Steem engagement challenge-S10/W5| What are the three significant reasons behind environmental pollution?
ধন্যবাদ Incredible India Community'র মাননীয় এডমিন মহোদয়া ম্যাম।আমাদের জন্য এত সুন্দর একটি চ্যালেন্জের আয়োজন করার জন্য।
[edited by Canva app]
আমরা সবাই জানি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ গঠিত হয়।যেমনঃমানুষ,গাছপালা, নদীনালা,খালবিল,পশুপাখি,জলবায়ু ইত্যাদির সমষ্টিগত রূপই হলো পরিবেশ। সুস্থ পরিবেশ পৃথিবীতে বিচরনকারী সকল প্রাণীকুলের জন্য আবাসযোগ্য, বিপরীতে দূষিত পরিবেশ সকল প্রাণীকুলের জন্য জীবননাশের হুমকি স্বরূপ। পরিবেশ বিভিন্ন কারণেই দূষিত হতে পারে,সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় তিনটি কারন আমি আমার এই লেখার মাধ্যমে বর্ণনা করবো।
মাটি দূষণঃ
src
কীটনাশক কিংবা রাসায়নিক দ্রব্য মিশ্রণের ফলে মাটির উর্বরতা নষ্ট হওয়াকেই মাটি দূষণ বলে।অনেক কারণেই মাটি দূষণ হয়,এখানে কয়েকটি কারণ উল্লেখ করছি..,
১. জমিতে খুব বেশি পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়
২.কলকারখানা এবং আমাদের বসতবাড়ির বর্জ্য ফেলার কারণে মাটি দূষিত হয়
৩.মাত্রাতিরিক্ত প্লাস্টিক পণ্যের ব্যবহারের কারণে মাটি দূষিত হয়, মানে যেগুলো পণ্য একবার ব্যবহার করা যায়।যেমনঃকোকের বোতল,ওয়ান টাইম গ্লাস এবং প্লেট,পলিথিন ইত্যাদি।
আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাবো বাজারে আমাদের নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটি পণ্যই পলিথিন কিংবা প্লাস্টিক ব্যাগে মোড়ানো। এই পলিথিন কিংবা প্লাস্টিক ব্যাগ মাটি দূষণের একটি অন্যতম কারণ।
২.পানি দূষণ
src
পানি কিভাবে দূষিত হয় সেটা আমাদের সবারই জানা।তবুও আমি নিচে কয়েকটি কারণ উল্লেখ করছি,
১.পানিতে আর্সেনিকের পরিমাণ আধিক্যের কারণে।
২.কলকারখানা এবং বিভিন্ন শহরের ড্রেনের দূষিত বর্জ্য যখন পানিতে পতিত হয়।
৩. আবাদি জমিতে রাসায়নিক কিংবা কীটনাশকের ব্যবহারে আধিক্যের কারণেও অনেক সময় পানি দূষিত হয়।
সহজ কথা,মাটি দূষণের সাথে পানি দূষণের সম্পর্ক খুব শক্ত পোক্ত।
৩.বায়ু দূষণ
কলকারখানা,ইঞ্জিন চালিত গাড়ি,ইটের ভাটার বিষাক্ত ধোয়ায় দূষিত হয় বায়ু।বায়ু দূষণের ফলে বিষাক্ত হয়ে পড়ে পুরো প্রকৃতি।যার কারণে সকল প্রাণীকুলের শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে পড়ে এ ধরণী।
যেহেতু আমরা এপ্রকৃতির পরিবেশেই লালিত হই তাই
পরিবেশকে বিভিন্ন দূষণের কবল থেকে রক্ষা করতে আমাদেরকেই নিতে হবে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, করতে হবে পরিবেশ দূষন প্রতিরোধ।
যেকোনো দূষণ প্রতিরোধ করতে আমাদের সচেতনতার বিকল্প নেই।যেসব বস্তু দূষণে সক্ষম সেসব বস্তুুর ব্যবহার হ্রাস করতে হবে। বাজার সদাই-পাতি কিনতে পলিথিনের বিকল্প কোনো কিছু ব্যবহার করতে হবে। কলকারখানা,ইটের ভাটা ইত্যাদি এমন জায়গায় নির্মাণ করতে হবে যে জায়গাগুলো জনমানব এবং প্রাণীকুলের বিচরণ খুবই কম এবং এগুলোতে এমন কিছু উপাদানের সংযোজন আনতে হবে যেগুলো পরিবেশবান্ধব।
মানবজীবনে পরিবেশ দূষণের প্রভাব বিভিন্নভাবেই পড়তে পারে।বিভিন্ন কারণে হওয়া দূষিত মাটিতে ফলানো কাচা সব্জি ভক্ষণের ফলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে।একই অবস্থা অন্যান্য জীবিত প্রাণীর ক্ষেত্রেও। পরিবেশ দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ায় মানবজীবনে দেখা দিতে পারে খাদ্য ঘাটতি।দূষিত মাটি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়,যা মানবজীবন এবং প্রানীকুল,বৃক্ষরাজি সবার জন্য ক্ষতি স্বরূপ।
Have you ever taken part to keep your environment clean?(আপনি কি কখনও আপনার পরিবেশ পরিষ্কার রাখতে অংশ নিয়েছেন?)
