Incredible India monthly contest May#01|My perspective towards success.
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই...?আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।আমার নতুন আরেকটি লেখায় আপনাকে স্বাগতম জানাচ্ছি।
[ছবিটি Canva app দ্বারা সম্পাদন করা হয়েছে]
প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির এডমিন মহোদয়া ম্যাম এর প্রতি আমাদের জন্য এত সুন্দর একটি কন্টেস্টের আয়োজন করার জন্য। উক্ত কমিউনিটির একজন সদস্য হিসেবে আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
মাননীয়া এডমিন মহোদয়া ম্যাম এবাবের কন্টেস্টের জন্য কয়েকটি টপিক নির্ধারণ করেছেন।টপিকগুলো হলোঃ
1. আপনার মতে সাফল্যের সংজ্ঞা কি? বর্ণনা করুন।
2.আপনি কি নিজেকে একজন সফল ব্যক্তি মনে করেন?যদি "হ্যাঁ" হয়, তবে সংজ্ঞায়িত করুন,এবং যদি "না" হয় তাহলে কেন?
3. জীবনে সফল হওয়ার জন্য আপনি আপনার বন্ধুদের কাছে কী বার্তা দিতে চান?
নির্ধারিত টপিকগুলো আমি একের পর এক ব্যাখ্যা করবো,ইনশাআল্লাহ।
ছবি
সাফল্যের সংজ্ঞা আসলে যে কি, তা হয়তো সবারই অজানা। কেউই সাফল্যের সংজ্ঞা সঠিকভাবে দিতে পারবেন না। কারণ, আমি মনে করি "সাফল্য" শব্দটি একটি জীবনের সান্ত্বনামাত্র৷ আসলে সাফল্যের কোনো বাহ্যিক দিক নেই, এটি আসলে অনুভবের বিষয়।কেউ যদি লক্ষ্য নির্ধারণ করে যে একটা জায়গায় পৌছে গেলেই তিনি সফল হয়েছেন এমনটা ভাবতে পারবেন।কিন্তু তিনি ওই পর্যন্ত পৌছানোর পর তার আবার নতুন আশা জাগবে আবার নতুন কোনো লক্ষ্য নির্ধারণ করবেন। তাইলে এ থেকে কি বুঝা গেল সাফল্য আসলে কোনো নির্ধারিত বস্তু নয়৷
একটি প্রবাদ পড়েছিলাম,"নানা মুনির নানা মত"। একেক মানুষের একেক মত। মানুষ ভিন্নতায় সাফল্যের সংজ্ঞাও ভিন্ন। সাফল্যের সংজ্ঞা আমার কাছে একরকম আবার অন্যজনের কাছে আরেকরকম।অধিকাংশ মানুষই হয়তো, লাখ লাখ টাকা ইনকাম করা,সুন্দর নারীকে বিবাহ করা,ভালো বাড়ি করা,ছেলে মেয়েকে বড় চাকরিজীবী বানানো,ভালো ব্রান্ডের গাড়ি ব্যবহার করাকেই সাফল্যের সংজ্ঞা হিসেবে গণ্য করে।
ছবি
কিন্তু আমার কাছে সাফল্য মানে পরিবার ও আশপাশের মানুষগুলোর সাথে সবসময় ভালো ব্যবহার করতে পারা,আমার কাছে সাফল্য মানে সর্বাবস্থায় মানুষের কল্যাণে কাজ করতে পারা ,আমার কাছে সাফল্য মানে অল্পতেই খুশি থাকতে পারা,আমার কাছে সাফল্য মানে কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারার সক্ষমতা,আমার কাছে সাফল্য মানে কেউ আমার সাথে রেগে কথা বললে তাকে হাসিমুখে কথার জবাব দিতে পারা,আমার কাছে সাফল্য মানে যেকোনো ভালো কাজে কাউকে সাহায্য করতে পারা,আমার কাছে সাফল্য মানে পরনিন্দার মত খারাপ কাজ এড়িয়ে চলতে পারা,আমার কাছে সাফল্য মানে অনাহারীর মুখে খাবার তুলে দিতে পারা।
আমার কাছে সাফল্যের সবচেয়ে বড় সংজ্ঞা হলো,দিনশেষে প্রভুকে খুশি করে এপৃথিবী থেকে বিদায় নেওয়া।
ছবি
আমি নিজেকে একজন সফল ব্যক্তি মনে করি না। কারণ,আমি বর্তমানে যে অবস্থানে দাড়িয়ে এমতাবস্থায় আমি নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দাবি করতে পারছিনা।কারণ,আমি আমার প্রভুর নির্দেশ অনুযায়ী চলতে ব্যর্থ হচ্ছি। আমি কঠিন বিপদের সময় ধৈর্য হারিয়ে ফেলি,অল্পতেই হাপিয়ে উঠি।অন্যদের কটু কথায় অনেকসময় রেগে যাই,হাসিমুখে তাদের কথার জবাব দিতে পারি না৷ কেউ সাহায্য চাইলে অনেকসময় বিরক্তবোধ করি।পরনিন্দার মত খারাপ কাজে অনেকসময় নিজের অজান্তেই নিজেকে জড়িয়ে ফেলি।
