হোস্টেলে আমরা সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করানোর আয়োজন

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম বন্ধুগণ,
আশা করি সবাই অনেক ভালো আছেন।

আমি আগের পোস্টে আমাদের কলেজ থেকে বিদায় নেওয়ার বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজ সেই উপলক্ষে হোস্টেলে আমরা সব বন্ধুরা মিলে স্যার ও ছোট ভাই দেরকে দাওয়াত দিয়ে ছোট করে খাওয়া দাওয়া করানোর আয়োজন।

IMG-20230619-WA0004.jpg

যেহেতু আমরা এই দীর্ঘ ৪ টা বছর কলেজের হোস্টেলেই কাটিয়েছি, ছোট ভাই, সহপাঠি বন্ধু, প্রান প্রীয় স্যার, সবার সাথে অনেক মজা মাস্তি করেছি, এক সাথে বসে আড্ডা করেছি, অনেক ঘুরাফিরা করেছি, স্যারদের কাছথেকে অনেক উপদেশ নিয়েছি, যেকন সময় পড়াশোনা নিয়ে কোন সমস্যা হলে স্যাররা হোস্টেলেই থাকত তাদের কাছে গিয়ে সমাধান করে নিয়েছি, ছোট ভাইদেরকে উপদেশ দিয়েছি, ছোটো ভাই দেরকে সততা ও ন্যায় এর পথে চলতে শিখিয়েছি, তারা কোন ভুল করলে তা দেখিয়ে দিয়েছি, তাদের কোনো সমস্যা হলে তা সমাধান করে দিয়েছি এগুলো কখোনই ভোলার মত নয়।

IMG_2442.JPG

এই ৪টা বছর তাদের সাথেই ওঠাবসা। এখন আমরা কলেজ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমাদের আগেও অনেক বড়ভাইরা চলে গেছে, এখন আমাদে সময় চলে এসেছে আমরাও যাচ্ছি, পরবর্তীতে আমাদের ছেট যারা আছে তারাও যাবে এটা এভাবেই চলমান থাকবে। তবে এইচলে যাওয়ার মদ্ধোকার সময় টুকু সবার সৃতি হয়ে থেকে যাবে একসময় এগুলো অনেক মিস্ কোরব কিন্তু এই সময় আর কখনোই ফিরিয়ে আসবেনা।

IMG_20230324_175522.jpg

এখন তাদের সাথে আর দেখা হবেনা, ভালোভাবে আর কথাও হবেকিনা তাও সঠিক ভাবে জানিনা। কারন তখন আমরা সবাই কর্ম ক্ষেত্রে চলে যাব ভালো ভাবে আর আগের মত সময়ও পাবনা, যার যার কাজে সে সে ব্যাস্ত হয়ে যাব।

IMG20230619191636.jpg

তাই আমাদের সকল বন্ধুরা মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের হস্টেলের স্যার ও ছোট ভাইদের জন্য কিছু করা উচিত এজন্য সবাইকে দাওয়াত করে আজ আমাদের এই খাওয়া দাওয়া কোরানোর আয়োজন।

IMG20230619201350.jpg

আমরা সব বন্ধুর কাছথেকে টাকা উঠিয়ে বাজারে গিয়ে বিরিয়ানি রান্না করা জন্য যেসব দরকার : চাল, মাংস, পিয়াজ, মরিচ, তেল, লবণ, মসলা, সহ ইত্যাদি পন্যসামগ্রিই কিনে এনে এগুলোকে রান্না করার উপযুক্ত করে বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ানো হলো।

IMG20230619214300.jpg

এবং খাবার শেষে আমাদের প্রান প্রিয় স্যারেরা সকলের উদেশ্য কিছু উপদেশ মুলোক বক্তব্য প্রদান করলো বিশেষ করে আমরা যারা বিদায়ী বন্ধুরা আছি তাদের কে, যেমন আমারা এই ৪টি বছর তাদের সাথে কেমন কাটাইছি, তাদের কথা মত চলেছি সহ আমাদের আগামী দিনের জন্য দোয়া কামনা আরো ইত্যাদি, আসলেই আজ স্যারেরা যেসব উপদেশ মূলক কথা গুলো বললো পারসোনালি আমার অনেক ভালো লেগেছে।

IMG_20230412_181604.jpg

তার সাথে অনেক দুঃখ হচ্ছে যে এখোন তাদেরকে ছেরে চলে যেতে হবে। তাদের এই চির চেনা মুখ আবার কখোন দেখা হবে কি না তা কারো জানা নেই। কি আর বলবো আমার আরকোন কিছু বলার মত ভাষা খুজে পাচ্ছিনা।

IMG_20230412_181519.jpg

পরিষেসে একটা কথাই বলতে চাই, যে যেখানেই চলে যাইনা কেনো কোউ কাউকে যেন ভুলে না যাই। যে যখনই সময় পাবে সবাই সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। এবং ছোট দের উদ্দেশে বলতে চাই তোমরা ভালো ভাবে পড়াশোনা করো এবং স্যার দেরকে সন্মান করো, তোমার যারা বড় ভাই/বোন আছে তাদেরকে সন্মান করো তাদের সাথে ভালো বন্ডিং গরে তোল তাদের সাথে যোগাযোগ রাখার চেস্টা করো তোমাদে ছোটরা যারা আছে বা আসবে তাদেরকে স্নেহ করো, তাহলে জিবনে ভালোকিছু অর্জন করতে পারবে।

IMG_20230619_222648_811.jpg

আমার এটাই চাওয়া সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সবাই সবার কর্ম জীবনে সফলতা অর্জন করুক।
খোদা হাফেজ।

TQ.png


About phone
Camera:- 12MP Dual camera
Android:- Redmi 8
Location:- Bangladesh
Short by:- xmiraj


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

SAVE_20230607_242829.jpg

Sort:  
Loading...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59244.75
ETH 2651.05
USDT 1.00
SBD 2.49