জ্বী হ্যাঁ,খুব বড় পরিসরে না পাড়লেও যেটুকু সম্ভব সেটুকুই অংশ নেওয়ার চেষ্টা করেছি। খেয়ালরত থাকা অবস্থায় নিজের ব্যবহৃত পলিথিন কিংবা রাসায়নিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করেছি।
মহান রব্বে কারীমের দেওয়া মাটি,পানি,বায়ু এই তিনটি উপাদানের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে পুরো সৃষ্টি জগৎ।এই তিনটি উপাদানের যেকোনো একটিও যদি স্বার্থে ব্যাঘাত ঘটে তবে পুরো প্রাণীকুলের জীবনে নেমে আসবে বিপর্যয়। তাই আমাদের সচেতন হতে হবে।মাটিকে দূষণের হাত থেকে বাচাতে কীটনাশক বা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহারের প্রচলন বাড়াতে হয়ে।পলিথিন বা প্লাস্টিক খুবই স্ট্যাবল একটি পদার্থ তাই এটির ব্যবহারের উপর আনতে হবে নিয়ন্ত্রণ।কলকারখানা এবং বসতবাড়ির বর্জ্য এমন জায়গায় ফেলতে হবে যেখানে প্রাণীকুলের তেমন বিচরণ নেই।নদী বা সমুদ্রের পানিকে দূষণের হাত থেকে বাঁচাতে পানিতে প্লাস্টিক বর্জ্য ফেলা যাবে না।বায়ু দূষণ থেকে বাচতে আধুনিক যান্ত্রিকতার বিকল্প কিছু খুজে বের করতে হবে।
আমি আমার কিছু স্টিমিয়ান বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যালেন্জে অংশগ্রহন করার জন্য।
@hafizur46n @yoyopk @rubina203
আজ এপর্যন্ত। ধন্যবাদ।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনি চেষ্টা করেছেন,,, আপনার মত করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার! যেটা আমি আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম! পরিবেশ সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা আছে! সেটা আমি আপনার পোস্ট থেকে বুঝতে পারলাম।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ে খুব সুন্দর একটি মতামত প্রদানের জন্য।
Hasta que la humanidad no nos hagamos consientes del gran daño, el flagelo avasallante que significa la contaminación implica para el planeta donde vivimos y es nuestro hogar; todos corremos peligro y sobretodo, el hogar de las nuevas generaciones. Saludos, excelente entrada, exitos!
thank you mam for your valuable comment.
সত্যি বর্তমান কৃষিতে আমরা যে পরিমান ক্ষতিকার কীটনাশক ব্যাবহার করি তা আমাদের মানব শরীর এবং পরিবেশের জন্য খুবই ভয়াবহ। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।
আপনার জন্য অনেক শুভকামনা
আমরা আমাদের আবাদি জমিতে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করি তা ঘুরে ফিরে আমাদেরই পেটে চলে আসে, তাই আমাদের সচেতন হওয়া প্রয়োজন, শুধু প্রয়োজন নয় এটা আমাদের দ্বায়িত্ব।
Las personas actualmente no tienen mucha responsabilidad ambiental, eso se inculca desde pequeños para que cuando crezcan los niños ya sepan los cuidados que se debe dar al ambiente que nos rodea, de esta manera creamos conciencia para que algún día no nos pase lo peor por no cuidar el medio ambiente, por consumir demasiados productos y tirarlos a la basura, todos esos desechos van a dar a un botadero que algún día llegará a su límite y así continuará llenando más y más el planeta de basura. 😔
thank you for your valuable comment.
I can't understand hindi but with the help of Google translate I read you Article
It was outstanding specially
Thank you brother for your valuable comment and support.
Greetings dear brother. Hope you are enjoying the best days of your life.
Earth is our mother planet. We have to safe it and care it at any cost. All those things should be abolished which case destruction to our ecosystem. As you said plastic is one of the major cause of pollution. It is very true. It greatly disturb the life of aquatic animals.
Excessive use of pesticides is also a cause of land pollution. It decreases the fertility of the land. I wish we human recognize this issue before it gets too late.
Your blog is full of Witt. Too much positive argument can be seen here.
Best wishes for the contest.
Thank you brother for your support.