শিক্ষা সফর

in Incredible Indialast year (edited)

IMG_20191212_115619.jpg



আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?? আশা করছি মহান রব্বুল আলামীনের রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি।

এই পোস্টে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের গতবছরের শিক্ষা সফরের ঘটনাগুলো বর্ণনা করতে চাই। আশা করছি ভালো লাগবে। শুরু করছি........



প্রায় প্রতিবছরই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগে একবার করে শিক্ষাসফরের ব্যবস্থা থাকে।প্রতিবছরের ন্যায় গতবছরও শিক্ষা সফরের ব্যবস্থা করেছিল আমাদের ব্যবসায় প্রশাসন বিভাগ ।

সেখানে আমাদের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় প্রত্যেকটা ব্যাচেরই উপস্থিতি ছিলো। আমরা ছিলাম ব্যবসায় প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। আমাদের ১৩তম ব্যাচের কয়েকজন বাদে প্রায় সকলেই উপস্থিত ছিলাম সেই শিক্ষা সফরে।

যাইহোক,শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌথ মতামতের ভিত্তিতেই তারিখ এবং জায়গা নির্ধারণ করা হলো। স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল নাটোরের উত্তরাগণভবন এবং গ্রীন ভ্যালি পার্ক।প্রথমে এই দুই স্থান সম্পর্কে হালকা একটু ধারনা দেই আপনাদের, তারপর বাকি ঘটনাগুলো বর্ণনা করছি।

প্রথমেই বলি উত্তরাগণভবন সম্পর্কে, বগুড়া শহর হতে প্রায় ৯০ কিলোমিটার দূরে নাটোর জেলার অবস্থান। আবার নাটোর থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে উত্তরা গণভবনের অবস্থান। নাটোরের লালপুর উপজেলা হতে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত গ্রীণভ্যালি পার্ক।

যাইহোক, আমরা সবাই নির্ধারিত তারিখে সকাল সকাল উপস্থিত হয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। তারপর বিশ্ববিদ্যালয়ের লগো ধারিত একটি করে টিশার্ট শরীরে পরিধান করে উঠে পড়লাম বিশ্ববিদ্যালয়ের বাসে, সফরে যাওয়ার জন্য।



IMG_20191212_080242.jpg



IMG_20191212_113611.jpg



বাসে উঠার কিছুক্ষণ পরপরই শুরু হয়ে গেল বন্ধুদের হৈ-হুল্লোড়। প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর পৌছালাম উত্তরা গণভবনে। গাড়ি পার্কিং করার সাথে সাথেই একে একে নেমে পড়লাম। দায়িত্বে থাকা কিছু শিক্ষার্থী আগেই নেমে গিয়েছে আমাদের সবার জন্য ভিতরে প্রবেশের টিটিক কাটতে।

টিটিক হাতে পেয়ে একে একে প্রবেশ করলাম গণভবনের ভিতরে। আহা! কি মনোরম পরিবেশ সেখানকার, মন জুড়িয়ে গেল। নানান রকমের বড় বড় গাছপালা যেন পুরো গণভবণকে ঘিরে রেখেছে।

একটু এগিয়ে গিয়ে দেখলাম বিশাল এক পুরাতন স্থাপনা। এই স্থাপনার প্রায় চারপাশেই অনেকগুলো দরজা এবং জানালা ছিলো কিন্তু সবগুলোই বন্ধ থাকার ফলে ভিতরের কি আছে তা দেখা সম্ভব হয়নি। শুধু ঘুরে ঘুরে চারপাশ দেখলাম। সবাই মিলে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, বন্ধুরা মিলে ছবি উঠালাম।



IMG_20191212_121439.jpg



যেহেতু সফরের স্থান দুইটা তাই সেখানে বেশি দেরি করা সম্ভব হয়নি, গ্রীণভ্যালি পার্কেওতো যেতে হবে। সেই উদ্দেশ্য ভিতর থেকে বেরিয়ে আবার উঠে পড়লাম বাসে। প্রায় ১০ ক্ষণকালের মধ্যে পৌছে গেলাম গ্রীণভ্যালি পার্কে। টিকিট কাটার পর প্রবেশ করলাম পার্কের ভিতরে। উপভোগ করলাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য। দেখার মতো অনেক কিছুই ছিলো সেখানে।
ভিতরে প্রবেশ করে যে যার মত দলবদ্ধ হয়ে ঘুরেছিলাম।



