বৈরী আবহাওয়া

in Incredible Indialast year (edited)

প্রিয় পাঠক/পাঠিকাঃ
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করছি বরাবরের মতোই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই পোস্টে আমি বৈরী আবহাওয়া নামক একটি লেখা প্রকাশ করতে চলেছি।

pexels-ketut-subiyanto-4719917.jpgছবি

এখন গ্রীষ্মকাল,আরেক নাম গরমকাল। আমার মনে হয় আগেকার তুলনায় এবার বেশ গরমের মাত্রা অনেক বেশি।যা মানুষের সহ্য ক্ষমতার বাহিরে চলে গিয়েছে।এখন আর আগের মতো বৃষ্টি হয় না। বৃষ্টি হলে তবুও একটু পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় থাকতো। পৃথিবী মনে হয় ভীষণ অসুস্থতায় ভুগছে৷যার কারণে এই অবস্থা।পৃথিবীকে সারিয়ে তুলতে হবে।

গ্রামগুলোতে তবুও একটু স্বস্তিতে নিশ্বাস ছাড়া যায়। কারণ গ্রামে সবুজ প্রকৃতি আছে।যার কারণে গ্রামে এরকম গরমের সময়ও ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। তবে শহরের চিত্র একদমই ভিন্ন।আমরা যদি শহরের চিত্র দেখি তাহলে দেখতে পাবো গাছ শূন্য শহর বিপরীতে প্রচন্ড গরম।

শহরে বড় বড় দালান কোঠা নির্মিত হচ্ছে। নতুন নতুন কলকারখানা নির্মিত হচ্ছে৷ যার কারণে গাছ শূন্য হয়ে পড়ছে শহর। ফলে শহরে প্রচন্ড গরম অনুভব হয়। আমরা কিন্তু সবই বুঝি। কিন্তু কেউই মানতে চাই না৷আমার যদি একটু লক্ষ্য করি তাইলে দেখতে পাবো শহরের বেশিরভাগ বাড়িগুলোর উপর একটি বড় গাছও নাই। তাই সূর্যের তাপ সরাসরি পড়ে বিধায় এসব বাড়িতে প্রচন্ড গরম অনুভুত হয়।

pexels-quang-nguyen-vinh-2518861.jpgছবি

অনেক বাড়িতে ছাদ বাগান লক্ষ্য করা যায় তবে ছোট পরিসরের বাগান দিয়ে কি আর এরকম ভ্যাপসা তাপমাত্রার মোকাবিলা করা সম্ভব..? কোনোভাবেই সম্ভব নয়..। এসব পরিস্থিতি মানবসৃষ্ট। মানুষের অসচেতনতার কারণেই এরকমটা হচ্ছে।মানুষই নির্বিচারে গাছ কেটে গাছ শূন্য করে ফেলছে পৃথিবী। তাই আজ পৃথিবীর এমন দশা। পৃথিবীতে গাছের ছায়া ভিষণ প্রয়োজন৷ গাছ শূন্য এই পৃথিবীকে আবার নতুন করে সাজাতে হবে গাছ দিয়ে। ফাকা জায়গাগুলো ভরিয়ে ফেলতে গাছ লাগিয়ে।

আল্লাহ তায়ালা কোন কিছুকে এমনি এমনি সৃষ্টি করেননি। প্রত্যেকটি জিনিসকেই সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে৷প্রত্যেকটি জিনিসই একে অপরের সমানুপাতিক।
গাছ যেহেতু আমাদের পরম উপকারী বন্ধু তাই গাছের পরিচর্যা আমাদেরই করতে হবে। গাছের পরিচর্যা এমনভাবে করতে যেমনভাবে আমরা আমাদের শরীরের পরিচর্যা করি।

pexels-tima-miroshnichenko-6509146.jpgছবি

প্রতিদিন অন্তত একটি করে গাছ লাগাতে হবে। পৃথিবীকে সাজিয়ে তুলতে হবে সবুজ দিয়ে। শহরের প্রত্যেকটি বাড়িতে বড় বড় গাছ লাগাতে হবে। তবেই আমি মনে করি পৃথিবীর যেকোনো খারাপ অবস্থা সারিয়ে তোলা সম্ভব হবে। দুর করা যাবে পৃথিবীর অসুস্থতা। মোকাবিলা করা সম্ভব হবে যেকোনো বৈরী আবহাওয়া।

Sort:  
Loading...
 last year 

শহরে বড় বড় দালান কোঠা নির্মিত হচ্ছে। নতুন নতুন কলকারখানা নির্মিত হচ্ছে৷ যার কারণে গাছ শূন্য হয়ে পড়ছে শহর। ফলে শহরে প্রচন্ড গরম অনুভব হয়। আমরা কিন্তু সবই বুঝি। কিন্তু কেউই মানতে চাই না৷আমার যদি একটু লক্ষ্য করি তাইলে দেখতে পাবো শহরের বেশিরভাগ বাড়িগুলোর উপর একটি বড় গাছও নাই। তাই সূর্যের তাপ সরাসরি পড়ে বিধায় এসব বাড়িতে প্রচন্ড গরম অনুভুত হয়।

আপনার সাথে আমি ১০০% সহমত শহরে একটু গরমের আবহাওয়া বেশি থাকে কারণ শহরে তেমন গাছ-গাছালি নাই যেমন আমাদের গ্রাম অঞ্চলে একটু হালকা বাতাস পাওয়া যায় তেমন শহরে পাওয়া যায় না।

গরমকালে আমাদের গ্রাম্য অঞ্চল ঘুরতে আরো বেশি ভালো লাগে গ্রাম্য অঞ্চলে ঘুরতে সবারই সবসময় ভালো লাগে কিন্তু গরমকালে একটু বেশি ঘুরতে ভালো লাগে।

গ্রামে আছে সবুজ রঙ্গের গাছ গাছালি যেগুলো দেখলে নিজের মন ভরে যায় পাশাপাশি হালকা বাতাসও গায়ে লাগে গরমের ভাগ একটু কম থাকে আপনি আজ আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ।

#miwcc

 last year 

গরমকালে আমাদের গ্রাম্য অঞ্চল ঘুরতে আরো বেশি ভালো লাগে গ্রাম্য অঞ্চলে ঘুরতে সবারই সবসময় ভালো লাগে কিন্তু গরমকালে একটু বেশি ঘুরতে ভালো লাগে।

গ্রামের প্রতি আমার দুর্বলতা সেই অনেক আগে থেকেই। কারণ গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে আমি সবসময়ই মুগ্ধ।

#miwcc

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55255.10
ETH 2314.82
USDT 1.00
SBD 2.33