পারিবারিক ব্যাধি

in Incredible Indialast year

প্রিয় পাঠক/পাঠিকা,
আসসালামু আলাইকুম।আশা করছি এই মুহুর্তে সবাই ভালোই আছেন।আমিও ভালো আছি। আমার নতুন এই লেখায় আপনাকে স্বাগতম।
pexels-michelle-leman-6798718.jpgSource
পারিবারিক কলহ নেই এমন পরিবার খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার।প্রত্যেকটা পরিবারেই কমবেশি কলহ লেগেই থাকে সবসময়। আমাদের বাংলাদেশে দুই ধরনের পরিবার দেখা যায় সচারাচর।একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবারের তুলনায় যৌথ পরিবারগুলোতেই এরকম কলহ পরিলক্ষিত হয় বেশি।এর কারণ যৌথ পরিবারগুলোতে লোকসংখ্যা বেশি হওয়ায় একেক জনের একেক মত হয়। যার কারনে এমন সমস্যা দেখা যায়।
pexels-fauxels-3184195.jpgSource
একারণেই হয়তো সৃষ্টি হয় একক পরিবার।কিন্তু এই একক পরিবারগুলোও স্বচ্ছ নয়,মানে কলহবিহীন নয়।একটি পরিবারে যখন অন্য একটি পরিবারের মেয়ে ছেলের বউ হয়ে আসে তখন নতুন নতুন ভালোই থাকে সবকিছু।কিন্তু কয়েকমাস যেতে না যেতেই শুরু হয়ে যায় কলহ,দ্বিধাদ্বন্দ্ব।

শাশুড়ির মতের সাথে ছেলের বউয়ের মত না মেলায় বেধে যায় এরকম কলহ।এই সমস্যা সমাধান করতে গিয়ে মানসিক হতাশাগ্রস্থ হয় উক্ত ছেলে।সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, ঐ মুহুর্তে সে কি করবে, বুঝে উঠতে পারে না।চারপাশের যত ঝড় তার উপরই বর্তায়।এখানে কিন্তু তার কোনো দোষ নেই।সে পরিস্থিতির স্বীকার।সে না পরছে বউকে কড়া কথা বলতে, না পারছে মাকে।তাকে সবকিছু মুখবুঝে সহ্য করতে হচ্ছে।
pexels-cottonbro-studio-4100673.jpgSource
পারিবারিক কলহ যে কত বড় অশান্তির নাম যিনি কখনও এর খপ্পরে পড়েনি তাকে কখনোই বলে বোঝানো সম্ভব নয়।পারিবারিক এই অশান্তির কারণেই প্রতিদিন বহু পরিবার ধ্বংস হচ্ছে,ভেঙে যাচ্ছে সংসার।দুনিয়ায় কোনো আইন তৈরি হয়নি যেই আইন প্রয়োগ করে এরকম কলহ কিংবা বিরোধ থামানো যায়।

এসব কলহ কিংবা বিরোধ মেটানোর একমাত্র উপায় ধৈর্য। একটি পরিবারে বউ শাশুড়ীর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে মনমালিন্য হতেই পারে, এসময় উভয়কেই প্রচন্ড ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটি পরিবারের শাশুড়িগুলো বয়সে একটু মুরুব্বিই হয়।

তাই আমি তাদের বলতে চাই, তারা যদি তাদের ছেলে বউগুলোকে নিজের মেয়ের মতো দেখতো তাহলে আমার মনে হয় কোনো রকমের কলহ কিংবা বিরোধ তাদের সংসারে বাধতোই না। আর ছেলে বউগুলোকে বলতে চাই তারা যদি তাদের শাশুড়ীকে নিজের মায়ের মতো দেখতো, তাহলে এরকম কলহ এড়ানো সম্ভব হতো।


সব পরিবারের মানুষগুলো যদি একটু ধৈর্য্যপরায়ন হয় তাহলেই সকল পারিবারিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।


