।।ধৈর্যের ফল মিষ্টি হয়।।

in Incredible India11 months ago

Hello Friends


আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি সবুরে মেওয়া ফলে। অর্থ্যাৎ আমরা যদি কোনো বিষয়ে ধৈর্য রাখি, তবে এক পর্যায়ে অবশ্যই এর ভালো এবং উত্তম ফল পাওয়া সম্ভব।

আসসালামু আলাইকুম। আমি @yousha4 আছি আপনাদের সাথে, এবং আজকে আমি কথা বলবো কোনো কাজে ধৈর্য রাখলেই আপনার সেই কাজের ফল পাবেন মিষ্টি। তোচলুন কথা না বাড়িয়ে শিরু করা যাক।

আমি মনে করি আপনার যদি কোনো কাজে ধৈর্য এর অভাব থাকে, অর্থাৎ সব কাজেই আপনি চান আপনার ধরা সময়ের মধ্যে শেষ করে ফেলতে এবং যদি তা না পারেন তাতে আপনার উপর মানসিক প্রভাব পরে, তাহলে ধরে এই নিতে পারেন আপনার মধ্যে কিছু সমস্যা আছে যা আপনাকে ধৈর্য ধারন এর পথে বাধা হয়ে দাড়িয়েছে।


man-311326_1280.webp

Source


আমরা অনেকেই আছি যারা যখন কোনো নতুন কাজের সূচনা করি তখন অতি যলদি বা দ্রুত এর ফল ভোগ করতে চাই। কিন্তু আমরা একটা বারও এটা চিন্তা করি না বা এই মনমানসিকতা টা রাখি না যে ধৈর্য ধরে চেষ্টা করে দেখি কি হয়।

আমরা সকলেই যে ধৈর্য হারা মানুষ আমি সেটঅ বলছি না। আমাদের মাঝে আমরা অনেকেইআছি যারা অতি সহজে হাল ছাড়ি না। আমরা অনেকেই আছি যারা কঠিন বিপদে বা কঠিন কাজে অথবা কঠিন সময়ে ধৈর্যের পরিক্ষা দিয়ে খুব ভালো ফলনিয়ে উত্তির্ন হয়েছি।

আমাদের সমাজে কেউ এই একজন ধৈর্যহীনকে কখনো মনে রাখে না, কেউ তাকে নিয়ে ভালো কথা বলে না, সকলেই তাকে নিয়ে হাসি-তামাশা করে তাকে নিয়ে বাজে কথা বলে। কিন্তু অপর দিকে একজন ধৈর্যশীল ব্যক্তিকে সবাই সব সময় এই ভালো দৃষ্টিতে। একজন ধৈর্যশীল ব্যক্তির প্রশংসা তার সামনে এবং তার পিছনে সবসময় এই করা হয়। একজন ধৈর্যশীল ব্যক্তি সবসময় এই অন্যের আদর্শের ব্যক্তি হতে পারে। সে হতে পারে অন্য কারো এর জন রুল মডেল।

একজন ধৈর্যশীল ব্যক্তি শুধু তার কাজের প্রতি ধৈর্য রেখেই হয় না। একজন ধৈর্যশীল ব্যক্তি সর্বদাই তার কাজের প্রতি গভীর মনযোগ, তার কাজকে অধিক সময় দেওয়া, কাজের প্রতি প্রখর অধ্যাবসায় এবং তার সৃষ্টার প্রতি অধিক বিশ্বাস আর সেই কাজের সঠিক ফলাফল আসার আগ পর্যন্ত তার চেষ্টা চালিয়ে যায়, এর আগে সে তার কাজের কাছে হার মানে না।


