গ্রাম্য বিবাদ

in Incredible Indialast year

2_20230723_203617_0001.pngবাটারফ্লাই ইফেক্ট,এই টার্মটির সাথে আমরা সবাই পরিচিত নই কিংবা কিছু সংখ্যক মানুষ পরিচিত।যাইহোক আমি টার্মটি সংক্ষিপ্ত আকারে আমার নিজের ভাষায় সঙ্গায়িত করার চেষ্টা করছি।সহজ ভাষায় বলতে গেলে কোনো ছোট ব্যাপারকে কেন্দ্র করে বড় কোনো ঘটনা ঘটাকেই বলা হয় বাটারফ্লাই ইফেক্ট।আমরা জানি,পানিতে চলা একটি জাহাজে সামান্য একটি ছোট ফুটার কারণেও একটি জাহাজ তলিয়ে যেতে পারে,এটাও বাটারফ্লাই ইফেক্টের একটি উদাহরণ।

আমাদের গ্রামে ছোট বাচ্চায় বাচ্চায় ঝগড়া লাগায় এখন সেখানে দিনে অন্তত একবার পুলিশি মহরা চলছে৷ঘটনাটি তাহলে খুলেই বলি,দুজন শিশু বয়স দুজনেরই আনুমানিক ছয় কিংবা সাত।একসাথে খেলতে খেলতে যেকোনো কারণে ঝগড়া লাগায় একজন একটু বেশি আহত হয়েছে। তারপর বেশি আহত শিশুর অভিভাবক যখন তার ছেলেকে মারার প্রতিবাদ করতে গেলো তখনই ঝগড়াটি ধারণ করলো বিরাট আকার।বিপরীত পক্ষ তাকে প্রচন্ড মার মেরেছে।সে কোনো কুল না পেয়ে থানায় করেছে মামলা। সেই মামলায় ফেসেছে নির্দোষ কিছু মানুষও।আর এ কারণেই এখন প্রতিটি মূহুর্তেই আমাদের গ্রামটিতে অশান্তি বিরাজ করছে।বাটারফ্লাই ইফেক্ট বুঝতে এই পুরো ঘটনাটি যথেষ্ট।কারণ,এই কাহিনীর মুল বিষয় হলো,ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বড় একটি ঘটনা ঘটা।

এই যে পুরো বিষয়টি ঘটার একমাত্র কারণ হলো বেশি বাড়াবাড়ি।তারা এরকম বিষয়টি একটি সাধারণ ঘটনা হিসেবেও বিবেচনা করতে পারতো।কারণ,একই গ্রামের একসাথে বেড়ে ওঠা শিশুদের মধ্যে একটু আধটু ঝগড়া লাগতেই পারে।তাই বলে সেই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ঝগড়া,ব্যাপারটা আসলেই দুঃখজনক।এটাকে কেন্দ্র করে আবার পুরো গ্রামে অশান্তি এটি তার থেকেও বেশি দুঃখজনক।
angry-ga922404c7_1280.jpgsrc
গ্রাম্য বিবাদের মূল হোতা হিসেবে কাজ করে তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষের উস্কানিতে ঝগড়া বিবাদ বিরাট আকার ধারণ করে।তাই আমি মনেকরি আমাদের নিজেদের সমস্যাগুলো নিজেদেরকেই সমাধানের চেষ্টা করতে হবে,তৃতীয় পক্ষ থেকে একেবারে সাবধান।নিজেদের মনের হিংসার কারণে যেনো আর কোনো ভাইয়ের রক্ত না ঝড়ে,এই বিষয়টাতে প্রচন্ড খেয়াল দেয়া চাই।এরকম দুই একটা তুচ্ছ ঘটনা মানিয়ে নেয়া শিখতে হবে আমাদের।

সব ভুলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের গ্রাম বা সমাজই আমাদের আপন ঠিকানা। কারণ,দিনশেষে সেখানেই ফিরতে হয় আমাদের।তাই সমাজ বা গ্রামের মানুষগুলোকে মনে প্রাণে ভালোবাসতে হবে।কারণ ওরাই আমাদের খুব কাছের মানুষ।যেকোনো বিপদ-আপদে ওদেরই সর্বপ্রথম হাতের কাছে পাওয়া যাবে।

গ্রাম্য বিবাদ থেকে মুক্তি পাক প্রতিটি গ্রাম।এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।
EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  
Loading...
 last year 

আপনি একদমই বাস্তব কথা বলেছেন। আসলে গ্রাম অঞ্চলে একসাথে বেড়ে ওঠা শিশুদের মধ্যে সামান্য তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটি হয়ে থাকে তাই বলে এ সামান্য বিষয়টা কে অভিভাবকরা বড় করে না ভাবায় উচিত। তাহলে আর কারো রক্ত ঝরবে না। এই ছোট বিষয়টাকে ছোট ভেবে ই মেনে নেওয়া উচিত। আর এই ছোট বিষয়টাকে যখন বড় করে তোলা হয় তখন আরো অশান্তির সৃষ্টি হয়।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের কাছে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে সুন্দর বাস্তব উদাহরণ তুলে ধরেছেন যা সত্যিকার অর্থে প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে চলছে। যেকোনো বড়ো সমস্যার মুূলে একটি ছোট সমস্যা থাকে যা সহজে আলোচনা করে সমাধান করা যায় কিন্তু আমরা তার চেষ্টা না করেই ঘনাকে বড়ো হতে বড়ো করে ফেলি যা পরবর্তী সময়ে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শুধুমাত্র গ্রাম্য বিবাদ নয় দুজন ব্যক্তির মধ্যে তৃতীয় পক্ষ আসলেই অনেক সামান্য সমস্যা বিরাট আকার ধারণ করে তাই সবসময়ই উচিত তৃতীয় পক্ষ থেকে নিজেদের নিরাপদ রাখা।

 last year 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.029
BTC 56269.96
ETH 2364.95
USDT 1.00
SBD 2.26