চিন্তার পার্থক্য

in Incredible India10 months ago

pexels-andrea-piacquadio-3760790.jpg
Src
পৃথিবীতে বিচরনকারী প্রতিটি মানুষ কোনো না কোনো সমাজে বাস করে৷পরিবারের পরই সমাজ।তাই মানুষকে সামাজিক জীব বলা হয়।এপৃথিবীতে কোনো মানুষ অন্য মানুষের সাহায্য ছাড়া চলতেই পারবে না।যেটা আমরা দেখে আসছি সেই আদিম যুগ থেকেই।যদি তাই না হতো তবে অনেক মানুষই পারিবারিক মোহ ছেড়ে জঙ্গলে গিয়ে একাকি বসবাস করতো।তখন আর প্রজন্মের বিস্তার ঘটতো না,বাড়তো না জনসংখ্যা।আমাদের সমাজগুলোতে বিভিন্ন চিন্তার মানুষ বাস করে। কারো চিন্তা অন্যের চিন্তার সাথে হুবহু মিলে না৷সবার চিন্তা আলাদা আলাদা।

দিন বদলের সাথে সাথে নতুন নতুন ইস্যু তৈরি হয় এবং হচ্ছে।যেগুলো নিয়ে সমাজে বাস করা মানুষগুলোর মধ্যে শুরু হয় মতপার্থক্য, যেটাকে আমার ভাষায় আমি বলি চিন্তার পার্থক্য। মানুষের এই চিন্তার পার্থক্যের কারণেই একে অপরের মধ্যে শুরু হয় দলাদলি।শুধু এই চিন্তার পার্থক্যের কারণেই রাশিয়া ইউক্রেন,যুদ্ধের মতো ভয়াবহ ক্ষতিকেই তারা প্রধান্য দিয়েছে।চিন্তার পার্থক্য যেমন খুব ভালো জিনিস তেমনি খারাপও বটে৷আমাদের চোখে যত হানাহানি, মারামারি,যুদ্ধ,দলাদলি,হিংসা পরিলক্ষিত হয় এসবই চিন্তার পার্থক্যের ফল।চিন্তার পার্থক্যের কারণেই পৃথিবীতে স্নায়ু যুদ্ধের সৃষ্টি হয়েছিল।চিন্তায় পার্থক্য থাকার কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে এক টেবিলে বসে খাবার খায় না,চলে পারিবারিক কোন্দল। এই কোন্দল থামতে লাগে প্রচুর সময়।

আমাদের দেশসহ পৃথিবীর প্রত্যেকটা দেশেই এই চিন্তার পার্থক্য থাকার কারণে রাজনৈতিক প্রাঙ্গণে একরকম বৈরী আবহাওয়া বিরাজ করে সবসময়ই।একজনের সাথে আরেকজনের চিন্তায় মিল না থাকার কারণে একজন আরেকজনকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না।

আমার যেটা ভালো লাগে আপনার সেটা ভালো নাও লাগতে পারে।আমি যেটাকে ভালো বলি আপনি সেটাকে খারাপ বলতেই পারেন।মানুষ হিসেবে আমাদের মতামত একেক জনের একেক রকম হবে এটাই স্বাভাবিক।যেমন ধরুন, যারা মাদকসেবী কিংবা জুয়া খেলায় অভ্যাস্থ তাদের কাছে জুয়া কিংবা মাদকের স্বাদ একদম অমৃত মনে হয় অথচ আমরা অনেকেই মাদকের গন্ধ কিংবা জুয়া খেলা সহ্যই করতে পারি না। উদহারন হিসেবে যে মাদক এবং জুয়ার কথা বললাম, এই মাদক কিংবা জুয়ার প্রতি ভালোবাসা কিংবা ঘৃণা উভয়ই কিন্তু চিন্তার পার্থক্য থেকেই আসে।

চিন্তার পার্থক্যের ফলাফল ভালো হোক কিংবা খারাপ তবুও এই পার্থক্য থাকা খুব প্রয়োজন।কারণ,চিন্তার পার্থক্য ছিলো বলেই ভয়ানক পারমানবিক বোমাসহ পৃথিবীতে এত এত আবিষ্কার।যেগুলোর সুফল কিংবা কুফল মানুষেরা ভোগ করেছে, করছে এবং করবে।

"প্রতিটি চিন্তার পার্থক্য ব্যবহার হয় যেনো,মানুষসহ পৃথিবীতে বিচরন করা প্রতিটি জীবের কল্যাণে"।এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।
InShot_20230803_082209319.jpg

