।।সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত।।

in Incredible Indialast year (edited)

Assalamu Alaikum



আমরা ছোট বেলা থেকেই পড়ে আসছি, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় এমন একটি বিষয় সে তার নিজের পথে সবসময় চলতে থাকে। আমরা যদি সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, আনরা যদি সময়ে সঠিক মূল্য না দিতে পারি তাবে তার জন্য করুণ পরিণতি আমাদেরকে এই বরণ করে নিতে হয়।

clock-1274699.jpg
সোর্স



কেমন আছেন? আমি @yousha আছি আপনাদের সাথে। আজকে সময়ের মূল্য সম্পর্কে আলোচনা করবো আপনাদের সাথে। আমি আসা রাখি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন।

যেমনটা একটু আগে বলেছি সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনি যদি সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন এতে করে আপনি সময়কে দোষ দিতে পারবেন না, দোষটা আসলে আপনারই। সময়টাযে চলমান এটা এক প্রকার প্রাকৃতিক বিষয়। আপনি চাইলেও তার পরিবর্তন ঘটাতে পারবেন না। সময়ের মূল্য অনেক, এইযদি আপনি মনে করুন সারা বছর কিছু পড়াশোনা করলেন না আর হুট করেই আপনি পরিক্ষার আগের দিন পড়ে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবেন না। তাই আপনার উচিত পরিক্ষার আগের দিন না, যখন আপনার পড়ার উপর কোনো চাপ থাকে না, আপনি যখন খুব আরামে এদিক ওদিক ঘিরে বেড়াচ্ছেন তখন আপনার তার মধ্য দিয়ে অল্প অল্প করে আপনার পড়া শেষ করা। তবেই আসা রাখা যায় আপনি পরিক্ষার আগের রাতে এতো পেরেশান হবেন না এবং পরিক্ষায় ও আশানুরূপ ফল পাবেন।



hourglass-620397.jpg
সোর্স



আমাদের জীবনে সময়ের কতো নিবিড় সম্পর্ক আছে তা আমরা বুঝতেও পারি না আর আমরা তা বুঝার চেষ্টাও করি না। দেখুন আমাদের জীবনে সময়টা অনেকটা আয়নার মতো। আমরা যদি সময় কে মূল্য না দেই, সময়কে অযথা নষ্ট করি তবে, সময়ও তার সঠিক মূল্য আমাদেরকে বুঝিয়ে দেয়। সময়কে অযথা নষ্ট করলেও সময় ঠিকই আপনাকে আপনার সেই প্রাপ্য ফিরিয়ে দেয়। ঠিক তেমন এই আমাদের সাথে যখন খারাপ কিছু হয় বা কেউ যদি আমাদের সাথে খারাপ কিছু করে তবে আমরা কি করি? আমরা তখন সব সময় সঠিক সময়ের অপেক্ষা করি তার করা কাজের উত্তর দেওয়ার জন্য অথবা আমরা আসায় থাকি ভবিষ্যতে তার সাথে কি হবে সেটা দেখার জন্য এবং প্রাকৃতিক ভাবেই তার কর্মফল সে পেয়ে যায়। এখানে মূল বিষয় হচ্ছে সঠিক সময়। ঠিক তেমন এই কেউ আপনার ক্ষতি করে চলে যাবে তাই বলে যে বেঁচে যাবে ব্যপারটা এমন না সঠিক সময় এলে সে ও তার নিজের কর্মফল পাবে। আর এটাই প্রকৃতির নিয়ম।



clock-3179167.jpg
সোর্স



ঠিক তেমনি আপনি যদি সময় কে মূল্য না দেন আপনি যদি সময়ের সাথে তাল মিলিয়ে না চলেন তবে আপনার করুণ পরিণতি আপনাকেই বরণ করে নিতে হবে। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পাই নকিয়া কোম্পানির ফলডাউন। তারা এক সময় পুরো পৃথিবীতে তাদের সফল ব্যবসা পরিচালনা করেছে। কিন্তু তারা সঠিক সময়ের সাথে তাদের পা না বাড়ানোতে তারা আজ এই পরিস্থিতিতে আছে। আমি একটি বিষয় দেখে খুবই হতাস হয়েছি, যেই আমরা ছোট বেলার একমাত্র মোবাইল ছিলো গেম খেলার জন্য, কথা বলার জন্য নকিয়া, আর এখন এর যুগের বাচ্চারা নকিয়া মোবাইল কি সেটাই জানে না। শুধু নকিয়া কোম্পানির উদাহরণ এই যথেষ্ট না, আপনি আপনার আসে পাশে এমন অনেক ব্যাক্তি খোজে পাবেন এমন অনেক ব্যবসায়িক খুজে পাবেন যারা সময় থাকতে সমেয় মূল্য না দেওয়ায় তারা আজ অধঃপতনের সর্বোচ্চ চোরাই আছে।



steampunk-1636156_1280.png
সোর্স



আসলে আমার এই লেখার একটি কারণ হচ্ছে - আমরা কম বেশি সকলই হেলায় হেলায় আমাদের খুব মূল্যবান সময় নষ্ট করে ফেলি। আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা একটু একটু করে আমরা আমাদের ভবিষ্যৎ এ আঘাত হানছি। আমরা সকলই সময়ের মূল্যবোধ সম্পর্কে ঠিকই কথা বলি কিন্তু প্রকৃত অর্থে আমরা সকলই কম বেশি সময় অপচয় করি, আমিও করি। তাই আমাদের উচিত সময়কে সঠিক মূল্য দেওয়া, সময়ের কাজ সময়ে করে ফেলা এবং সময় এর সাথে সর্বদা চলা।

