কোরবানির গরু/ছাগলের হাট

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম বন্ধুগণ,
আশা করি সবাই অনেক ভালো আছেন।

আজকে আমি আপনাদের সাথে কোরবানির গরু/ছাগলের হাট সম্পর্কে আলোচনা করব।

IMG_20230625_165306.jpg

কোরবানির গরু/ছাগলের হাট:

কোরবানির গরু ছাগলের হাট একটি উল্লেখযোগ্য সামাজিক ও ধর্মীয় উৎসব। এটি ইসলামিক ধর্মের একটি প্রধান উৎসব যা বাংলাদেশে প্রতি বছর ধরে পালিত হয়। এটি মুসলিম সমাজের প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা এবং মানসিকতার চেয়ে বেশিরভাগ গৃহপালিত উদ্যাপন হিসেবে প্রতিপাদিত হয়। কোরবানির গরু ছাগলের হাট আমাদের দেশের গ্রামীণ এলাকায় প্রচলিত হয়, যেখানে কোরবানির গরু ও ছাগল বিক্রি এবং ক্রয়ের মাধ্যমে এই ধর্মীয় উৎসব উল্লেখযোগ্য ভাবে পালিত হয়।

কোরবানির গরু ছাগলের হাটে সাধারণত গরু, ছাগল, মেষ, এবং অন্যান্য পাশু বিক্রি ও ক্রয় ঘটে। মুসলিম সমাজে কোরবানির গরু ছাগলের হাট একটি মানুষের একটি সামাজিক ও ধার্মিক অভিজ্ঞতার প্রতীক। এটি মানুষের ধার্মিক আদর্শ, সমবেদনা, বিনয়, ধৈর্য ও মানবিক উন্নয়নের মাধ্যমে আর্থিক সম্পদের বিতরণ ও সামাজিক সমবেদনার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

গরু ছাগলের হাটে গরু ও ছাগলের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারণ করা হয়ে থাকে। আমি আমাদের ছাগল হাটে নিয়ে গেছিলাম বিক্রি করার উদ্দেশ্য কিন্তু আমার দামে পড়েনি তাই ছাগল বিক্রি না করে ঘুরে নিয়ে এসেছে। আমার এই ছাগলটা অনেক পছন্দের ছোট থেকে আদর যত্ন করে এত বড় করেছি । আমি এ ছাগলটি ১৫ হাজার বা সারেপনের হাজার হলেই বিক্রি করে দিতাম। কিন্তু ১৩ হাজার পর্যন্ত দাম উঠেছিল তাই বিক্রি করি।

IMG_20230625_155714.jpg

গরু ছাগলের হাটে যেসব সুযোগ সুবিধা থাকা দরকার :
  • একটি গরু ছাগলের হাটে প্রথমত প্রয়োজন হল সঠিক জমি সংশ্লিষ্ট কর্মসূচির অধীনে পরিচালিত হওয়া। যথাযথ জমি আবাদি, স্বাস্থ্যকর এবং উচ্চ গাছপালা ও ঘাসের মধ্যে অবস্থিত থাকা উচিত।
  • গরু ছাগলের জন্য যথাযথ খাদ্য প্রদান করা প্রয়োজন। গরুগুলির জন্য উচ্চ গাছপালা ও চারা সরবরাহ করা উচিত, যা গরুগুলির পুষ্টিকর পোষণ ও শারীরিক উন্নয়নে সাহায্য করে।
  • গরু ছাগলগুলির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করা প্রয়োজন।
  • গরু ছাগলের জন্য উচিত বিশ্রাম এবং সুরক্ষা সুবিধা প্রয়োজন।
  • গরু ছাগলের জন্য উচিত চিকিৎসা সুবিধা প্রদান করা উচিত। জরুরি চিকিৎসা কেন্দ্র বা ভেটেরিনারি হাসপাতাল থেকে দূরে থাকলে স্থানীয় চিকিৎসা প্রদান করতে হবে।
  • গরু ছাগলের হাটে গঠনমুখী ব্যবস্থা প্রয়োজন, যাতে গরুগুলির সহজেই বেশি উপকারিতা পাওয়া যায়।
  • গরু ছাগলের হাটে প্রয়োজনীয় বিপণন এবং সম্প্রচার সুবিধা থাকা উচিত।
  • গরু ছাগলের হাটে ব্যবসা এবং বাজার সুবিধা থাকা উচিত।
  • গরু ছাগলের হাটে শুষ্কতত্ত্ব পরিচর্যা এবং পরিস্কার রাখার সুবিধা থাকা উচিত।

IMG_20230625_165356.jpg

গরু ছাগলের হাটে কোন ধরনের সুযোগ সুবিধা না থাকলে যেসব সমস্যা হতে পারে:

