গুরুদায়িত্ব

in Incredible Indialast year


IMG_20200626_152619.jpg



আমরা কয়েকজন বন্ধু এবং ছোট ভাই মিলে সেদিন গিয়েছিলাম নার্সারিতে মানে গাছের বাগানে। আরও সহজ করে বলতে গেলে যেখানে গাছ বেচা কেনা হয়, সেখানে। উদ্দেশ্য ছিলো কিছু গাছ কিনবো। সেদিন বৃক্ষরোপন করার জন্য কিছু গাছ সংগ্রহ করেছিলাম, সেখান থেকে।



IMG_20200605_155100.jpg



আমাদের সংগ্রহ করা গাছগুলোর মধ্যে ছিলো, পেয়ারা, জলপাই, নিম, মেহগনি ইত্যাদি। যদিও সেদিন বৃক্ষরোপন দিবস ছিলো না। তবুও সেদিন আমরা আমাদের এলাকার কিছু শিক্ষাঙ্গনে কিছু বৃক্ষরোপন করেছিলাম।



IMG_20200605_164540.jpg



IMG_20200605_163917.jpg



IMG_20200605_163900.jpg



IMG_20200605_163637.jpg



IMG_20200605_163602.jpg



আমার কাছে মনে হয় বর্ষাকালের শুরু দিকেই বৃক্ষরোপন করলে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠে। আমার মতে বৃক্ষরোপন করতে কোনো দিবসের প্রয়োজন নেই। যেহেতু গাছ অক্সিজেনের ফ্যাক্টরি তাই আমি মনে করি প্রতিদিনই একটি বা দুটি করে গাছ লাগানো প্রয়োজন।

আমাদের দেশে বনভূমি থাকার প্রয়োজন ছিলো ২৫ শতাংশ কিন্তু সেখানে আমাদের বনভূমি মাত্র ১৬ শতাংশ।

বর্তমানে নির্বিচারে গাছ কেটে বনউজাড় করা হচ্ছে। আর এই কারনেই পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা পৃথিবীতে বিচরনকারী সকল প্রাণীকুলের জীবনের জন্য হুমকি স্বরূপ। যদি এমন কর্মকাণ্ড চলতেই থাকে তাহলে একসময় আমাদের দেশ প্রায় মরুভূমিতে পরিনত হবে।

জলবায়ু পরিবর্তনের কষাঘাত থেকে আমদের দেশকে রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের সকলের বসতবাড়িগুলোকে এক একটি বাগানে পরিণত করতে হবে। বর্তমানে অনেকই ছাদ কৃষির দিকে ঝুঁকে পড়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় এটা একটি ভালো দিক বলে আমি মনে করি। এতে করে সবুজ প্রকৃতি দিন দিন আরও সবুজ হচ্ছে।

আমাদের ছাদ বাগানগুলোতে আমরা কেমিক্যালবিহীন ফল, শাকসবজি ইত্যাদি উৎপাদন করতে সক্ষম হচ্ছি। এতে করে আমাদের বিভিন্ন ফল এবং শাকসব্জির চাহিদাতো পূরণ হচ্ছেই সেই সাথে পরিবেশের ভারসাম্যও রক্ষা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দেশের সরকারও বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। আবার প্রতিবছর বৃক্ষরোপন দিবসে বিভিন্ন পরিবেশবাদী বিদেশি সংস্থা প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য গাছ বরাদ্দ রাখে।

আমাদের আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে সেই জায়গাগুলো বিভিন্ন জাতের গাছ লাগিয়ে ভরাট করা উচিত। বেশি বেশি গাছ লাগালে প্রকৃতি সুস্থ থাকবে আর প্রকৃতি সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো।



গাছেরও জীবন আছে, দিনশেষে এরাও নিরাপদভাবে বাঁচার নিরাপত্তা চায়৷

যেহুতু গাছ আমাদের পরম বন্ধু সেহেতু এদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদেরই গুরুদায়িত্ব।



বেশি বেশি গাছ লাগান ,পরিবেশ বাঁচান।

আজ এপর্যন্তই। আমার এই পোস্টটি পড়ে আপনাদের মন্তব্য কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।

Sort:  
 last year 

আসলে আপনাদের এই উদ্যোগটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। পরিবেশ বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। আমরা যদি একটা গাছ কেটে ফেলি সাথে সাথে আরেকটা গাছ রোপন করা।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট তার সাথে পরিবেশকে ভালো রাখার জন্য, গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

 last year 

আপনাকেও ধন্যবাদ, আপু।

 last year 

ভাই অনেক সুন্দর কাজ বর্তমানে এই ধরনের কাজের দায়িত্ব নেওয়া মানুষের খুবই অবাক ৷ আপনার কাজ গুলো দেখে হয়তো অনেকেই কিছু না কিছু শিখবে জানবে তারাও চেষ্টা করবে এমন কিছু করার ৷ যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43