প্রবঞ্চনা

in Incredible Indialast year (edited)

প্রিয় পাঠক/পাঠিকা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। এই পোস্টে আমি "প্রবঞ্চনা" শিরোনামে একটি লিখা প্রকাশ করছি৷ আশা করছি আপনাদের ভালো লাগবে।

pexels-bryan-fajardo-10515369.jpgSource
আমরা সচারাচর প্রায় সবাই অনলাইন জুয়ার বিষয়ে অবগত।কেউ হয়তো জড়িত আবার কেউ লোকমুখে শুনেছি।এই বিষয়গুলো আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রমোট করা হচ্ছে। অনলাইন জুয়া আগের তুলনায় বর্তমানে খুবই পরিচিত।

আমাদের দেশের অনেক মানুষই এর সাথে জড়িত, হোক বৃদ্ধ কিংবা যুবক৷ প্রায় প্রতিটি এলাকায় এর আসক্তি দিন দিন বেড়েই চলছে। আগেকার দিনগুলোতে জুয়া খেলতে হতো বন জংগলের ভিতরে গিয়ে বা কোনো ঝুপড়ি ঘরে। কারণ, জুয়া খেলা সামাজিকভাবে অবৈধ। এটা সবাই পছন্দ করেন না। এজন্য এই খেলা লোকচক্ষুর আড়ালে গিয়ে খেলতে হতো। কিন্তু এখনকার দিনে জুয়া এমনই সহজ হয়েছে যে তা এখন হাতের মুঠোয় মুঠোয়।
pexels-aidan-howe-4677402.jpgSource
যেকেউ চাইলেই জুয়া খেলতে পারে অনায়াসে।এর জন্য প্রয়োজন একটি স্মার্ট ফোন, ইন্টারনেট ও কিছু অর্থ।বিজ্ঞ মহল মনে করেন জুয়া খেলা পুরোটাই অনর্থক। এরকম জুয়ায় বেশির ভাগ বেকাররাই ঝোঁকে বেশি। আমি এমনও দেখেছি একটি গ্রামের সব তরুণই জুয়াড়ী।

একটি বন্ধু মহলে ১০ জনের মধ্যে ৭ জনই জুয়ায় আসক্ত।বর্তমানে অনলাইন জুয়ার ক্ষতি মাদকের চেয়েও মারাত্মক ভয়াবহ। জুয়ায় অর্থের দন্ডি বেশি।

সমাজের ভালো ছেলেটাও বন্ধু মহলের আড্ডায় জুয়ার গল্প শুনে কৌতূহল বশতঃ অনলাইন জুয়ার সাইটে গিয়ে একাউন্ট খুলে প্রথমে হালকা কিছু টাকা ডিপোজিট করে খেলা শুরু করে, পরে ধিরে ধিরে এই জুয়ায় আসক্ত হয়ে পড়ে। শুরু হয়ে যায় তার অর্থের চৌর্যবৃত্তি,বন্ধু-বান্ধবের কাছে টাকা ধার,করচ। এই যে জুয়ার জন্য টাকা ধার করলো এই টাকা পরিশোধ করতে তার বাবা মাকে খোয়াতে হয় তাদের মূল্যবান সম্পদ। অথচ এতে বাবা-মার কোনো দোষই নেই।সন্তানের জন্য এরকম অনেক কিছুই বিসর্জন দিতে হয় তাদের।

জুয়ায় যারা আসক্ত তাদের একটাই লক্ষ্য, কিভাবে শর্টকাটে বড়লোক হওয়া যায়। এই লোভের কারণেই তাদের হিতে বিপরীত ঘটে।খোয়াতে হয় লাখ লাখ টাকা। অনেকে হয়তো এসব জুয়ার বাজিতে জিতে অনেক টাকা পায় কিন্তু এই টাকার স্থায়িত্ব ক্ষণিকের মাত্র। নিমিষেই আবার শেষ হয়ে যায়। এই টাকা ভালো কোনো কাজে লাগে না। একটি প্রবাদ আছে "অসৎ পথের আয় অসৎ পথেই যায়"