আসলে আমাদের জীবনের সময় ওতপ্রোতভাবে জড়িত। আর এর থেকে আমাদেরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং হয়েছে। তাই এই বিষয়ে লিখতে গেলে অনেক লেখা লেখা যাবে, কিন্তু আজ আর না। আসা করি আপনাদের আমার লিখা গুলো ভালো লেগেছে।

এতক্ষণ মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আপনাদের সাথে নতুন কিছু বিষয় শেয়ার করতে। ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।



Achievement-1



Thank You so much for visit my post



Sort:  
 last year 

আসলে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।এটি তার আপন গতিতে বহমান।এজন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া আমাদের সকলেরই উচিত। আপনার লেখার মাধ্যমে আপনি আমাদের এই কথাটি আবারও স্মরণ করিয়ে দিলেন।সময়ের মূল্য যদি আমরা না দেই তবে একসময় সময় আমাদের প্রতি তার বিরূপ প্রতিক্রিয়া দেখাবে।

অনেক সুন্দর ভাবে আপনার লেখাটা আপনি লিখেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 last year 

আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, সময়ে এক ফর অসময়ে দশ ফর! অর্থাৎ সময়ের কাজ যদি সময়ে না করেন তাহলে অসময়ে সে কাজ করে কখনো সফলতা পাবেন না।

তাই আমাদের প্রত্যেক মানুষের সময়ের মূল্য দিতে হবে! সময়ের মূল্য না দিতে পারলে আমরা জীবনে কখনো ভালো কিছু করতে পারবো না। সময় এমন একটা জিনিস একবার চলে গেলে আর ফিরে আসে না।

ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

আপনি একদম ঠিক কথা বলেছেন, তাই আমাদের উচিত সময়ের কাজ সময়েই করে ফেলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়ে একটি সুন্দর মতামত দেওয়ার জন্য।

 last year 

সময় আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি পাঠ। সময় আর নদীর স্রোত নিজ গতিতে চলে কারো জন্য অপেক্ষা করে না তাই আমাদের সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে তা না হলে আমরা স্রোতের মত ভেসে যাব অনেক দূরে। আর আমরা যদি সময়ের মূল্য যদি না পারি তাহলে একসময়, সময় আমাদের প্রতি তার বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। ভাই সময়ের মূল্য সম্পর্কে আপনি অনেক সুন্দর আর্টিকেল লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাই।

Loading...
 last year 

সময় থাকতে সময়ের মুল্য দেওয়া এটা আমাদের সবার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলা যায় ৷ আমাদের সমাজের থাকা অনেক মানুষজনের কাছ থেকে বুঝতে পারি তারা সময় অতিবাহিত করে যে ভূল করেছে তারা এখন সেই সময়ের মুল্য বুঝতে পারছে ৷ আমরা এই ভূল করার আগে সময়ের সময়ে করা উচিত তাহলে আমরা ঠিক সময়ে অনেক ভালো কিছু করার আশা রাখতে পারি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

Thank you for reading my post and a nice comment.

 last year 

আমাদের জীবনের সময়টা কতটা মূল্যবান,,, সেটা হয়তোবা যখন সময় হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি। আমরা আমাদের জীবনের সময়টাকে সঠিক কাজে লাগাই না। বিভিন্ন ধরনের প্লাটফর্মে ঘুরে ঘুরে বিভিন্ন ভিডিও দেখে,,, সময় পার করে দেয়,,, আর ঘরে বসে বসে চিন্তা করি,,,,, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।

সময়ের কাজ যদি সময় সম্পন্ন করা না হয়। তাহলে কি সবকিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। আমার কাছে এটা মনে হয় কল্পনা ছাড়া আর কিছুই না।অবশ্যই সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। সঠিকভাবে কাজ করতে হবে,,,, তাহলেই হয়তোবা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

Thank you so much you too. You are right , we should finish our work in time .
Thank you so much for your expensive comment. God bless you too.

 last year 

সময় আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে যদি কোন কাজ আমরা করতে না পারি তাহলে আমাদের জন্য সেটা আপসোসের কারণ হয়ে দাঁড়ায়। আমিও একমত সময়ের সাথে তাল মিলাতে না পারলে দোষ আসলে নিজেরই হবে। সময় নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

 last year 

Thank you so much for your expensive comment. God bless you.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58085.08
ETH 2337.41
USDT 1.00
SBD 2.37