আমার এই লেখায় সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি,কিন্তু চেষ্টা করেছি

ধন্যবাদ সবাইকে, আজ এপর্যন্তই।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  
Loading...
 last year 

শাশুড়ির মতের সাথে ছেলের বউয়ের মত না মেলায় বেধে যায় এরকম কলহ।এই সমস্যা সমাধান করতে গিয়ে মানসিক হতাশাগ্রস্থ হয় উক্ত ছেলে।সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, ঐ মুহুর্তে সে কি করবে, বুঝে উঠতে পারে না।চারপাশের যত ঝড় তার উপরই বর্তায়।এখানে কিন্তু তার কোনো দোষ নেই।সে পরিস্থিতির স্বীকার।সে না পরছে বউকে কড়া কথা বলতে, না পারছে মাকে।তাকে সবকিছু মুখবুঝে সহ্য করতে হচ্ছে।

ঠিকই বলেছেন এভাবেই একটি ছেলের দোষ না থাকার সত্ত্বেও কিছু বলার ক্ষমতা তার তখন থাকে না কারণ বউয়ের পক্ষে গেলে মা এবং আশেপাশের মানুষজন বলবে দুই দিন বিয়ে করতে পারল না বউয়ের কথায় উঠে আর বসে।

আবার মায়ের পক্ষে নিলে বউ বলবে মা যদি উঠতে বলে তাহলে ওঠে যদি বসতে বললে বসে যাই মায়ের কথা ছাড়া আমার কথা একটুও ভাবার সময় তার নাই।

অনেক সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদেরকে উপহার দিয়েছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

#miwcc

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে পারিবারিক কলহ প্রত্যেকটা পরিবারের লেগে থাকে। মাঝে মাঝে এমন দেখা যায়। শাশুড়ি একরকম কথা বলে। বউ অন্য একরকম কথা বলে, এখান থেকেই সৃষ্টি হয় সমস্যা।

বউয়ের কথা শুনলে, মায়ের কাছে ছেলে ভালো না। আবার মায়ের কথা শুনলে, বউয়ের কাছে তার স্বামী ভালো না। এ সকল বিষয়গুলো নিয়ে দেখা যায়,মাঝে মাঝে পারিবারিক বিচ্ছেদ ঘটে।

পারিবারিক কলহের মধ্যে, যদি কেউ ধৈর্য ধরে টিকে থাকতে পারে। তবে সে পরিবারটা টিকে যায়, তা না হলে প্রত্যেকটা পরিবারে প্রতিনিয়ত অশান্তি।

পারিবারিক কলহ কে আপনি বেশ সুন্দর একটা টপিক আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year (edited)

পারিবারিক কলহের মধ্যে, যদি কেউ ধৈর্য ধরে টিকে থাকতে পারে। তবে সে পরিবারটা টিকে যায়, তা না হলে প্রত্যেকটা পরিবারে প্রতিনিয়ত অশান্তি।

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু। প্রায় ৯৮% পরিবারের অবস্থা এমন। আল্লাহ তায়ালা সকল পরিবারের এরকম সমস্যা দূর করে দিন। আমীন

#miwcc

 last year 

Hola Steemian 💚

En tu publicación puedo darme cuenta que es cierto lo que compartes, hay opiniones encontradas en la familia hay puntos de vistas y diferentes perspectivas de cómo ven una situación.

Por muy sencilla o compleja que sea esta siempre tiende a caer en diálogo o debate, acerca de lo mismo dividiendo o teniendo ciertos roces familiares, totalmente de acuerdo la paciencia es una de las virtudes que se necesitan para orientar o moderar la situación que se den.

Gracias por compartir esta valiosa información con todos nosotros. 👍🏻

#miwcc

 last year 

Bundle of thanks dear.

আল্লাহ আমাদের এই সমস্যা থেকে সাহায্য করুন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 68781.96
ETH 3736.20
USDT 1.00
SBD 3.73