এরকম জুয়ায় অনেকেই লোভে পড়ে সর্বস্ব হারিয়েছে, এমনও নজির আছে হাজার হাজার।বেশ কিছুদিন আগেও যে মানুষটি বিশালবহুল জীবন যাপন করতো জুয়ার ফাদে পড়ে সে মানুষ আজ পথের ফকির।খুব কম সংখ্যক মানুষই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে৷ আর যারা পারে না তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
pexels-keira-burton-6624317.jpgSource

এজন্য সবার কাছে উদাত্ত আহ্বান, স্রোতে গাঁ না ভাসিয়ে পরিশ্রম করে বড়লোক হওয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। যারা পরিশ্রম করে তারাই সফল হয়৷

আজ এপর্যন্তই। ধন্যবাদ আপনাকে আমার লেখাটি পড়ার জন্য।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Sort:  
 last year 

অতিরিক্ত লোক কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। অতিরিক্ত কিছু আশা করার চাইতে। অল্পতে সন্তুষ্ট থাকা মানুষটাই সব সময় ভালো থাকে।

আপনার লেখাটি পড়তে পড়তে। আজকে আমাদের গ্রামের একজন মানুষের কথা মনে পড়ে গেল। লোকটা এইরকমই অনলাইনে জুয়া খেলে। অবশ্য লোকটা সফল হয়েছে। এই জুয়া খেলার মধ্যে। কিন্তু দেখা গিয়েছে তার শরীরের মধ্যে নানা ধরনের রোগ।

অল্প বয়সেই লোকটা অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে, বয়সটা মাত্র 35। কিন্তু তাকে দেখলে যে কেউ বলবে, তিনি একজন আশি বছরের বৃদ্ধ।

একদমই ঠিক বলেছেন অসৎ পথে যে ইনকাম হয় সেই টাকাটা অসৎ পথেই ব্যয় হয়। যার কাছে হঠাৎ করেই অনেক টাকা চলে আসে। সে মানুষের মাথা ঠিক থাকে না। আসলে কোন জায়গায় টাকাটা ব্যয় করা উচিত।

আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের এই কুলুষিত কাজগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা। কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করার, মধ্যে যে শান্তি আছে। সেই শান্তি খুঁজে নেয়া।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year (edited)

আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের এই কুলুষিত কাজগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা। কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করার, মধ্যে যে শান্তি আছে। সেই শান্তি খুঁজে নেয়া।

অল্পতে সন্তুষ্ট লোকজনই সবচেয়ে বেশি সুখি।
যারা অল্পতে সন্তুষ্ট নয় তারা মানসিক ভাবে বিকারগ্রস্ত। এজন্য হারাম কোনো পন্থায় অনেক টাকা উপার্জন না করে হালাল পন্থায় অল্প পরিমাণ, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই। তাহলেই পরিপাশ সুন্দর হবে।

#miwcc

¡Congratulations! This comment has been upvoted through -steemcurator06. We support quality posts, and good comments anywhere, with any tags.
Congratulations!.png
Curated by :<<@sduttaskitchen>>
 last year 

Thank you very much for supporting me

Loading...
 last year 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া জুয়া জিনিসটাই আসলে অনেক খারাপ আমরা বেশি লোভ করতে গিয়ে নিজের আত্মিক সমস্যায় পড়ে যায় জুয়া মানুষকে রাস্তায় নিয়ে চলে আসে।

জুয়া খেলা এমন একটি খারাপ নিশা একটি পরিবারকে ধ্বংসের পথে নিয়ে চলে আসে।

যাইহোক খুবই সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

#miwcc

 last year 

Gambling is a problem that overwhelms us all and it is exactly as you name it in your blog, it is a disease that attacks you when you most need money in your house, I fell in the past and frequented many virtual casinos of which Apuestava the rewards I received from Steemit when I saw that I did not get good recognition with my publications and since my son was sick I became impatient thank God I passed that page in my life greetings it was very emotional to see this content
#miwcc

 last year (edited)

হ্যাঁ ভাই, আপনি ওভারকাম করতে পেরেছেন, অনেকই এটা থেকে ওভারকাম করতে পারে না।তারা সবসময় ক্ষতির সম্মুখীন। আপনার প্রতি শুভকামনা।

#miwcc

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66433.10
ETH 3607.66
USDT 1.00
SBD 2.69