Sort:  
 10 months ago 

পৃথিবীতে এমন মানুষ আছে অনেক মানুষের চিন্তাধারা ভালো আবার খারাপ একেক দলের মানুষের চিন্তাধারা একেক রকম সবার চিন্তাধারা যদি এক হতো তাহলে তারা খারাপ চিন্তা টাই ধরে নি তো এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই আল্লাহ তায়ালা চিন্তাধারা এক না দিল যেটা বিছে নেয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য

শুধু এই চিন্তার পার্থক্যের কারণেই রাশিয়া ইউক্রেন,যুদ্ধের মতো ভয়াবহ ক্ষতিকেই তারা প্রধান্য দিয়েছে।

আসসালামু আলাইকুম ভাই,
চিন্তাও কিন্তু একটি রোগ ভাই সেই বিষয়টা কি আপনি জানেন? যেটাকে বলা হয় চিন্তা রোগ!

এইসব চিন্তা রোগীরা নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই তার সাথে অন্য মানুষদেরকেও ক্ষতির সম্মুখীন করছেন তাদের এই বাজে চিন্তাধারার কারণে।

আমাদের সবার চিন্তা যদি একই হতো তাহলে এই পৃথিবীটা হয়তোবা অন্যরকম হতো।

একজন ভালো চিন্তা করবে একজন খারাপ চিন্তা করবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সব সময় ভালো চিন্তাধারা মানুষদের সাথে সহমত পোষণ করা একান্ত জরুরী।

আজকে এই অমূল্যবান পোস্টটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা করছি ভাই।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আমাদের সবার চিন্তা যদি একই হতো তাহলে এই পৃথিবীটা হয়তোবা অন্যরকম হতো।

চিন্তার পার্থক্য না থাকলে পৃথিবী বৈচিত্র্যময় হতো না। চিন্তার পার্থক্য আছে বলেই পৃথিবীতে বৈচিত্রতা পরিলক্ষিত হয়।

 10 months ago 

আমরা মানুষ আলাদা আর তাই আমাদের চিন্তাশক্তি ও আলাদা! আমরা এক একজন এক এক ধরনের চিন্তা করে থাকি! যার কারণে আমরা আমাদের পৃথিবীতে,,, নানা ধরনের বৈষম্য বৈচিত্র্য প্রতিনিয়ত লক্ষ্য করে থাকে।

একটু চিন্তা করে দেখুন তো? যদি আমাদের প্রত্যেকের চিন্তাধারা এক রকম হতো! তাহলে আমাদের পৃথিবীটা কেমন হতো,, খুবই ভয়ঙ্কর হতো! আর তাই হয়তোবা সৃষ্টিকর্তা একেকজনের মাথায় একেক ধরনের চিন্তা করার শক্তি দিয়েছে! তাই আজকে পৃথিবীটা সুন্দর।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন।

Loading...
 10 months ago 

মানুষের মধ্যে চিন্তার পার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে অনেক সময় দেখা যায় আমরা ভালো চিন্তাটাকে খারাপে রুপান্তর করে ফেলি৷ যা আসলে সঠিক নয় তাই সবসময় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আমরা যেনো ভালোর সাথে খারাপকে মিশিয়ে না দেই।

 10 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 10 months ago 

মানুষের চিন্তা ভাবনা ভিন্ন ধরনের থাকে এবং সবার চিন্তা-ভাবনা যদি এক হয় তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত কারণ যে ভালো চিন্তা করে সে শুধুই ভালো চিন্তা করে যেত এবং অন্য মানুষও ভালো চিন্তা করে যেত এবং যে খারাপ চিন্তা করে তার সাথে যদি অন্য মানুষের চিন্তা ভাবনা এক থাকে তাহলে পৃথিবীর বুকে সব কিছুই খারাপ আর খারাপ হয়ে যাবে যে ভালোভাবে শুধু পৃথিবীর বুকে ভালো আর ভালো থাকতো তাই আমাদের প্রতিটা মানুষের চিন্তা-ভাবনা ভিন্ন ধরনের থাকে এবং ভিন্ন ধরনের থাকাটাই সবচেয়ে ভালো আমার নিজের মনে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজ আপনি আমাদের মাঝে উল্লেখ করেছেন যেটা পরিবেশ ভালো লাগলো।

 10 months ago 

সুন্দর একটি মতামত উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66269.64
ETH 3568.77
USDT 1.00
SBD 3.06