*গরু ছাগলের হাটে কোন ধরনের সুযোগ সুবিধা না থাকলে জলের অভাবে গরু ছাগলের ত্বক ক্ষতিগ্রস্থ হতে পারে এবং দ্রুত ডিহাইড্রেশন হতে পারে।

  • সুযোগ সুবিধা না থাকলে উচ্চ তাপমাত্রার অথবা প্রচন্ড বৃষ্টিপাতে গরু ছাগলের জন্য সমস্যা হতে পারে।
  • পরিবহনের সুযোগ সুবিধা না থাকলে গরু ছাগলগুলি নিয়ে আশা নিয়ে যাওয়ার সমস্যা হতে পারে।
  • গরু ছাগলের জন্য উচ্চ সুরক্ষা সুবিধা না থাকলে তারা অপ্রাকৃত আপত্তির ঝুঁকিতে পড়তে পারে।
  • সুযোগ সুবিধা না থাকলে গরু ছাগলগুলির মশার সমস্যা হতে পারে, যা তাদের মানসিক এবং শারীরিক কষ্ট দেয়।
  • গরু ছাগলের হাটে চিকিৎসার সুযোগ-সুবিধা না থাকলে গরু ছাগল অসুস্থ হয়ে পড়লে বিশাল ক্ষতিকর হতে পারে।

IMG_20230626_153903.jpg

আমি ছাগল হাঁটে নিয়ে গিয়েছিলাম তাই ব্যস্ততার মধ্যে গরু হাটে ঘোরা হয়নি এজন্য শুধু ছাগলের হাটের পিকচার গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি।

ধন্যবাদ আমার এই পোস্টটি এতক্ষণ পড়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

খোদা হাফেজ।

TQ.png


About phone
Camera:- 12MP Dual camera
Android:- Redmi 8
Location:- Bangladesh
Short by:- xmiraj


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

SAVE_20230607_242829.jpg

Sort:  
 last year 

আমাদের এখানেও কোরবানির গরুর হাট বসে কিন্তু আপনি হাটের মধ্যে,,, যে সকল জিনিস থাকা এবং যে সকল জিনিস থাকলে গরুর হাটের উপকারিতা হবে! সে বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন!

আসলে এ বিষয়গুলো অনেকেই খেয়াল করে না! তবে আপনি দেখলাম,,, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের সাথে একটা বিষয় তুলে ধরেছেন! যেটা পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো!

অসংখ্য ধন্যবাদ আপনাকে এ বিষয়টা সুন্দরভাবে লক্ষ্য করার জন্য! এবং বিষয়টা আমাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য! ভালো থাকবেন।

ধন্যবাদ আমার পোস্ট টি পড়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য,ভালো থাকবেন।

Loading...
 last year 

সামনে আপনাদের কোরবানির ঈদ এতে করে বাজারে গরু ছাগল হাস মুরগি হাট বাজারে মানুষ নিয়ে যাবে ৷ কারন এই সময়ে অনেক বাজার মূল্য পাওয়া যায় এতে করে হাট ব্যাবসায়ী ও জনসাধারণের জন্য অনেক সুযোগ সুবিধা বয়ে আনবে ৷ তারপর আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ ইদ কাটুক আপনাদের অনেক আনন্দের সাথে ৷

ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ৷

ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো থাকবেন।

 last year 

সামনে আমাদের কোরবানির ঈদ। আর এই ঈদে মূল আকর্ষণ হল গরু ছাগল কোরবানি করা। এই সময় যারা কোরবানি করেন তারা হাট বাজারে যান গরু ছাগল ক্রয় করার জন্য। এবং এই সময় ব্যবসায়ীরা অনেক লাভবান হন। কারণ এই সময়ে মানুষ গরু কিংবা ছাগল কিনে আনেন গরু কিংবা ছাগলের চেহারা দেখে। গরু ছাগল দেখতে ভালো হলে, মনের মত হলে মানুষ দামের দিকে দেখেন না বেশি দাম দিয়ে হলেও সেটা কিনে আনেন।

তবে আপনি যেসব বিষয়গুলো আলোচনা করেছেন সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ এসব সুযোগ সুবিধা গুলো হাট বাজারে থাকলে গরু ছাগলের পক্ষে খুবই উপকারে হয়। অনেক সময় হাটে অতিরিক্ত ভিড়ের কারণে গরু ছাগল অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের চিকিৎসার প্রয়োজন পড়ে। এজন্য হাটে গরু ছাগলের চিকিৎসার সুযোগ-সুবিধা থাকাটা খুবই জরুরী।

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে খুবই মূল্যবান কথা আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66094.73
ETH 3446.09
USDT 1.00
SBD 2.66