হারিয়ে যাওয়া মানেই নতুন করে ফিরে পাওয়া
দু তিন বছর আগের ঘটনা৷এক বন্ধুর ভাইয়ের বিয়ের দিন,আমার মোবাইল ফোনটা আমার বন্ধুর রুমে চার্জে লাগিয়ে বিয়েতে আগত মানুষদের খানাপিনার দায়িত্ব পালন করছিলাম।অনেক সময় অতিবাহিত হওয়ার পর মোবাইলের অভাব বুঝতে পেরে আমার এক ভাগ্নেকে বলেছিলাম ফোনটা চার্জ থেকে খুলে আনতে।যাকে পাঠিয়েছিলাম সে ফিরে এসে বলেছিলো ফোনটা যেখানে চার্জে লাগিয়েছিলাম ফোনটা নাকি সেখানে নাই।এ কথা শোনার পর আমি সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও ফোনটা পেলাম না। হয়তো যাদের আপ্যায়নে আমি ব্যস্ত ছিলাম তাদের কেউ একজন সুযোগের সদব্যবহার করেছে,মানে নিজের মনে করে মেরে দিয়েছে।
এব্যাপারটাতে কেন জানি খুব ব্যাথিত হয়েছে পড়েছিলাম।কারণ,বাস্তবিক বন্ধুর চেয়ে নিজের ব্যবহার করা মোবাইল ফোন কোনো অংশে কম নয়।এঘটনা ঘটার পর বেশ কয়েকদিন আমি খুব ব্যাথিত ছিলাম৷বাসায় কিছুই বলিনি এব্যাপারে,শুধু নিজেই নিজেই শোক পালন করছিলাম।আমার অবস্থা দেখে আমার মা যে কেমন করে বুঝতে পেরেছিল তা উপরওয়ালাই জানেন৷
তথ্য প্রযুক্তির উন্নতির ফলে এখন নাকি হারানো ফোন উদ্ধার করা সম্ভব হয়,মাকে একথা নাকি কেউ একজন বলেছিলো।তাই মা আমাকে কিছু টাকা দিয়ে বলেছিলেন থানায় গিয়ে জিডি করতে। আমি এক বড় ভাইকে সাথে নিয়ে থানায় গিয়ে জিডি করেছিলাম।ওনারা আমাকে আশ্বাস দিয়েছিলো যে,ফোনের কোনো খোজ খবর পেলে আমাকে জানানো হবে। অনেকদিন অতিবাহিত হওয়ার পর যখন আমি নিজে থেকেই খোঁজ নিয়েছিলাম তখন আমাকে জানানো হয়েছিলো আমার ফোনের কোন খোঁজ তারা পায়নি।
আমাকে এটাও বলা হয়েছিলো আমার ফোন চুরি করে নাকি চোর আমার ফোনটা আগুনে পুড়িয়ে ফেলেছে নয়তো পানিতে ফেলে দিয়েছে।যেটাকে আমার ভাষায় আমি বলি ছলিম বুঝ। আপনারাই বলেন,চোর যদি চুরি করে আমার ফোনটা পুড়িয়ে ফেলবে বা পানিতে ফেলে দেবে তাহলে চুরি করার কি প্রয়োজন ছিলো তার,ঐ যে বললাম সেদিন আমাকে ছলিম বুঝ দেওয়া হয়েছিলো।সেদিনের পর থেকে হারানো ফোনের খোজ আর নেইনি আমি,আশা ছেড়ে দিয়েছিলাম।
আব্বু ব্যাপারটা জানেতে পেরে এক দেড়মাস পর আবারও নতুন আরেকটি ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যেটা ছিলো আগেরটা চেয়ে একটু দামি।
এই ঘটনা থেকে আমার রিয়েলাইজেশনের বিষয় হলো, "হারিয়ে যাওয়া মানেই নতুন করে ফিরে পাওয়া।যদি পুরাতনটা না হারাতো তবে আমি নতুনটা পেতাম না"।
এই লেখার মাধ্যমে আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই...,
আপনি বা আমি পৃথিবীতে বিচরন করা কালে কিছু জিনিস হারিয়ে ফেলার পর খুব ব্যথিত হই। এটা একদমই ঠিক নয়। কারো সাথে এমনটা ঘটে গেলে ব্যাথিত না হয়ে ধৈর্যের লেভেলটা একটু বাড়াতে হবে।কারণ,ধৈর্য্যই একমাত্র বস্তু যার মাধ্যমে দেরিতে হলেও সবকিছুর সমাধান মেলানো সম্ভব হয়।একটি সহজ উদাহরণ হিসেবে বলতে পারি, একটি অংক সমাধান করার পর ফলাফল না মিললে ধৈর্য্য সহকারে বারংবার চেষ্টার ফলে ফলাফল মেলানো সম্ভব হয়।তাই আমার মতে,কখনই ধৈর্য হারিয়ে ফেলা উচিত নয়।আমাদের সবার মনে রাখা উচিত,প্রকৃতি তার প্রত্যেকটা ক্ষয় বা ক্ষতি আপনা-আপনি পূরণ করে নেয়।
"হারিয়ে ফেলা মানেই নতুন করে ফিরে পাওয়া" এই বাক্যটি আবারও মনে করিয়ে দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। তবে একজন মানুষ যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তখন আর তাকে ফিরে পাওয়া যায় না। কিন্তু অন্য কোন জিনিস যখন হারিয়ে যায়। তখন কোন না কোন ভাবে ঠিকই,,,, সেই জিনিসটা ফিরে পাওয়া যায়।
আপনার মোবাইলটা হারিয়ে গেছে,,, আপনার বন্ধুর বিয়েতে মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে। যাই হোক আপনার বাবা আপনাকে আবারও আরেকটা মোবাইল কিনে দিয়েছে। আমাদের এখানে একটা কথা আছে "পুরান গেলে নতুন পাওয়া যায়" অর্থাৎ আপনি পুরোনোটা,, হারিয়েছেন নতুন আরেকটা পেয়েছেন।
অসংখ্য ধন্যবাদ আপনার মোবাইলটা হারিয়ে যাওয়ার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য!আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু
আপনি আপনার বন্ধুর বিয়েতে যেয়ে ফোন হারিয়ে ফেলেছেন, এটা আসলে দুঃখজনক একটি ঘটনা। আপনি এই ফোন হারানোর ফলে নতুন একটি ফোন পেয়েছেন।
আপনার কাছে মনে হয়েছে, হারানো মানেই নতুন কিছু পাওয়া। আপনার সাথে এই কথায় আমি সহমত পোষণ করতে পারছি না, কারণ কোন কিছু হারিয়ে গেলে অবশ্যই মানুষ ক্ষতির সম্মুখীন হবে। যেমন আপনি পুরাতন ফোন হারিয়েছেন, আর আপনার বাবা আপনাকে একটি নতুন ফোন কিনে দিয়েছে আগের চাইতে এটি দামি।
আজ যদি আপনার ফোনটি না হারাতো, তাহলে এই আর্থিক ক্ষতিটা আপনার কখনো হত না। আপনি পুরাতন ফোন হারিয়েছেন অবশ্যই সেখানে আপনার অনেক ছবি হোক, অন্যান্য কোন কিছুই হোক সেগুলো হারিয়ে ফেলেছেন সেগুলো অত সহজ আর ফিরে পাবেন না।
আপনি আরো একটি কথা বলেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কোন কিছু হারিয়ে গেলে আপনি মন খারাপ করবেন না ধৈর্য ধরবেন এতে আপনার মঙ্গল হবে।
আপনাকে ধন্যবাদ জানাই, একটি শিক্ষনীয় পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।