছে বিশেষ করে গরম কালে যখন কারেন্ট চলে যায় হাতপাখা বাতাসে প্রাণ জুড়িয়ে আসে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি ইতিহাস আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 10 months ago 

Thank you so much for sharing your valuable comment brother. It's my pleasure. Take love from me. God bless you. Take care of yourself.

 10 months ago 

Most welcome brother .

 10 months ago 

খুব সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। হাতপাখা এখনো ব্যবহার করি কারন আমাদের লোডশেডিং নিত্যদিনের সঙ্গী। এখনও গ্রামের মানুষ এই হাতপাখা বুনতে দেখা যায়।

 10 months ago 

Thank you so much for sharing your valuable comment brother. Take love from me. God bless you, take care of yourself.

 10 months ago 

হাত পাখা আগের যুগের মানুষেরা খুবই ব্যবহার করতো ৷ কারন তখন বৈদ্যুতিক পাখা ছিল না সেই হাত পাখা গুলো দিয়েই শরীরকে ঠান্ডা করা হতো ৷ সেই হাত পাখার ইতিহাস সম্পর্কে জানতে পারলাম খুবই ভালো লাগলো আপনার লেখা গুলো ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

Its my pleasure brother. Thank you so much for sharing your valuable comment. God bless you. Take care of yourself

 10 months ago 

বাহ! হাত পাখার ও এত কিছু ! এত ইতিহাস এত ঐতিহ্য,আসলে ধারণা ছিল না ।আমাদের দেশে তো তালপাতার, বাঁশের আর কাপড়ের তৈরি পাখায় প্রচলিত ছিল সবচেয়ে বেশি। তবে বর্তমানে প্লাস্টিকের পাখা যেন খুব দাপটের সাথে চলছে। যাই হোক আপনি যে তথ্যবহুল লেখাটা লিখেছেন পড়ে খুবই ভালো লাগলো ।ভালো থাকবেন।

 10 months ago 

আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।

 10 months ago 

Welcome 🤗

 10 months ago 

হাত পাখায় যে নানান রকমের ছবি ও নিয়মাবলী লিখা থাকতো তা আজকে প্রথম জানলাম।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে হাত পাখার ইতিহাস আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভালো থাকবেন, আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

 10 months ago 

Thank you so much for sharing your valuable comment. God bless you, take care of yourself.

 10 months ago 

Welcome.

 10 months ago 

হাতপাখা সম্পর্কে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক বিষয়ই অজানা ছিল যা আজ জানা হলো আপনার পোস্ট পড়ে৷আবারো ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

It's my pleasure brother. I am really glad to know that. Take love from me. God bless you. Take care of yourself.

খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পোস্ট পড়ে হাতপাখার ইতিহাস জানতে পারলাম। এভাবে কখনো জানতে চাওয়া হতোই না যদি পোষ্টটি না পড়তাম।

 10 months ago 

You are most welcome brother. I am really glad to know that . Thank you so much for sharing your valuable comment. God bless you. Take care of yourself.

 10 months ago 

বর্তমানে আধুনিক যুগ হয় এই হাত পাখার কোন অস্তিত্ব নেই বললেই চলে।। আগে আমি দেখতাম প্রতিটি বাড়িতেই হাতপাখা ছিল বর্তমান সময়ে এই হাত পাখা খুঁজে পাওয়া যায় না বললেই চলে।।

আপনি আজকে হাত পাখা সম্পর্কে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং এর ইতিহাস তুলে ধরেছেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে।।

 10 months ago 

You are most welcome. And thank you so much for sharing your valuable comment brother. God bless you , take care of yourself.

 10 months ago 

Thank you and wish you always be well.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39