সবার স্বপ্ন বাড়ি যায় না

in Incredible Indialast year (edited)

IMG_20230628_211958.jpg
আসন্ন ঈদকে কেন্দ্র করে বাড়িতে আত্মীয়স্বজনদের সাথে ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে দেশের বিভিন্ন প্রান্তে চাকরিরত মানুষগুলো ঘরে ফিরছে।এদের মধ্যে কেউ করপোরেট জব হোল্ডার, কেউ সরকারি চাকরিজীবী আবার কেউ কেউ গার্মেন্টস শ্রমিক।তবে ঘরে ফেরা মানুষগুলোর মধ্যে গার্মেন্টস কর্মীরাই সংখ্যায় বেশি। কেউ বাসে,কেউ খোলা ট্রাকে আবার কেউ মাইক্রোতে,মোটকথা যে যেভাবে পারছে সে সেভাবেই নীড়ে ফিড়তে ব্যস্ত।

প্রায় আটটি জেলার প্রবেশদ্বার আমার শহর।শহরের মুলফটকে আমার ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার সুবাদে ঘরে ফেরা মানুষগুলোকে খুব ভালোভাবে পরিলক্ষিত করতে পারি।

বিগতদিনে এরকম ঈদ মৌসুমে এই ঘরে ফেরা মানুষগুলোকে বিভিন্ন ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এই কিছুবছর হলো তাদের আর তেমন ভোগান্তি পোহাতে হয় না। কারণ, আমাদের শহরে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ পুলিশ,আনসার,সংবাদিক মহলসহ আরও স্থানীয় কয়েকটি সংগঠন। যারা দিন রাত নিরলস পরিশ্রম করে জনগনের সুরক্ষা দিতেই ব্যস্ত।তাদের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
IMG_20230628_080248.jpg
বিগতদিনে এমন সময়গুলোতে পরিবহন সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তায় ট্রাফিক জ্যাম নামক রোগে আক্রান্ত হতে হতো এই ঘরে ফিরা মানুষগুলোকে।কিন্তু বছর দুয়েক আগ থেকে তাদের আর তেমন জ্যামেও পড়তে হয় না।কারণ,এই ট্রাফিক জ্যাম নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।ঘরে ফেরা মানুষগুলোকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে তারা বিভিন্ন সচেতনতার বাণী মাইকের সাহায্য প্রচার করছেন।
IMG_20230628_234245.jpg
রাস্তায় কোথাও ঝামেলা বাধলে তারা সেটা দ্রুত সমাধানের চেষ্টা করছেন।তাদের এমন কাজ সত্যি প্রশংসানীয়।মোটকথা তারা আমাদের উপজেলাকে একটি জ্যামমুক্ত উপজেলাতে পরিণত করতে সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন।

এই প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের ভূমিকা ছিল ভাবনার বাহিরে।তীব্র রোদ,প্রচুর বৃষ্টি, রাস্তার বিষাক্ত ধূলাবালি উপেক্ষা করে সেবা দিয়ে যাচ্ছে দিনরাত সর্বক্ষণ।
IMG_20230628_211701.jpg
তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ থাকেলেও মনের জোর যেন প্রচুর।তারা এমন ভাবে মানুষকে সুরক্ষা দিচ্ছেন দেখলে মনে হবে ঘরে ফেরা মানুষগুলো তাদের আত্মীয়স্বজন অথচ তাদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তারা এমন উদ্যোগ গ্রহন করেছেন একমাত্র মানবিক দিক বিবেচনা করেই।

এই মানুষগুলো এদেশের ঘরে ফেরা মানুষগুলোকে ঠিকই নিরাপদে বাড়িতে পৌঁছে দিচ্ছেন পরিবারের সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। কিন্তু তারা তাদের দায়িত্বে বহাল থাকার কারনে নিজেরাই পরিবারের সবার সাথে ঈদ আনন্দ কাটাতে পারছেন না।সবার স্বপ্ন বাড়ি গেলেও তাদের অনেকেরই স্বপ্ন বাড়ি যায় না।কারণ তারা দ্বায়িত্বে বহাল।।তাদের এমন ত্যাগ কখনও ভোলার নয়।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।ঈদ মোবারক।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65836.42
ETH 2694.41
USDT 1.00
SBD 2.87