হেডমাষ্টার

in Incredible India2 years ago

pexels-junior-developer-5415450.jpg
Src[ছবিটি প্রতিকী চিত্র মাত্র]
হেডমাষ্টার কামরুল হুদা স্যার,আমাদের গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক। খুবই সাদাসিধা একজন মানুষ।অহংকারের পরিমাণ একেবারে শূন্যের কোঠায়। কথা খুব কম বলা স্বভাবের লোক।কথার আওয়াজ খুবই কম, মানে তিনি যাকে উদ্দেশ্য করে কথা বলেন শুধু তিনিই শুনতে পান। দীর্ঘ শিক্ষকতার চাকরিজীবন তাকে অব্যাহতি জানিয়েছে বেশ কিছু বছর হলো।তিনি এখন অবসরপ্রাপ্ত একজন মানুষ।

দীর্ঘ চাকরি জীবনে খুব বেশি ধন সম্পদ তিনি করতে পেরেছেন বলে আমার মনে হয় না,কারণ তার চলাফেরাই তা প্রমাণ করে,একদমই সাধারণ চলাফেরা।দুর্নীতি নামক মোহ তাকে কখনই ঘায়েল করতে পারেনি।তিনি তার নীতিতে অটল।দীর্ঘ ৫ বছর তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে তাকে খুব কাছ থেকে অবলোকন করার সৌভাগ্য আমার হয়েছে।একটি কলিজা কালারের ফুলহাতা শার্ট,ধূসর রংয়ের ফুল প্যান্ট আর একজোড়া বাটা জুতা, এই ছিলো তার ফরমাল ড্রেস। এখনও মাঝে মাঝে দেখা হয় স্যারের সাথে কিন্তু খুব একটা খোস গল্প হয় না,শুধু সালাম দেওয়া নেওয়া পর্যন্তই।

যখন রাস্তা-ঘাটে স্যারের সাথে দেখা হয় তখন একটা বিষয় খেয়াল করি একজন অবসরপ্রাপ্ত হেডমাস্টারের খুব সাধারণ জীবনযাপন। চাকরিরত অবস্থায় তিনি যে ফরমাল ড্রেস ব্যবহার করতেন এখনও তিনি সেই ড্রেসগুলোই ব্যবহার করেন। কিন্তু সেগুলো আর আগের মতো নতুন নেই,রং মরে গেছে।

আপনার আমার স্বপ্নের হেডমাস্টাররা কতই না চাকচিক্যের অধিকারী,কত ধনসম্পদ,পতিপত্নী,সুনাম,পোশাকে- আশাকে গর্জিয়াছ। অথচ কামরুল হুদা স্যার সেখানে একজন সাধারণ নিরহংকার মানুষ।যখন তিনি চাকরির দ্বায়িত্বে বহাল ছিলেন তখনও তিনি রাস্তা দিয়ে হেটে গেলে তাকে দেখে বোঝাই যেতো না যে তিনি একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের হেডমাষ্টার।এমনই ছিলো তার জীবন। এখনও খুব একটা পরিবর্তন হননি তিনি।

আমাকে যদি বলা হয়,"আপনার শিক্ষা জীবনে প্রিয় শিক্ষক কে..?" তখন আমি বলতে চাই, অনেক প্রিয় শিক্ষকদের তালিকায় কামরুল হুদা স্যারও আমার প্রিয় শিক্ষক।শিক্ষক তাকেই বলা হয় যিনি শিক্ষা দেন৷ কামরুল হুদা স্যারের জীবনটাই একটা শিক্ষা।তাকে দেখে আমি অধ্যয়ন করতে শিখেছি যে, একজন অসাধারণ মানুষ হয়েও কিভাবে সাধারণ জীবনযাপন করতে হয়,কিভাবে অহংকারের গলায় পাড়া দিয়ে দাড়িয়ে থাকতে হয়,পোশাকে পরিবর্তন না এনে কিভাবে মানসিকতায় পরিবর্তন আনতে হয়।

স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। মহান রব যেন স্যারকে মাফ করে দেন,স্যারের নেক চাহিদাগুলো পুরণ করে দেন। আমীন।

স্যার ও সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110435.48
ETH 4367.19
USDT 1.00
SBD 0.83