জীবনে সফল হওয়ার জন্য আপনাদেরকে কিছু বার্তা দিতে চাই।
ছবি
#জীবনে সফল হতে চাইলে অবশ্যই প্রভুকে রাজি খুশি রাখতে হবে।
#সফল হতে চাইলে বাবা-মা'র সাথে সবসময় ভালো আচরণ করবেন, তাদের দোয়া নিবেন। কারণ, কোনো সন্তানের প্রতি তাদের দোয়া বিফলে যায় না।
#কেউ যদি হালাল পন্থায় সফল হতে চান, তবে অবশ্যই সর্বদা সৎ থাকতে হবে।
#সফল হতে হলে অবশ্যই অধিক পরিমাণে ধৈর্য ধারণ করতে হবে। একটি কাজ শুরু করবেন, ব্যর্থ হবেন, আবার শুরু করবেন।
#সফল হতে চাইলে অবশ্যই লোভ বর্জন করতে হবে।
#সফলতা অর্জনের চেয়ে দক্ষতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা উচিত। কারণ, কোনো কাজে দক্ষতা অর্জন করতে পারলে সফলতা আপনা আপনি অর্জন করতে পারবেন।
#সফল হতে চাইলে অবশ্যই অন্যের কল্যান সাধনের চিন্তা করতে।
#নিজেকে একজন সফল ব্যাক্তি হিসেবে দাবি করতে হলে অবশ্যই বিভিন্ন বিষয়ে অন্যের থেকে বেশি জানতে হবে।
আমি জানিনা আমার বার্তাগুলো কতটা গ্রহনযোগ্য। তবুও আমার কাছে কেন জানি উপরিউক্ত লেখাগুলো যথার্থ মনে হয়েছে। তাই আমি এগুলো আপনাদের সাথে ভাগ করলাম।
চলমান এই কন্টেস্টে আমি আমার কিছু স্টিমিয়ানস্ বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি উক্ত কন্টেস্টে অংশগ্রহন করার জন্য। আশা করছি আমার মত তারাও অংশগ্রহণ করবে।
@rakibal,@yoyopk,@baizid123
আজ এপর্যন্তই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং খুবই সুন্দরভাবে সফলতার বর্ণনা নিয়ে অনেক কথা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন পড়ে খুবই ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেই সাথে দেখলাম আপনি আপনার মতো করে সফলতার সংজ্ঞা উপস্থাপন করেছেন।
তাছাড়া দ্বিতীয় প্রশ্নের উত্তরে আপনি উল্লেখ করেছেন যে আপনি সফল ব্যক্তি নন। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি সঠিক বলেছেন কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে তারই আরাধনা বা এবাদত করার জন্য।
কিন্তু আমাদের কার্যক্রম দেখলেই আমরা নিজেরা বুঝতে পারবো যে আমরা শুধুমাত্র নিজেকে উন্নত করার জন্য বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এক কথায় সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছি কিন্তু যখনই বিপদে পড়ছি তখনই তাকে স্মরণ করছি।
সেই সাথে আপনি আপনার বন্ধুদেরকে বেশ কিছু বার্তা উপস্থাপন করেছেন এই সাফল্য বা সফলতা নিয়ে। এক কথায় সম্পূর্ণ লেখাটি বেশ ভালো হয়েছে।
অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি লেখা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। প্রতিযোগিতার এই লেখনীর জন্য আপনার উদ্দেশ্যে অনেক শুভকামনা রইল।
আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য ধন্যবাদ দিদি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
সেই সাথে আমি দেখলাম আপনি সফলতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য,,,, আমাদের সাথে শেয়ার করেছেন। সেগুলো আসলে আমাদের প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন।
আপনি আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে,,, আপনি একজন সফল ব্যক্তি নন। আসলে চেষ্টা করলে মানুষ সফল হতে পারে। এটা কিন্তু বৃথা যায় না। আমাদের প্রত্যেকেরই উচিত,,,, সৃষ্টিকর্তার আরাধনা করা। সেটা আপনি হোক কিংবা আমি।
অসংখ্য ধন্যবাদ,, সফলতা সম্পর্কে এই কথাগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।
ধন্যবাদ আপু