।। রাস্তায় কেন ডান পাশ , বাম পাশ মেনে চলতে হয়।।

in Incredible India9 months ago
Assalamu Alikum

রাস্তায় তো আমরা সকলেই বাহির হই, আর একটা বিষয় আমরা সকলেই লক্ষ্য করে থাকি যে, রাস্তায় চলাচলে সব সময় ব্যবহার করা হয় বাম পাশ। কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেন শুধু বাম পাশ দিয়ে এই গাড়ি চলাচল করে থাকে? কে এই বা তৈরি করলো ডান পাশ বা বাম পাশ দিয়ে চলাচল এর নিয়ম?

তাহলে চলুন জেনে আসা যাক এই সম্পর্কে কিছু তথ্য-


pexels-photo-221284.jpegsource

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN.png

পৃথিবীতে যখন থেকে মানুষ বসবাস করে আসছে তখন থেকেই ব্যবহার হয়ে আসছে রাস্তা। শুরু দিকে যখন এতো গাড়ি ঘোড়া ছিলো না তখন রাস্তায় বেশিরভাগ সময় এই ব্যবহার করতো পথিকেরা। আবার আস্তে আস্তে যখন রাস্তায় গাড়ি ঘোড়া এর মাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন রাস্তায় চলাচলে অনেক রকমের সমস্যা দেখা যেতো কোনো নিয়ম না থাকায়। সেই তখন থেকেই রাস্তায় ধীরে ধীরে একটি নিয়ম চালু হয় রাস্তার বাম পাশে করে গাড়ি অথবা ঘোড়া চলাচল করা।

আসলে রাস্তার ডানে অথবা বামে একটি দিক নিয়ে চলাচল করার নিয়ম কে বা কারা নির্দিষ্টভাবে তৈরি করেছে তার কোনো সত্যতা নেই। তবে এখন যেমন বিভিন্ন দেশে রাস্তার ডান পাশে আবার বিভিন্ন দেশে রাস্তার বাম পাশে গাড়ি চলার নিয়ম রয়েছে পূর্বে এরকম ছিলো না। তখন শুধুমাত্র রাস্তার বাম পাশে কারেই চলাচল করা হতো।

অনেক ইতিহাসবিদদের ধারণা যে আগে যখন অধিকাংশ লোক এই ছিলো ডান-হাতি এবং তারা তলোয়ার বা চাবুক ডান হাতে চালাতে অভ্যস্ত ছিলো তাই তারা তাদের ঘোড়াটিকে কিছুটা বামে চাপিয়ে চলাচল করতো তাদের সুবিধার জন্য। আবার তখনকার লোকদের তলোয়ার খাপে রাখার জন্য খাপকে রাখা হতো বাম পাশে যেহেতু তারা অধিকাংশ এই ছিলো ডান-হাতি। কারণ যারা তলোয়ার ডান দিতে চালায় তাদের জন্য ডান দিক থেকে তলোয়ার বাহির করা অনেক কঠিন এবং জামেলার হয়ে যেত। আর তাদের খাপ যেহেতু বাম পাশে রাখতো তাই তাদের নামতে ও সহজ হতো ঘোড়া থেকে। তবে যদি তারা ডান পাশ দিয়ে নামতো তবে খাপ অনেক সময় ঘোড়ার মধ্যে লেগে যেতো এবং বিবৃতি কর পরিস্থিতি তৈরি হতো।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9uQQWaq8TayYVimHWnwFBRcHh1usaB4uBpk5RrULLx6wnZ5nRt1g3BbD9YiTjeiGQwxjmvzA.png

pexels-photo-4065821.jpegsource

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9uQQWaq8TayYVimHWnwFBRcHh1usaB4uBpk5RrULLx6wnZ5nRt1g3BbD9YiTjeiGQwxjmvzA.png

তবে বামে চলাচল করার আরেকটি দুর্বল প্রমানও রয়েছে বটে। অনেক ইতিহাস বিশ্লেষক এটাও বলেন যে আগের সময় যখন কেউ রাস্তা দিয়ে চলাচল করতো বা যারা মাল গাড়ি চালাতো তাদের ক্ষেত্রে রাস্তায় কারো সাথে দেখা হলে একে অপরের সাথে হাত মিলাতো বা কোনো কিছু আদান প্রদান করতো। আর তাই তারা সবসময় রাস্তায় বাম পাশ ধরেই চলাচল করতে বেশি পছন্দ করতেন। আর এর থেকেই ধীরে ধীরে রাস্তার বাম পাশে চলাচল করা নিয়মে পরিণত হয়ে গিয়েছে। তবে রাস্তার বাম পাশ অনুসরণ করে চলাচল এর নিয়ম অধিক সর্বসাধারণের কাছে গ্রহণীয়তা পেয়েছে ইউরোপের কারণে বলে জানা যায়। তখনকার সময়ে পোপেরা একটি বড় নিয়ম করে দেন তাদের পবিত্র স্থানে আসার জন্য। তারা তাদের সেই পবিত্র স্থানে যাওয়ার জন্য বাম পাশ অনুসরণ করার বলেছিলো।

এখন সময়ের পরিক্রমায় বদলে গিয়েছে এই নিয়ম ও। বর্তমানে আমরা দেখতে পাই যে বিশ্বের প্রায় ৬৫ শতাংশ দেশেই এখন মানা হয় রাস্তার ডান পাশ ধরে চলাচল। আর মাত্র ৩৫ শতাংশ দেশ এখনো সেই পুরোনো নীতি অনুসরণ করে থাকে। তবে বাম পাশে চলাচলের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলো ব্রিটেন। তাই এখনো বেশ কিছু দেশে মেনে চলা হয় সেই নিয়ম এই।

