চাহিদা পূরণ

in Incredible India6 months ago (edited)

আমার নানী দীর্ঘদিন যাবৎ গ্যাস্টিকে ভূগছেন। তাই তিনি ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসক তাকে কিছু ঔষধ লিখে দিয়েছেন যেগুলো তিনি প্রতিনিয়তই সেবন করে আসছেন। গতকিছুদিন আগে তার ঔষধ শেষ হয়েছিলো, তাই আবার কিনতে হয়েছে...। আমাদের এলাকার ঔষধের দোকানগুলোতে নানীর প্রেসক্রিপশনের বেশিরভাগ ঔষধ পাওয়া গেলেও সামান্য কিছু ঔষধ খুঁজেও মিলছিলো না।


pexels-monstera-production-9429448.jpgsrc

নানীর ওই ঔষধগুলো সংগ্রহ করতে এইতো গত কিছুদিন আগে আমাকে বগুড়ায় যেতে হয়েছিলো। বিভিন্ন ঔষধের দোকান ঘুরে একটি দোকানে পেয়ে গেলাম ঔষধগুলো। তবে সেগুলো তাদের দোকানে নেই, গোডাউন থেকে এনে দিবে। এজন্য আমাকে বলা হলো খানিকটা সময় অপেক্ষা করতে৷ তাই আমি প্রেসক্রিপশনটা ওখানে জমা দিয়ে ওই দোকানের সামনেই একটু পাইচারি করছিলাম।

pexels-mykhailo-volkov-11911097.jpgsrc

হাঁটাহাটির মাঝে লক্ষ্য করলাম একজন ব্যবসায়ী রাস্তার ধারেই বসে স্ট্রবেরি বিক্রি করছেন৷ স্ট্রবেরির আকর্ষণীয় কালারে আমি মুগ্ধ হয়ে দু কদম এগিয়ে গিয়ে দাম জিজ্ঞেস করলাম। উনি বলল, প্রতি কেজি ৬০০ এবং ৮০০ টাকা। অধিক দাম হওয়ায় আর কথা না বড়িয়ে ঔষধ নিয়ে বাসায় ফিরলাম।

দুই থেকে তিনদিন পর দেখলাম আমাদের বাসার বারান্দায় দুটো স্ট্রবেরির গাছ। কে এনেছে জিজ্ঞেস করায় উত্তর পেলাম "তোর বোন"। পরে সে ওই গাছ দুটো ছাঁদে একটি পাত্রের ভিতরে লাগিয়েছে।

IMG_20240318_073616-01.jpeg

কয়েকদিন পর লক্ষ্য করলাম গাছে ফুল ফুটেছে, তার কিছুদিন পর দেখলাম ফুল পড়ে গিয়ে ফল বের হয়েছে।আরো কিছুদিন পর দেখলাম, ফল বড় হয়ে লাল টকটকে রুপ ধারণ করে পরিপক্ব হয়েছে। গতকাল ওই গাছ থেকে ফল ছিঁড়ে সবাই মিলে খেয়েছি। পুরো ব্যাপারটাই আমার কাছে ম্যাজিক্যালি মনে হলো। সবকিছু যেন তাড়াতাড়িই হয়ে গেলো। ৮০০ টাকা কেজির পন্য বাড়ির ছাঁদেই ফলানো সম্ভব হচ্ছে, ব্যাপারটা মজার না....?

এই ঘটনা দেখার পর আমার বুঝতে অসুবিধা হলো না যে,

pexels-photo-4890733.jpegsrc

একটি কাজ শুরু করার আগ মহূর্ত পর্যন্ত সেই কাজ কঠিন বলেই বিবেচিত হয়। যখনি সেই কাজ হাসিল করতে অগ্রসর হয় যেকেউই, তখনি তা সহজে পরিনত হয়।

দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির এবাজারে আমরা অযথাই খুচরা ব্যবসায়ীদের দোষারোপ করি। অথচ এর মূলে যে সিন্ডিকেট কাজ করছে, তাদেরকে নিয়ে কথা বলার সাহস আমাদের হয় না৷ যাইহোক যেটা বলছিলাম, আপনি বা আমি ইচ্ছা করলেই আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো নিজেরাই তৈরি বা ফলিয়ে নিজেদের পরিবারের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। বিঃদ্রঃ স্ট্রবেরি এখানে সাধারণ একটি উদাহরণ মাত্র।

আমরা যদি নিজেরাই নিজেদের জন্য কৃষিতে মনোনিবেশ করি, ব্যক্তিক চাহিদা পূরণের লক্ষ্যে। তবে একদিকে বাঁচবে আমাদের সাংসারিক খরচ অপরদিকে পূরণ হবে ভেজালমুক্ত খাদ্যের চাহিদা।

শুধু স্ট্রবেরিই নয়, তরমুজ থেকে শুরু করে যত দামী প্রয়োজনীয় পণ্য আমরা বাজার থেকে অধিক দাম দিয়ে কিনে আমাদের চাহিদা পূরণ করি, সেগুলোর বেশিরভাগই আমরা ইচ্ছা করলেই নিজেরাই আবিষ্কার করতে সক্ষম।

Sort:  
Loading...
 6 months ago 

আসলে যে কোন কাজ আমরা যখন চিন্তা করি, তখন আমাদের কাছে পাহাড় পরিমাণ মনে হয়। কিন্তু আমরা যখন সেই কাজ করা শুরু করি। তখন কাজটা কিন্তু একটু একটু করে সহজ হতে থাকে। আসলে স্ট্রবেরি ফল তেমন একটা ভালো আমার কাছে লাগে না। আপনার কাছে কতটুকু ভালো লেগেছে, সেটা আপনি ভালো বলতে পারবেন তবে এর দাম প্রচুর পরিমাণে।

৮০০ টাকা কেজির ফল আপনারা খুব অনায়াসে, নিজেদের বাড়িতে গাছ রোপন করে কয়েকদিন তার পরিচর্যা করার পর। তৃপ্তি ভরে খেতে পেরেছেন এর চাইতে বড় পাওয়া হয়তোবা আর কিছুই হতে পারে না। আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজনীয়তা, নিজেরা কিছুটা হলেও মেটাতে পারি। ধন্যবাদ চমৎকার শব্দ চয়ন করে, এত সুন্দর একটা লেখা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবে।

 6 months ago 

আপনার নানীর গ্যাস্টিকের জন্য ঔষুধ কিনতে গিয়ে কিছু ঔষুধ দোকানে খুজে পান না যার জন্য ঔষুধ কেনার জন্য আপনাকে বগুড়া যেতে হয়েছিলো ৷ পথে পায়চারি করার সময় দেখতে পান রাস্তাঘাটে অনেক ফল বিক্রেতার দোকান ফল বিক্রি করতেছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার পোস্টটির মাধ্যমে জানতে পারলাম যে আপনার নানীর গ্যাস্ট্রিকের খুব সমস্যা। এজন্য সে ভালো ডাক্তারও দেখিয়েছেন কিন্তু তার প্রয়োজনীয় সকল ঔষধ পাওয়া যাচ্ছে না বলে বগুড়া গিয়েছিলেন। মাঝে মাঝে আমাদের সাথে এমনই হয়ে থাকে, প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া গেলেও ২ /১ একটা না পাওয়ার কারনে অনেক দুরে যেতে হয়।।

ভালো থাকবেন।।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাই সময়োপযোগী একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দেশে স্ট্রবেরি ফলের দাম অনেক। কিন্তু আমরা চাইলেই ছাদ কৃষি হিসেবে স্টোরি ফলের চাষ করতে পারি। এতে করে আমাদের পরিবারের ফলের চাহিদা পূরণ করা সম্ভব। আপনার লেখায় সেটি ফুটে উঠেছে। ভাই এখন সময় আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে কোন সিন্ডিকেট বাজারে তেমন কোন প্রভাব ফেলতে না পারে।

ভালো থাকবেন ভাই শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 59698.94
ETH 2303.28
USDT 1.00
SBD 2.51