IMG_20191212_142020.jpg



আমরা ঘুরছিলাম আর দায়িত্বশীলরা আমাদের জন্য খাবার রান্না করছিল। রান্না প্রায় শেষ। প্রচুর ঘোরাঘুরি করার ফলে প্রচন্ড ক্ষুধা লেগেছিল সবার। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসলাম।

খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। বেলা প্রায় শেষ, এখন বাসায় ফিরতে হবে। বাসে উঠে পড়লাম সবাই, বাড়ি ফিরার জন্য।
প্রচুর মজা হয়েছিল সেইদিনটিতে। সেইদিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।



আজ এপর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে।

ধন্যবাদ সবাইকে, আমার এই পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য, ভালো থাকবেন।

DeviceName
AndroidRedmi note 5A Prime
LocationBangladesh
Shot by@xhadhin
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

Hola @xhadhin

Estás giras educativas me hicieron acordar mi época de estudiante, es una gran oportunidad de aprender mucho, compartir con los compañeros, tomar muchos apuntes y fotos, es una gran experiencia.

A veces quisiéramos congelar el tiempo para poder estar un poco más en esos lugares, pero como dicen por allí, el tiempo pasa rápido.

Me encantó leer tu publicación amigo, saludos 🤗

Te recomiendo hacer power up, ya que no estás dentro del club5050 y no puedes usar la etiqueta, trata de apoyar más a tus compañeros con votos y comentarios para aumentar tu CSI



হ্যালো @xhadhin

এই শিক্ষামূলক ট্যুরগুলি আমাকে আমার ছাত্রজীবনের কথা মনে করিয়ে দিল, এটি অনেক কিছু শেখার, সহপাঠীদের সাথে ভাগ করে নেওয়ার, অনেক নোট এবং ফটো তোলার একটি দুর্দান্ত সুযোগ, এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা।

কখনও কখনও আমরা সেই জায়গাগুলিতে আরও কিছুটা ব্যয় করতে সক্ষম হওয়ার জন্য সময় হিমায়িত করতে চাই, তবে তারা সেখানে বলে, সময় দ্রুত চলে যায়।

আপনার প্রকাশনাটি পড়ে ভালো লেগেছে বন্ধু, শুভেচ্ছা 🤗

আমি একটি পাওয়ার আপ করার পরামর্শ দিচ্ছি যেহেতু আপনি 5050 ক্লাবে নেই এবং আপনি লেবেলটি ব্যবহার করতে পারবেন না, আপনার CSI বাড়াতে ভোট এবং মন্তব্যের মাধ্যমে আপনার সহকর্মীদের আরও সমর্থন করার চেষ্টা করুন

 last year 

ধন্যবাদ আপনাকে। জ্বি পাওয়ার আপ করেছি।

 last year 

আপনার পোস্টটি পড়ে যা বুঝতে পারলাম আপনারা ঘুরতে গিয়ে অনেক মজা করেছিলেন। বন্ধুদের সাথে ঘুরতে গেলে অনেক বেশি মজা হয়। লেখাপড়া বা অন্য কাজের মাঝে একটু ঘোরাঘুরি করলে মন ভালো থাকে। তার সাথে আপনি ঘোরাঘুরি করার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই বলেছে আপনার অনেক মজা করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর একটি মতামত প্রদানের জন্য।

 last year 

কি বলবো ভাই আপনার শিক্ষা সফর উপভোগ করে যে মজা আনন্দ করেছেন ৷ তার চেয়ে বেশী আনন্দ পেলাম আপনার পোষ্ট টি পড়ে ৷ আপনি খুব সুন্দর করে আপনার শিক্ষা সফর উপস্থাপন করছেন ৷ খুবই ভালো লাগলো ভাই ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷ ভালো থাকবেন ৷

 last year 

আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কারণ, আপনি অনেক ধৈর্য নিয়ে পোস্টটি পড়েছেন।

Loading...
 last year 

জিবনে যত লেখা পড়া করা জরুরি। বিনোদন করাও জরুরি। আর সেটা অবশ্যই হালাল। হারাম করলে সব শেষ।

উত্তরা গণভবন, এরপর নাটোরের গ্রীনভ্যালী। আলহামদুলিল্লাহ দুটোতেই গত বসর ভ্রমন করেছি। ভালোই লেগেছিলো। আপনারাও দেখতে পেলাম, অনেক আনন্দ ও ঘুরাঘুরি করলেন। ভালো থাকবেন।

 last year 

জ্বি ভাইয়া, লেখাপড়ার ফাঁকে ফাঁকে একটু ঘোরাঘুরি করলে মস্তিষ্ক ভীষণ পরিষ্কার হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43