man-5987447_1280.webp

Source


আমরা সব সময় এই বই পুস্তকে বা অনেক ভিডিওতে দেখেছি এবং শুনেছি যে, অনেক মানুষ তার ধৈর্যকে কাজে লাগিয়ে অসাধ্যকে সাধন করেছে। তারা এখন সমাজের গুণি ব্যাক্তিতে পরিনত হয়েছে। তাছাড়া ও আমরা যারা- ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, স্টিভ জবস্, বিল গেইটসকে ছিনি বা তাদের সম্পর্কে কিছুটা ধারনা রাখি তারা সকলেই জানি যে আজ তারা এখন যে বিশ্ব দরবারে সম্যানের পাত্র হয়ে আছেন কিন্তু তাদের শুরুটা এত সহজ ছিলো না। আমার দেখা মতে আমি এমন একজন কোনো বিজ্ঞানীকে দেখি নাই যে তারা তাদের কোনো আবিষ্কার এর প্রতি ধৈর্য হারা হয়েছেন। প্রত্যেক বিজ্ঞানি এই তার আবিষ্কার এর প্রতি ধৈর্য রেখে সময় ব্যয় করে এই তা আবিষ্কার করেছেন।

তাই আমাদের উচিত কোন কিছুতে ধৈর্য না হারিয়ে এর শেষ পর্যন্ত কাজ করে যাওয়া। আমরা আমাদের চলার পথে বিভিন্ন সমস্যা বাধা এর সম্মুখীন হবো এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের উচিত সেই সম্য ধৈর্য ধারন করে চেষ্টা করতে থাকা।


martin-luther-king-155551_1280.webp

Source


তো বন্ধুরা এই ছিলো আজকে আমার ধৈর্য ধারন সম্পর্কে কিছু কথা। আমি আসা করি আপনাদের তা ভালো লেগেছে। এত সময় আপনাদের মূল্যবন সময় নষ্ট করে আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে আর না। আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো বিষয় এর উপর পোস্ট নিয়ে। ততদিন ভালোথাকুন সুস্থ থাকুন।


Assalamu Alikum


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ধৈর্য একটি মহৎ গুন। আমাদের যার মাঝে ধৈর্য রয়েছে তার মাঝেই লুকিয়ে আছে সফলতা। আমাদের প্রতিটা কাজে ধৈর্য ধরা উচিত তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।।

আপনি ধৈর্য নিয়ে আরো অনেক কিছু আলোচনা করেছেন।। সেখান থেকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি খুবই ভালো লেগেছে।

 11 months ago 

ধন্যবাদ ভাই, আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 11 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই ভালো থাকবেন।। আর নিত্য নতুন বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট করবেন।।

 11 months ago 

কোন কাজে সফলকাম হতে হলে প্রথমেই যেই হাতিয়ার টি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য্য। যার যত বেশি ধৈর্য্য সফলতার হার তার তত বেশি ।ধৈর্যশীল ব্যক্তি সফলকাম হতে পারে ।ধৈর্যের সাথে মোকাবেলা করার শক্তি যার যত বেশি সেই টিকে থাকার সম্ভাবনা জীবন সংগ্রামের বেশি। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

Thank you so much for your expensive comment.

 11 months ago 

Welcome my dear friend.

 11 months ago 

একজন মানুষ তার জীবনে হোক বা কোন কাজের ক্ষেত্রে। যখন সে মানুষটার ধৈর্য ধারণ করে। তখন কিন্তু সে ধৈর্যের ফল,, অনেক বেশি ভোগ করতে পারে।

ধৈর্য অধ্যাবস্যা এবং সততা নিয়ে যখন কাজ করা হয়। তখন সেখানে সফলতাটা একটু দেরিতে হলেও অনেক ভালোভাবেই আসে। আজকে আপনার পোস্ট আপনি খুব সুন্দর ভাবেই উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা টপিক আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 11 months ago 

You are right apu . And thank you so much for sharing your comment with me .

Loading...
 11 months ago 

ধৈর্য হলো একটি মুহূর্ত গুন,,,,যার ধৈর্য আছে সে সব কাজে সফলতা হতে পারে।আমাদের প্রতিটা কাজে ধৈর্য রাখা উচিত তাহলে আমরা সব সময় ভালো লক্ষ্যে পৌঁছাতে পারবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,আপনি ধৈর্য সম্পর্কে আরো অনেক কিছু আলোচনা করেছেন।যেখানে আমি অনেক কিছু আপনার পোস্টটি পরে বুঝতে পেরেছি। ধন্যবাদ

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57459.91
ETH 2436.61
USDT 1.00
SBD 2.38