বার্তা

in Incredible Indialast year (edited)

আমার এই লেখাটিতে আপনাকে স্বাগতম। এই পোস্টে আমি কি বিষয়ে লেখার চেষ্টা করেছি তা নিচের লেখাগুলো পড়লেই আশা করছি পরিষ্কার বুঝতে পারবেন

pexels-mahmood-sufiyan-1423413.jpgimage source

আমরা অনেক সময় বড় বড় শহরের স্টেশন কিংবা বাস স্ট্যান্ডে কিছু অল্প বয়স্ক কিশোর-কিশোরীদের দেখতে পাই, শহরের মানুষ আদর করে যাদের নাম দিয়েছে পথশিশু কিংবা টোকাই। এই শিশুগুলো সমাজের সর্ব ক্ষেত্রেই অবহেলিত।হয়তোবা পারিবারিক অবহেলার কারণেই তাদের থাকতে হচ্ছে রাস্তায়, ঘুরতে হচ্ছে পথে পথে।

তাদের এমন বাউন্ডুলে জীবনের পিছনে অন্য কাহিনিও থাকতে পারে। যাইহোক, সময় সল্পতার কারণে আমি সেদিকে যাচ্ছি না।আমরা খুব ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবো যে, পর্যাপ্ত খাবারের অভাবে তাদের শরীর খেটখেটে এবং পড়নে জীর্ণশীর্ণ পোশাক। অবহেলার ছাপ তাদের চোখে মুখে।

সমাজের উচ্চ থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষগুলো এই অবহেলিত শিশুগুলোর প্রতি ভালো ব্যবহার পর্যন্ত করে না।সবাই শুধু তাদের অবহেলাই করে। যখনই আমরা এই শিশুগুলোর এরকম অবহেলিত জীবনের রহস্য উন্মোচন করতে যাবো, তখন বেরিয়ে আসবে এর আসল রহস্য।

একটি দেশে একটি শিশু জন্মের পর তার মৌলিক অধিকার থাকে ৫টি।এই অবহেলিত শিশুগুলো এই ৫টি মৌলিক অধিকার থেকেই প্রায় বঞ্চিত। ভালো খাদ্য পায়না, ভালো শিক্ষার কোনো ব্যবস্থা নেই, অসুস্থ হলে ভালো চিকিৎসা পায় না,বাসস্থানহীন,বস্ত্রহীন। তবে স্বাধীনতা একটু একটু পায়।

এই শিশুগুলো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে অবহেলার শিকার হতে হতে একটা সময় গিয়ে স্রোতে গাঁ ভাসিয়ে দেয়। কেউ জড়িয়ে পড়ে ভয়ানক মাদকে,কেউ চুরি,কেউ ছিনতাই আবার কেউবা ভিক্ষাবৃত্তি ।এরা সবাই যে এভাবেই চলে তা কিন্তু আমি বলছি না।

এরা কেউ কেউ ভালো ভালো কাজের সাথেও জড়িত। এদের কেউ কেউ পার্কে ঘুরে ঘুরে চা, পানি, বাদাম,ফুল ইত্যাদি বিক্রি করে টাকা উপার্জন করে জীবকা নির্বাহ করে। কিন্তু এদের বেশিরভাগই ক্ষতির মুখে।

বর্তমানে অনেক সেচ্ছাসেবী সংগঠন এদের উন্নয়নে কাজ করে যাচ্ছে অবিরত। তাদের এমন কাজকে আমি সাধুবাদ জানাই।

pexels-suraphat-nueaon-933622.jpgimage source

pexels-sadman-chowdhury-1440388.jpgimage source

কিন্তু আমি মনে করি তাদের একার পক্ষে পুরো এই অবহেলিত মহলকে নিয়ে কাজ করা সম্ভব নয়। এজন্য আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বে থাকা সকলকে এগিয়ে আসতে হবে।প্রতি অর্থ বছরে তাদের পুর্নবাসনে কিছু অর্থ বাজেট রাখতে হবে।তাদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে,সাধারণ,কারিগরি শিক্ষার সুযোগ করে দিতে হবে। সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে আমাদের দেশের বিভিন্ন সেক্টরে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের দেশের উন্নয়ন সাধন বর্তমানের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে।

যদি এমনটা করা না হয়, তবে ভবিষ্যতে এদের দ্বারা কোনো ভালো কাজ আশা করা যাবে না। খুন, রাহাজানি, ছিনতাই, চুরি, ভয়াবহ মাদকের ছড়াছড়ি দিন দিন বেড়েই যাবে।

পরিশেষে একটা কথা বলতে চাই, এদের প্রতি অবহেলা না করে যদি একটু ভালোবাসা এবং সহানুভূতি দেখানো যায় তাহলে আমি মনে করি এদের দ্বারা অনেক ভালো ভালো কাজ করানো সম্ভব হবে, এরাও একসময় আমাদের দেশের মানব সম্পদ হিসেবে বিবেচিত হবে

আজ এপর্যন্তই....।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png



বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টে ব্যবহারকৃত ছবিগুলো শুধুমাত্র কিছু কাল্পনিক চরিত্র তুলে ধরার জন্য প্রকাশ করেছি



ধন্যবাদ সকল পাঠককে

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Sort:  
 last year 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপনার পোস্টে মাধ্যমে অনেক কিছুই শেখার আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি আমাদের সমাজের নিরিহ শিশুদের নিই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সাথে তুলে ধরেছেন। আপনার পোস্ট পড়ে আমি আসলেই একটু ইমোশনাল হয়ে গেছি।

যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু,আমার এই পোস্টটি খুটিয়ে খুটিয়ে পড়ে চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

ভাই পথ শিশু আর টোকাই তারাও মানুষ তবে এদের মধ্যেও খারাপ ভালো রয়েছে ৷ তাই বলে যে আমরা অবহেলা করবো সেটা কিন্তু হয় না ৷ তারা অনেক কষ্ট করে জীবন জাপন করে থাকি অনেকেই আমরা দেখেও না দেখার ভান করি আর বুঝেও না বুঝার ভান করে থাকি ৷ আমরা যদি এদের একটু সাহায্য করি এরা তাতেই খুশি হয়ে যাবে ৷ যাই হোক ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 last year 

ধন্যবাদ ভাইয়া, সবার বিবেক জাগ্রত হোক।

 last year 

একটা দেশের উন্নয়নেৱ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এই পথ শিশুদেরকে সঠিক ভাবে গাইড করলে তারাই দেশের human resource এ পরিণত হবে।
ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44