পৃথিবীতে এখনো যে সকল দেশে রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চলাচল করে থাকে তার নাম নিচে উল্লেখ করা হলোঃ

১। অস্ট্রেলিয়া।
২। বাংলাদেশ।
৩। ভারত।
৪। পাকিস্তান।
৫। থাইল্যান্ড।
৬। মালয়েশিয়া।
৭। ইন্দোনেশিয়া।
৮। জাপান।
৯। নিউজিল্যান্ড।
১০। দক্ষিণ আফ্রিকা।
১১। ইংল্যান্ড।
১২। ওয়েস্ট ইন্ডিজ।
১৩। ফিজি।

এখন অবশ্য অনেকের মনেই এই প্রশ্ন জেগে উঠতে পারে যে পৃথিবীর যেহেতু সকল দেশেই রাস্তার ডানে চলার নিয়ম রয়েছে তবে এই হাতে গুনা কিছু দেশ কেনো এখনো তাদের সেই আগের নিয়মেই ব্যবহার করে আসছে। আসলে এটি কোনো দেশ বা রাষ্ট্র চাইলেও এতো সহজে এই নিয়ম পরিবর্তন করতে পারবে না। এর মূল কারণ হচ্ছে এই নিয়ম পরিবর্তন করতে হলে একটি রাষ্ট্রের প্রয়োজন পরে বিপুল পরিমাণ অর্থ। আবার যখন রাস্তায় এই নিয়মের পরিবর্তন করা হবে তখন জনগণের যে পরিমাণ দুর্ভোগ বৃদ্ধি পাবে এরই সাথে গাড়ির স্ট্রেরিং এর স্থান এবং পাবলিক যানবাহন এর দরজার স্থানও পরিবর্তন করতে হবে। রাস্তার এই নিয়ম এতো ব্যায়বহুল হওয়ার পরেও অনেক দেশ রাস্তার এই নিয়মের পরিবর্তন করানের নজির রয়েছে, যার খরচের পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার পর্যন্ত ও গিয়েছে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNffZTweUZZBbrfW57GP62idEYNzyfzC6DKakk93u5c9QwVFat6ugQWF47SqS4L6hPKkpT4mw6W.png

pexels-photo-210182.jpegsource

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNffZTweUZZBbrfW57GP62idEYNzyfzC6DKakk93u5c9QwVFat6ugQWF47SqS4L6hPKkpT4mw6W.png

তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই। আসা করি সকলের এই আমার আজকের পোস্টটি ভালো লেগেছে। এত সময় যাবত আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য সকলকেই ধন্যবাদ। আমার পোস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNuZtu7TepEGDkc9DsbseDPbBJtkcgSNyopBd92PbKBH5kBGnLu3vExGDVronPwVzuXfTwqAFyQ.png

বিশেষ দ্রষ্টব্যঃ
এই পোস্টের কিছু তথ্য বিভিন্ন সোর্স থেকে সংরক্ষণ করা হয়েছে।

8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmoMWYvDzSqjLMnvaGxCUtbj393TjguaufiSXktUkRVqe46GuQZmkSCTH8iqa7YcP3BV6UUv.png

আল্লাহ হাফেজ

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLzSDteF2C9vBFCp7481TM1uHD3ytXH2YG1kJDzqiXLoqroFq3BTGLQerihcoodx7Lnt8doV4igyPWk9zUP7zKFL9LNhHBTCHC.png

Sort:  
 8 months ago 

রাস্তার বাম পাশ দিয়ে চলাচলের ব্যাপারে আমার জানা ছিল না, আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

You are most welcome brother.

Loading...
 8 months ago 

আসলে রাস্তার ডান পাশে চলার একটা সুবিধা হল বিপরীত মুখী গাড়ি সহজে দেখা যায় ফলে সাবধানে রাস্তায় চলাচল করা যায়। তবে আপনার দেওয়া তথ্য গুলো থেকে অনেক কিছু জানততে পারলাম। ধন্যবাদ আপনাকে এত উপকারী একটি পোস্ট শেয়ার করবার জন্য।

 8 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে উপকৃত হওয়ার জন্য। আসলে ভাই ডান পাশে চলাচল নিরাপদ কারণ গাড়ি চলে আমাদের দেশে রাস্তার বাম পাশ দিয়ে আবার যেই দেশে গাড়ি ডান পাশ দিয়ে চলে সেখানে আবার রাস্তার বাম পাশে চলাচলে নিরাপদ বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ভাই। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।

 8 months ago 

আমি জানতাম না কেন রাস্তা য় ডান এবং বাম পাশ দিয়ে চলতে হয়। যাইহোক এখন আমি আপনার লেখাটা পড়ে খুবই সুন্দর ভাবে বুঝতে পারলাম যে।

কেন রাস্তায় ডান এবং বাম সাইড দিয়ে চলতে হয়। আপনার লেখার মধ্যে তা সুন্দর ভাবে তুলে ধরেছেন।

আপনাকে ধন্যবাদ জানাই ভাই এই রকম শিক্ষামূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য থাকলাম এবং আপনি ভালো থাকবেন।

 8 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য জানানোর জন্য। আপনার সুস্থতার কামনা করছি, ভালো থাকবেন সবসময়।

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার মন্তব্যের রিপ্লে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি সবসময় সেই দুয়া করি।

 8 months ago 

প্রথমে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য রাস্তা বাম পাশ এবং ডান পাশ সম্পর্কে অনেক তথ্য অজানা ছিল যেগুলো আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

 8 months ago 

You are most welcome. And thank you for sharing your valuable comment.

 8 months ago 

Welcome 🤗

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74