গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে একদিন (পর্ব ২)

in Incredible India10 months ago

pexels-antony-trivet-13417839.jpgsrc
"গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে একদিন" শিরোনামের পর্ব ২ উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি৷

এই অংশে আমি প্রথমেই বলতে চাই সাফারি পার্ক আসলে কাকে বলে। তারপর বাকি কথাগুলো উপস্থাপন করবো।

সাফারি পার্ক

সাফারি পার্ক হলো বন্য প্রাণীদের জন্য অভয়ারণ্য। যেখানে বন্যপ্রাণীগুলো ছেড়ে দেওয়া অবস্থায় থাকে৷সাফারি পার্কগুলো প্রকৃতি প্রদত্ত মানে প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে।

বলছিলাম আমাদের দেশের গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের কথা। এটি আমাদের দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক যেটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত।

এবার আসি পর্ব ২ মানে শেষ অংশে। স্যাররা পরামর্শ করলেন যে আমরা শুধু পার্কের চারিপাশটা ভালোভাবে ঘোরা শেষে খাবার খেয়ে বাসায় ফিরার জন্য রওনা দিবো। যাইহোক, গাজীপুর সাফারি পার্ক দুই অংশে বিভক্ত। ১. চিড়িয়াখানা, যেখানে কিছু প্রাণীদের নির্দিষ্ট এক একটি কক্ষে আবদ্ধ করে রাখা হয়েছে এবং ২. কিছু নির্দিষ্ট অংশে কিছু প্রাণী খোলামেলা অবস্থায় বিচরণ করে।

আমরা ঠিক করেছিলাম আমরা ছেড়ে রাখা প্রাণীগুলোকে ঘুরে ঘুরে দেখবো।আর তাই নির্দিষ্ট একটি ছাউনির নিচে গিয়ে বসলাম সবাই। ওখানে কিছু নির্দিষ্ট যানবাহন আছে যেগুলোতে করে দর্শনার্থীদের পার্কের চারিপাশ ঘুরিয়ে দেখানো হয়৷ আমরা কিছুক্ষন অপেক্ষা করার পর আমাদের নেওয়ার জন্য কিছু বাস আসলো, আমরা সবাই সেগুলো উঠে পড়লাম। বেশ ভালো ফিলিংস হচ্ছিল, মনে হচ্ছিল বনের ভিতরে আমরা৷ এরকম দৃশ্য মাঝে মধ্যে ডিসকাভারি চ্যানেলে দেখতাম৷ যাইহোক, বাসের ভিতর আমরা, ঘুরছি আর নানা রকমের প্রাণী দেখছি। বানর, জেব্রা, হরিণ, জিরাফ, বাঘ, সিংহ আরও কত কি৷
pexels-ravi-kant-189342.jpg src

pexels-taryn-elliott-3889918.jpgsrc

pexels-amy-chung-672706.jpgsrc

pexels-deep-rajwar-4001809.jpg src

pexels-antony-trivet-13416855.jpg src
সেদিনের সেই অনুভুতি আমি আজ ভূলতে পারি নি৷ আহা কি আমেজ ছিলো সেই দিন তা ভাষায় প্রকাশ করতে পারবো না৷

ঘোরাঘুরি প্রায় শেষ, এবার খাওয়ার পালা৷ খেতে গিয়ে পেয়েছিলাম আরেক সুন্দর অনুভূতি। পার্কের ভিতরে দুইটা খাবার হোটেল। ১.টাইগার হোটেল, যেটার চতুর্দিক কাচ দিয়ে ঘেরা, হোটেলের বাহিরে বাঘ ঘোরাঘুরি করছিলো যা দেখে আমরা ভিষণ মজা পেয়েছিলাম। ২.লায়ন হোটেল। যেটার চারপাশে সিংহ ঘোরাঘুরি করে। আমরা টাইগার হোটেলে খেয়েছিলাম তাই এটা সম্পর্কে হালকা একটু ব্যাখ্যা করতে পারলাম আর লায়ন হোটেলে আমরা খাইনি শুধু বিবরণ শুনেছি তাই ঠিকভাবে ব্যাখ্যা করতে পারলাম না৷

বাঘ দেখতে দেখতে আমাদের খাওয়া প্রায় শেষ।সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অনেক দূরের পথ পাড়ি দিয়ে বাসায় ফিরতে হবে। তাই তড়িঘড়ি করে সবাই পার্ক থেকে বেড়িয়ে গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষনের মধ্যে গাড়ি স্টার্ট দিলেন। রাত আনুমানিক তিনটায় আমরা বগুড়াতে পৌছালাম। গাড়ি থেকে নেমে স্যারদের বিদায় জানিয়ে যে যার গন্তব্যে চলে এসেছিলাম। কেটে গিয়েছে বহু বছর কিন্তু সেদিনের সেই আমেজ এখনও কাটেনি।

আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন করতে যেতে পারেন। তাহলে সুন্দর এক অনুভূতির সাক্ষী হতে পারবেন।

আজ এপর্যন্তই। ভালো থাকবেন সবাই।

Sort:  
 10 months ago 

আমি বঙ্গবন্ধু সাফারি পার্ক কখন ও পরিদর্শন করি নাই। আপনার লেখটি পড়ে আমি বুঝতে পারলাম যে, সাফারি পার্ক কাকে বলে।

আপনার লেখাটি পড়ে আমার খুবই ভালো লাগল আর আমার খুবই ইচ্ছে করছে বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন করতে।

আমি যদি কখনও আবার ঢাকা যায়।আমি অবশ্যই বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন করবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য।

আপনার পরবর্তী পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং আপনি ভালো থাকবেন।

 10 months ago 

শুভকামনা রইল ভাই।

TEAM BURN

Congratulations, your comment has been successfully curated by @msharif at 5%.

Team Burn (1).png

 10 months ago 

Thank you so much for support.

 10 months ago 

আপনার লেখা পড়ে সাফারি পার্কে যাওয়ার আগ্রহ বেড়ে গেল। বিশেষ করে টাইগার হোটেলে খাওয়ার ইচ্ছে পোষণ করছি। কি সুন্দর একটা দৃশ্য খাবার খাওয়ার সাথে বাঘের দেখাও মিলে। সুযোগ পেলে লায়ন হোটেল টাও ঘুরে দেখবো। ধন্যবাদ সুন্দর একটা ভ্রমন কাহিনি বলার জন্য।

 10 months ago 

জি অবশ্যই যেতে পারেন।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খুব সুন্দর একটি অনুভূতির সাক্ষী হতে পারবেন।

Loading...
 10 months ago 

সাফারি পার্ক নাম অনেক শুনেছি কিন্তু কখনও যাওয়া হয় নি ৷ কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে সাফারি পার্কের অনেক কিছু ধারনা সম্পর্কে জানতে পারলাম ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 10 months ago 

সাফারি পার্কে অনেক আগে একবার গিয়েছিলাম। জানিনা এখন কি অবস্থা। তবে আপনার তোলা কিছু ছবু এড করলে আরো ভালো হতো।

 10 months ago 

ধন্যবাদ ভাই মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 10 months ago 

ভালো থাওবেন ভাই

আপনার পোষ্টটি পড়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক সম্পর্কে অনেক কিছু জানলাম।ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।

 10 months ago 

আপনার সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39